নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যা তা আমি নিজেই। অন্যকিছু তুলনার বাহিরে। আমার মতো পৃথিবীতে দ্বিতীয় নেই!

তাজুল ইসলাম নাজিম

তাজুল ইসলাম নাজিম › বিস্তারিত পোস্টঃ

এই টাকা কোন এমপি, মন্ত্রী বা দূর্নীতিবাজ কর্মকর্তার বাপের দানের টাকা না

১০ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৬

আজ আমাকে বলতেই হবে। বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকার প্রতিটি পয়সার হিসাব কড়ায় গন্ডায় বাংলাদেশের জনগনের কাছে দিতে হবে। এই টাকা কোন এমপি, মন্ত্রী, ব্যাংক কর্মকর্তার বাপের কামানো টাকা নয়। এই টাকার সাথে লেগে আছে আমাদের প্রায় ১কোটি প্রবাসী ভাইয়ের হাড় ভাঙ্গা পরিশ্রমের ঘামের গন্ধ!

শেয়ার বাজার লুটপাট হয়েছে বাংলার জনগণ বিচার পায়নি।
বেসিক ব্যাংকের টাকা লুটপাট হয়েছে জনগণ বিচার পাইনি।
ব্যাংকগুলো প্রায় দেউলিয়ার পথে। কেন তা কেউ জানে না।
হলমার্ক কেলেংকারীর কি হলো জাতি জানেনা।
ডেসটিনির সাথে জড়িত প্রায় ৪৫লাখ লোক নিঃস্ব। ডেসটিনির টাকা কোথায় জাতি জানতে চায়।

যেই প্রবাসী ভাইদের অক্লান্ত পরিশ্রমের টাকায় বাংলাদেশ চলে। এমপি, মন্ত্রী, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এক লাফে ১০০ শতাংশ বৃদ্ধি করা হয় সেই টাকা নিয়ে নয়ছয় কেন? জবাব আজ দিতেই হবে?

বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষের অবহেলা বা দূর্ণীতি ছাড়া এতো বিশাল অংকের টাকা কিছুতেই সরে জেতে পারে না। অনলাইন ও আধুনিক প্রযুক্তির যুগে এসে একাউন্ট থেকে এতো বিশাল পরিমাণ টাকা চলে যায় অথচো কেউ কিচ্ছু জানে না এটা হতে পারে না। ফিলিপাইনের মিডিয়ায় সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গে! তাহলে লাখ লাখ টাকা বেতন দিয়ে এদের রাখা হয়েছে কেন??

কয়েকদিন আগে খবর বেড়িয়েছিলো যে, দুই লাখ টাকার বেতনের কেন্দ্রীয় ব্যাংকের চাকুরিতে আবেদনকারী ছিলো মাত্র ১জন! জানা যায়, চাকুরির বিজ্ঞপ্তিতে এমন কিছু শর্ত জুড়ে দিয়েছিলো জাতে অন্য কেউ আবেদন করতে না পারে। কেন্দ্রীয় ব্যাংকেই চাকুরি করে এমন এক দূর্নীতিবাজ কর্তা ঐ পদে চাকুরি পেতে এমন প্রতারণার আশ্রয় নেয়!

কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জনাব আতিউর রাহমান একজন ভদ্রলোক হিসেবেই পরিচিত। উনার ছোট বেলার এক গল্প দিয়ে দেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়তা অর্জন করেছেন! কিন্তু উনার সময়েই দেশের স্বায়ত্তশাসিত ও বানিজ্যক ব্যাংকগুলোতে সবচেয়ে বেশি দূর্নীতি হচ্ছে বলে শুনা যাচ্ছে!

আমি কাউকে দোষ দিতে চাচ্ছি না। আজকে কেন্দ্রীয় ব্যাংকের অর্থের যে নয়ছয় হয়েছে তা একদিনের ফল নয়। দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে (শেয়ার বাজার, বেসিক, সোনালি ইত্যাদি) যেসকল দূর্নীতি ও অনিয়ম হয়েছে আজ পর্যন্ত সুষ্ঠু তদন্তপূর্বক একটির সঠিক বিচার হয়নি।

সরকারের কাছে অনুরোধ এক সাথে কারা জড়িত তাদের খুজে বের করুন! বিচার করুন! যুগ যুগ ধরে বাংলার জনগণ ক্ষমতাবানদের কাছে প্রতারিত হয়ে আসছে। আর প্রতারণার স্বিকার হতে চায় না।

আপনাদের আরও একটি তথ্য দিতে চাই! কয়েকমাস আগে ব্যাংক অব ইন্ডিয়ায় কর্মরত এক ভারতীয় বাংলাদেশ ব্যাংকের লকারের টাকা হাতিয়ে নিয়ে ধরা পড়লে বাংলাদেশ ব্যাংকের জিএম সুকমল সিংহ চৌধুরী নিজের জিম্মায় ঐ ব্যক্তিকে মুক্ত করেন। সেই ঘটনার কোন তদন্ত আজও পর্যন্ত হয়নি!!

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৫

কল্লোল পথিক বলেছেন:









শতভাগ সহমত।

১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪

তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৩

সাধারন বাঙালী বলেছেন: হীরক রাজার দেশে গল্প শুনে ছিলাম। এখন বর্তমানে দেখতেছি।

১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪

তাজুল ইসলাম নাজিম বলেছেন: বাস্তব অভিজ্ঞতা অর্জন হচ্ছে

৩| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশ ব্যাংকের আরও ৬৯৬০ কোটি টাকা গায়েব?

বাংলাদেশ ব্যাংকের আইটি কনসালটেন্ট রাকেশ আস্থানা !!!!!!!!!!!!!!!

বাংলাদেশ ব্যাংকের টাকা ফিলিপাইনের জুয়ার বাজারে!!!!!!!
এই ঘটনা এত দেরিতে জানা গেল কেন সেটি এক বিরাট রহস্য।

এত বিরাট একটা কেলেংকারি, এত বিশাল অংকের অর্থ চুরি হলো বাংলাদেশ ব্যাংক থেকে, অথচ তা জানা গেছে মাত্র গত কদিন আগে। এবং তাও ফিলিপাইনের বিভিন্ন পত্রিকায় এ নিয়ে খবর বেরুনোর পর।

ফিলিপাইনের পত্রপত্রিকা বলছে, অর্থ চুরি হবার পরপরই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন।
- See more at: Click This Link

অনির্বাচিত স্বৈরচারের হাতে ক্ষমতার প্রত্যক্ষ কুফল ...
রাষ্ট্র কে অকার্যকর বলে চিৎকার করত আওয়ামীলীগ.. আজ তারাই নিজ হাতেই কি তা করছে না...!!!!
পুলীশের স্বেচ্ছাচারিতা, ব্যাংকে এত বড় লুট.. শেয়ার বাজার হলমার্ক সহ সকল শত হাজার ঘটনার বিচারহীনতাই উস্কে দিচ্ছে অপরাধীদের....
হিরক রাজার দেশকেও পিছনে ফেলে দিয়েছে স্বৈরাচারিতা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৭

তাজুল ইসলাম নাজিম বলেছেন: হুম

৪| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৫

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: দেশ ও জাতীয় স্বার্থে সচেতন হওয়া উচিৎ। কারন মুক্তিযুদ্ধের সেই কষ্টের দিনগুলোর কথা আজও ভূলতে পারি নাই। ততকালিন নেতারা কি করেছে, আর আমরা কি করেছি, কিছুই বলতে চাই না। সুধু এই টুকু অনুরোধ রইল একবার সুধুই একবার হলেও ওরা যেন আমার দেশ ও জাতীর কথা ভাবে। এই টুকু অনুরোধ রইল।

১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬

তাজুল ইসলাম নাজিম বলেছেন: সচেতনতার বিকল্প নেই

৫| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৩

ইমরান আশফাক বলেছেন: পিপিলিকার পাখা গজায় মরিবার কালে।

১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮

তাজুল ইসলাম নাজিম বলেছেন: এখন এই জাতির মরন চলে এসেছে

৬| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৫

বিজন রয় বলেছেন: সব চোর এক জায়গায়।

১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯

তাজুল ইসলাম নাজিম বলেছেন: যেই লাউ সেই কদু

৭| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৭

এ কে এম রেজাউল করিম বলেছেন:
এ সমস্ত চোর সরকারী আমলা ও রাজনীতির নেতারা, এরা অভিশাপের অতলে বিলীন হোক কামনা করি।

১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯

তাজুল ইসলাম নাজিম বলেছেন: সেই কামনা রইলো

৮| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩০

এ কে এম রেজাউল করিম বলেছেন:
বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষের অবহেলা বা দূর্ণীতি ছাড়া এতো বিশাল অংকের টাকা কিছুতেই সরে জেতে পারে না।

১০০% সহমত!

১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০

তাজুল ইসলাম নাজিম বলেছেন: সরষের মধ্যেই ভূত

৯| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৫

কানিজ রিনা বলেছেন: এটাইতো ডিজিটাল বাংলাদেশ। অরথনৈতিক
উন্নয়নের দেশ। ডিজিটাল দুই নীতি,
অন্ধকার ও আলোর নীতি। সাবেক নেত্রী
বরতমান নেত্রী ু উভয়ই বুড়া হয়েছেতো
চোখে দেখেনা।

১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১

তাজুল ইসলাম নাজিম বলেছেন: চুরিটাও ডিজিটাল চুরি

১০| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৩

বিপরীত বাক বলেছেন: ৮০০ কোটি টাকা।
মাত্র?
ধুর মিয়া আপনি কোন যুগে আছেন?
এটা কোন টাকা হলো নাকি।
আমরা তো এখন প্রথম বিশ্বের উন্নত দেশ। এত কম টাকা নিয়ে লাফালাফি করলে লোকে তো ছোটলোক বলবে।

১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪২

তাজুল ইসলাম নাজিম বলেছেন: চুরি ছাড়লেও স্বভাব যায়নি

১১| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৬

সুচিন্তকবোধ বলেছেন: only 800 crore :).....এটা কোনো টাকা নাকি!!!!!

হাতি ঘোড়া (4000 crore/Sonali bank, 2000-3000 crore/Basic bank, 10,000 crore/Share market) গেলো তল, মসা বলে কত জল!!!!!

১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪

তাজুল ইসলাম নাজিম বলেছেন: আই এম টুটালী কনফিউজড! ইটস নাথিং

১২| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:২১

প্রামানিক বলেছেন: চুরে চুরে আলী
এক চুরে বিয়া করে আরেক চুরের হালী।

১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫

তাজুল ইসলাম নাজিম বলেছেন: এখানে শাশুড়িকে বিয়ে করেছে

১৩| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১

তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ সবাইকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.