নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

যা নিয়ে এখনো বাঁচি

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬




হেমন্ত এলে ধানগাছ গর্ভবতী হয়
পুকুরের মাছেরা অলসতা করে
ঘাসে ঘাসে বিয়ে বাণিজ্য,বাঁশের কঞ্চিতে বসা ঝগড়াটে ফিঙে
দূরের ঝোপঝাড়ে ঝুলতে দাও হলুদ বেলুন।
আমরা জানি না কখন কখন,ঠিক কখন
শহরের গোপন কঠুরিতে ফুটবে চাঁপা ফুল;শুকতে শুকতে চলে যাবো নাভিকাল
হেলানো সুবজমঞ্জুরিতে ধীরে ধীরে নেমে আসবে মৃয়ময়তা
কেমন ঘটনা ঘটবে জানি না;চাঞ্চল্যকর নাকি লোমহর্ষক নাকি অতিকীটসীয় রোমান্টিকতা
তোমার চোখ দেখে খুব খারাপ লাগলো-এমনটা বলবে না নিশ্চয়।
বলবে না কোথায় হারালো সেই সুদীপ্ত চাহনি?
যে দিন গেছে সে দিনটাই গেছে বাকি দিন রয়েছে পড়ে ঝোপেঝাড়ে
কোথাও কোন ঘাটতি নেই,আশঙ্কা নেই,
ভাবনার গুদামে মজুদ আছে পর্যাপ্ত ক্রান্তিকাল।
এরকম অনেকবার বলেছি ,হেমন্ত এলে সোনার তরী নিযে যাবো তোমার বাড়ি;তৃপ্তিতে কুড়িয়ে নিয়ো।
তোমার জমিতে বসাবো মিউজিক্যাল চেয়ার
বিন্দু মাত্র পতিত হতে দেবোনা,আগলে রাখব,ফিরিয়ে দেব খ্রীস্টীয়পূর্ব আবেশ
মজিয়ে রাখবো বুড়ো সবুজ পাতায় উজ্জ্বল ফোয়ারা।
তুমি খুব খুশি হবে
তোমার পালিত গরু ছাগলেরা সুশ্রী করে বাড়ি ফিরছে।
যদিও বদনাম আছে এই হেমন্ত,যতো অশান্তি করে।তাড়াতাড়ি সন্ধ্যা ঘনায়ে আনে।আমাদের অন্ধকার বাক্সে বন্দি করে ফেলে।
কোন মার্কেটে,কোন পাড়ায়,কোন খোলামাঠে
নানান বাজনা বাজিয়ে চলেছে কোন না কোন চৌকস দল।
আমি বেগার খাটি তোমার আশায়
শহরের উঁচু দালানগুলো প্রতিদিন গুনি।এইবুঝি আরেকটা বাড়ল না কেন?
কুয়াশা-শিশির-দাউদাউ করা চাঁদ মানে হেমন্ত-না;
মাঝে মাঝে হেমন্তে ট্রাক ড্রাইভার হতে ইচ্ছে করে; আসছে হেমন্তে হবে নাকি
তোমার আমার পুরনো বিকেলের ডালপুরি
ভীড়গগনের মাস্তানি
ডিজেলের যতো ফাতরামি
কিস্তিমাতি!
কিইবা করা;লুকিয়ে লুকিয়ে বুনো উল্লাস করি;
তোমাত্ববাদী ফাঁস।
লঞ্চঘাট,বাঁকাখেঁজুর গাছ এইসব বেঈমানি আরো কতোকাল চলুক না
বেঈমানিতে আমাদের কোন ভোগান্তি নাই।
খাঁটি হবার কোন প্রয়াস নাই।
সব আমাদের অপত্যকাল।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

নজসু বলেছেন: হেমন্ত এলে ধানগাছ গর্ভবতী হয়
এই প্রথম লাইনটা প্রত্যেক পাঠককে বাধ্য করবে পুরো কবিতা পাঠ করতে।
একেকটা কি অসাধারণ উপমা আর শব্দের ব্যবহার ঘটিয়েছেন।
কুয়াশা শিশির দাউদাউ করা চাঁদ।
ভাবনার গুদাম।

কবিতা পড়ে আমার পেট ভরে গেছে কবি।

একরাশ ভালো লাগা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ।
-
শুভেচ্ছা নিবেন।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

প্রথমকথা বলেছেন:

ভাবনার গুদামে মজুদ আছে পর্যাপ্ত ক্লান্তিকাল।

সত্যি দারুন বলেছো।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ।
-
শুভেচ্ছা নিবেন।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৫

মাহমুদুর রহমান বলেছেন: মনোমুগ্ধকর কবিতা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ।
-
শুভেচ্ছা নিবেন।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

এ.এস বাশার বলেছেন: ভাবনার গভীরতা আছে বলতে হয়........!!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ।
-
শুভেচ্ছা নিবেন।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

ফেনা বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ।
-
শুভেচ্ছা নিবেন।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

তাওিহদ অিদ্র বলেছেন: শুভেচ্ছা ও ভালবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.