নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যা তা আমি নিজেই। অন্যকিছু তুলনার বাহিরে। আমার মতো পৃথিবীতে দ্বিতীয় নেই!

তাজুল ইসলাম নাজিম

তাজুল ইসলাম নাজিম › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট ভদ্রলোকের খেলা অভদ্রদের নয়

১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

ক্রিকেট হলো ভদ্রলোকের খেলা। এখানে অ-ভদ্রদের কোন স্থান নেই!
ধন্যবাদ বস #আফ্রিদিকে!

তবে, বস এতো মারমূখী না খেললেও পারতে! শত হলেও আমরাতো ভাইয়ের মতো!

আশা করি পরের ম্যাচে বাংলাদেশ অবশ্যই কাম ব্যক করবে! বিশেষ করে রেন্ডিয়ার সাথে বাংলাদেশের জয়ের কোন বিকল্প নাই। শুভ কামনা রইলো প্রিয় বাংলাদেশ দলের জন্য

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

বিজন রয় বলেছেন: শত হলেও আমরাতো ভাইয়ের মতো!
+++

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৭

তাজুল ইসলাম নাজিম বলেছেন: আহঃ অবাক হয়ে গেলেন!!!
কি করা যায়???

২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৩

গেম চেঞ্জার বলেছেন: পাকি প্রেমিক ডিটেক্টেড :-0

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৬

তাজুল ইসলাম নাজিম বলেছেন: এটা ব্যাক্তি স্বাধীনতা! আপনি অন্য প্রেমি হলে আমার আপত্তি নেই! আমি দেখবো বাংলাদেশ, আমার প্রানের বাংলাদেশ। এর পর পাকি হোক আর রেন্ডিয়া হোক তাতে কিছু যায় আসে না।

৩| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৭

সঞ্জয় কুমার সাহা বলেছেন: ও আমিতো ভুলেই গিয়ে ছিলাম, আপনার দুইজন আপন ভাই ।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৯

তাজুল ইসলাম নাজিম বলেছেন: ভাইয়ের মতো! যা অনেক সময় আপনের চেয়েও বেশি....।

৪| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:১১

আরইউ বলেছেন: লেখায় একটু ভুল আছে, বস এর জায়গায় "আব্বু" লেখেন!

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৬

তাজুল ইসলাম নাজিম বলেছেন: আপনি ভিন্ন ভাবে দেখলে তো হবে না! আমার পছন্দের খেলোয়াড় আপনার বিরক্তিকর হতেই পারে। আবার আপনার পছন্দের খেলোয়াড় আমার অপছন্দ হতে পারে। তাই বলে এমন প্রতিউত্তর দেওয়া কোন ভদ্রলোকের কাজ হতে পারে না।
আপনাকে বলছি প্রয়োজনে বস থেকে ভদ্রতা শিখে নিতে পারেন

৫| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৩

সঞ্জয় কুমার সাহা বলেছেন: আপনার নিজের অনেক কিছু জানা ও শিখার বাকি আছে তাজুল

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৭

তাজুল ইসলাম নাজিম বলেছেন: হুম, থাকতেই পারে! তবে পাকিস্তানের সাপোর্ট করলে একশ্রেণীর লোকের চুলকানি শুরু হয় সেটা জানা বাকি নেই। খেলার সাথে ধর্ম আর রাজনীতির কোন সম্পর্ক না থাকলেও পাকিস্তানের বেলায় তারা সেই সম্পর্ক টেনে আনতে মোটেও ভুল করে না!

৬| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৭

সঞ্জয় কুমার সাহা বলেছেন: জাতে জাত চিনে ..............."। শুধুমাত্র বঙ্গালী জাত চিনলো না।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৩

তাজুল ইসলাম নাজিম বলেছেন: আপনি কি অবাঙালী??

৭| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৯

যোগী বলেছেন:
আফ্রাদি তোর ভাই তার মানে ৭১ এর আগে তোর মা ক্যান্টনমেন্টে পাক আর্মিদের রক্ষিতা ছিল?

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৫

তাজুল ইসলাম নাজিম বলেছেন: Click This Link

৮| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৭

আবু জাকারিয়া বলেছেন: খেলাকে শুধু উপভোগ করা উচিৎ, যে যেভাবে পারে। তবে খেলাকে রাজনিতীর সাথে না জড়ানোই ভাল আর কোন কিছুকে সিরিয়াসলি নেওয়াও ঠিক না। আমি ফূটবলে ব্রাজিলকে সাপোর্ট করে মজা পাই তাই সাপোর্ট করি। কিন্তু ব্রাজিল হারলে আমার কিচ্ছু আসবে জাবেনা তাও জানি
। তাই শুধু উপভোগ করুন

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫২

তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ!
এই চিন্তা করলে তো চেতনা প্রকাশ পাবে না!

৯| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৭

তাজুল ইসলাম নাজিম বলেছেন: যোগীকে লেখাটি পড়ার জন্য বলছি! ভদ্রতা বস থেকে শিখে নিতে পারেনhttp://www.somewhereinblog.net/blog/tazul/30100489

১০| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: শত হলেও আমরাতো ভাইয়ের মতো!............এই কথাটা সাধারণ পাবলিকের সামনে বললে প্যাদানি খাবেন নিশ্চিৎ

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৯

তাজুল ইসলাম নাজিম বলেছেন: পাবলিক ঠিকই বুঝে, বুঝেনা শুধু অতি চেতনাবাজরা! যাদের খেলার মধ্যেও চেতনার দন্ড লাফাইয়া উঠে!

১১| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৫

গ্রিন জোন বলেছেন: যোগীর জ্ঞাতিগোষ্ঠী হয়তো রক্ষিতা ছিল। বেদনা ভুলতেই হয়তো যোগী হওয়া!

১২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৩

যোগী বলেছেন:
ওরে পাগল তোর মাকে আফ্রিদির বাপ লাগাতো মানে এই না যে আফ্রিদি তোর ভাই।
এখন দেখছি আসল ইতিহাস জানলেতো তুই আমাকেই আব্বা বলে ডাকা শুরু করবি।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩০

তাজুল ইসলাম নাজিম বলেছেন: গালি দেওয়াই যার অস্ত্র সেই অভদ্রকে জুতাপেটা করাই শ্রেয়
জয় রেন্ডিয়া, জয় গরুর চনা(প্রশ্রাব)

১৩| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৪

মহা সমন্বয় বলেছেন:

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:২০

তাজুল ইসলাম নাজিম বলেছেন: ভূপেনে কহিলেন যে, অস্ত্র তো একটাই, চেতনার দন্ড।

১৪| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৮

হাসান মাহবুব বলেছেন: ফাকিস্তানিরা আপ্নার ভাই লাগে? মহব্বত করতে হৈলে ঐ দেশে যান গা, এইখানে সুবিধা হৈবো না জনাব ছাগু।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৩

তাজুল ইসলাম নাজিম বলেছেন: হুম, যাবো তবে সব চেতনাবাজদের শীতলক্ষ্যা নদীতে ইট দিয়ে বেধে চুবাইয়া মারার পর!

১৫| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫০

এস কাজী বলেছেন: ছাগছানা

১৬| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৪

আম আদমি বলেছেন: আফ্রিদি তো প্রতিদ্বন্দ্বী খেলোয়ারকে ভদ্রতা দেখিয়েছে। এখানে খারাপের তো কিছু নেই। খেলাকে খেলা হিসাবেই দেখা উচিত। অযথা পুরানো তর্কে না যাওয়ায় ভালো।

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৯

তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ,,,,!
আমি সেটাই বুঝাতে চেয়েছিলাম! কিন্তু....।কেউ কেউ চেতনা ধরে রাখতে পারলো না!

১৭| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
He deserves kudos for showing sportsmanship.
শত হলেও আমরাতো ভাইয়ের মতো! dude, controL your abeg dor your ownseLf.

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৯

তাজুল ইসলাম নাজিম বলেছেন: হ্যাঁ, আফ্রিদি আমার ভাই! তাতে কোন সমস্যা? বিশ্বে সকল খেলোয়াড়দের মধ্যে সে আমার প্রিয় খেলোয়াড়। তার প্রতিটি ভালো কাজইই আমার ভালো লাগবে। যেমনটি আজকেও লাগছে! সে ভালো খেললে আমার ভালো লাগে! যেমনটি আজকেও লাগছে! তার মানে এই নয় যা আমি বাংলাদেশকে ভালোবাসি না বা বাংলাদেশ হারলে আমার খারাপ লাগে না। আজকে অনেক খারাপ লাগেছে......।বাংলাদেশ হারাতে!

এখন এখানে যদি কেউ রাজনীতি বা মুক্তিযুদ্ধ টেনে নিয়ে আসে তাহলে তো ওকে জুতাপেটা করা দরকার!

১৮| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৩:২০

কাদা মাটি জল বলেছেন: মারখোরের বাচ্চার ডান্ডু চোষার বাহানা দরকার কেবল।

১৯| ১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০৮

কলাবাগান১ বলেছেন: আপনার ভাই তো বাংলা বলতে পারে না.....সে কেমন ভাই????

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৫

তাজুল ইসলাম নাজিম বলেছেন: বাংলা আন্তর্জাতিক ভাষা নয়

২০| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪

বিষন্ন পথিক বলেছেন: আফনেরে সর্বোচ্চ কসম দিলাম, বুকে হাত দিয়া কন
আফনের ভাই যখন সানী, তাসকিন রে চার ছয় মারসে তখন আপনার খুব খুশী লাগছে নাকি তাসকিনদের জন্য দুঃখ লাগছে?
একদম ঈমানে কইবেন..

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৪

তাজুল ইসলাম নাজিম বলেছেন: অবশ্যই খারাপ লেগেছে! যেখানে বসে খেলা দেখছিলাম আফ্রিদি আউট হওয়ার পর আমিই সবচেয়ে বেশি চিল্লায়ে আছিলাম খুশিতে।
এটাতো খেলারই অংশ ছিলো!

২১| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

তাজুল ইসলাম নাজিম বলেছেন: আমার পোস্টে যাদের চেতনা দন্ড লাফাইয়া উঠেছে তাদের জন্য এই স্কিন সর্টটি দিলাম! এটা আমাদের প্রিয় তাসকিন আহমদ এর ফেসবুক ফ্যান পেজ থেকে নেওয়া

২২| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬

মুদ্‌দাকির বলেছেন: এখন আর পাকিস্তানী খেলোয়াড় দের ভালো লাগে না, ভালো লাগার মত কিছু আর নাই ওদের শুধু মুহাম্মাদ আমির ছাড়া, বাংলাদেশ টিম ওদেরচেয়ে অনেক ভালো কি যে হইল কালকে?!!!! এখনো আশা করি সেমি তে খেলবে টাইগাররা। আর আশা করি ভারতের জন্য বাংলার বাশ যেন নিউজিল্যান্ড এর মতই হয়।

১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০০

তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ!
আমাদের সকলেরই এই প্রত্যাশা! শুভ কামনা রইলো টাইগারদের জন্য!

২৩| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫০

খোলা মনের কথা বলেছেন: চেইত না রা এত চেইতলো কেনেরে ভাই??? খেলা আর রাজনীতি সব একসাথে করে জগাখেচুড়ি করে ফেলেছে। যাই বলেন ভাল একটা প্রতিযোগীতার আয়োজন করে ফেলেছেন B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.