নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যা তা আমি নিজেই। অন্যকিছু তুলনার বাহিরে। আমার মতো পৃথিবীতে দ্বিতীয় নেই!

তাজুল ইসলাম নাজিম

তাজুল ইসলাম নাজিম › বিস্তারিত পোস্টঃ

কমিশনকে তিন মাস সময় দেন

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯

একবার এক প্রেমিক প্রেমিকাকে ভোগ করে নিজেদের মনের ভাসনা পূরণ করতে চাইলো। কিন্তু মেয়েটি রাজি হচ্ছিলো না। তার মনে ভয় যদি পেগনেন্ট হয়ে যায় তাহলে কেলেংকারী হয়ে যাবে! কিন্তু দ্রুর্ত প্রেমিক মেয়েকে অভয় দিলো যে, তুমি পেগনেন্ট হবে না। আমি সেই প্রসেস করে নিবো। আর যদি পেগনেন্ট হয়ে যাও তাহলে তোমাকে বিয়ে করবো! ছেলের আশ্বাস ও জোরাজুরিতে মেয়ে রাজি হলো!

তিন মাস পর দেখা গেলো মেয়ে সত্যিই পেগনেন্ট! এখন কি হবে? মেয়ে গিয়ে ছেলেকে ধরলো এবং বিয়ে করতে চাপ দিলো!

এদিকে ছেলে পক্ষ ছিলো খুব ধাপুটে ও ক্ষমতাশালী! পাত্তাই দিলোনা মেয়েকে! মেয়েটি চাইলে আইনের আশ্রয় নিতে পারতো কিন্তু পরবর্তী জীবনের নিরাপত্তার কথা ভেবে সেই পথে গেলো না!

উক্ত ঘটাটির পুনরাবৃত্তি হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে!

ভুমি কমিশনের চেয়ারম্যান বললেন আগে কাজ শুরু করতে দেন! আর গহওর রিজভী বললেন তিন মাস সময় দিতে!

চিন্তা করে দেখেন, আইন করে ফেলছে! আইন আইনের মতো করে চলবে! এখন তিন মাস পরে কোন রায় বাঙ্গালিদের বিপক্ষে গেলে আইন পরিবর্তন হবে এমন কোন বিধানতো আইনে নেই! তাহলে কিসের ভিত্তিতে তিন মাস সময় চাচ্ছে??

মেয়েটির তো আইনের আশ্রয় নেওয়ার সুযোগ ছিলো কিন্তু পার্বত্য ভুমি কমিশনের আইনে তো সেই সুযোগও রাখা হয়নি!!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৮

গেম চেঞ্জার বলেছেন: ঝেড়ে কাশেন। এন্টেনায় ধরছে না!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১১

তাজুল ইসলাম নাজিম বলেছেন: পার্বত এলাকা নিয়ে একটু একটু খোজ খবর রাখেন! তাহলেই বুঝবেন

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

সাদা মনের মানুষ বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: ঝেড়ে কাশেন। এন্টেনায় ধরছে না!

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

কাঙ্গাল মুরশিদ বলেছেন: বর্তমানে মিডিয়া এত নিয়ন্ত্রিত এবং সরকার তোষণে ব্যাস্ত যে কোথায় কী হচ্ছে তার খোজ রাখাই কস্টকর।
পার্বত্য ভমি কমিশন আইন সম্পর্কে সংক্ষেপে কিছু বলে নিলে বুঝতে সহজ হত।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৬

তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ।
অন্যকোন লেখায় দেওয়ার চেষ্টা করবো .....আশা একদিন তখন বুঝতে পারবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.