নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যা তা আমি নিজেই। অন্যকিছু তুলনার বাহিরে। আমার মতো পৃথিবীতে দ্বিতীয় নেই!

তাজুল ইসলাম নাজিম

তাজুল ইসলাম নাজিম › বিস্তারিত পোস্টঃ

বীরশ্রেষ্ঠের সমাধি, নাকি রঙ্গমঞ্চ .......?

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৮


" ইনভেস্টিগেশ টিম "পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ...। আমরা কয়েকজন যাচ্ছিলাম কর্নফুলীর লেকের বুক চিরে, একটি প্রকল্প পরিদর্শনে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের দিকে।
উন্মুক্ত নদীপথ আর বিস্তীর্ণ জলরাশি ....!জলসীমার শেষ প্রান্ত সবুজ পাহাড়ের সাথে মিশে গেছে অনেক দূরে..।জলরাশির বুকের পরে এখানে ওখানে যেন হঠাৎ করেই জেগে উঠেছে ছোট ছোট দ্বীপ।
এমনি একটি দ্বীপের কাছে পৌছতেই আমাদের জেট বোটের গতি কমে এলো .....
সাদা টাইলসের আচ্ছাদিত সম্ভবত ৬০০ বর্গফুটের একটি দ্বীপ ...!
এখানে চির নিদ্রায় শায়িত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ।
ফরিদপুরে জন্মেও দেশের তরে এই প্রত্যন্ত অঞ্চলে এসে কি করে জীবন বিসর্জন দিলেন এই বীর।
তা ভাবতেই আমাদের বুক ধরে এলো....!
শ্রোদ্ধাবোধে হৃদয় নত হয়ে এলো আমাদের ...।
গভীর হয়ে গেলে পরিবেশটি ....!
কিন্তু একি...!!!

কয়েকজনকে দেখছি খালি গায়ে সমাধীর পাশে উদ্ভট গান বাজিয়ে নাচানাচি করছে ...!ছেলে মেয়ে একত্রিত হয়ে জলকেলিতে ব্যস্ত ওরা ...!মুহূর্তের জন্য রঙমহল মনে হলো পরিবেশটি....!আনন্দ আর যৌবনের ভাগাভাগির এক্কা দোক্কা চলছে সমাধি ঘিরে ...!ওয়েস্টার্ন পোশাকে নারী, জল আর রঙমহলের উম্মাদনায় হারিয়ে গেছে বীর শ্রেষ্ঠের সমাধীর শ্রোদ্ধাবোধ....!
অথচো এ তো আনন্দের স্থান নায়, সমাধি তো বেদনার চিহ্ন ...!শ্রোদ্ধা নিবেদন ও যিয়ারত করার স্থান ....!
লাশের পাশে এমন আনন্দ তো করেছিলো আমাদের শত্রুরা ......
একপাশে লাশের উপর রক্তের গন্ধ, অন্যপাশে ওদের আনন্দের উম্মাদনা ..!
তবে আজ কেন এই আনন্দ ....??
তবে কি .......
আমার এতে যত না কষ্ট হয়েছে, তারচেয়ে বেশি কষ্ট হয়েছে আমারা ওদের কিছু বলতে পারিনি বলে ....!
কারন ওদের নাকি এখানে বিশেষ প্রভাব আছে ...।তাছাড়া জাতিগত দিক দিয়ে আমরা আর ওরা এক নয় ...!

বিষয়টি নিয়ে আমরা অনেক বেশি অবাক হলাম এই জন্য যে -একজন বীরশ্রেষ্ঠ সমাধীর মতো এমন সেনসিটিভ ব্যাপার নিয়ে প্রশাসনকে তোয়াক্কা না করে ন্যক্কারজনক বিদঘুটে উম্মাদনার এই অনিয়মের সাহস ওরা পায় কি করে....?
এটাই কি আমাদের দেশপ্রেম ...?
অবশেষে সংশ্লিষ্ট কতৃপক্ষকে এই বীরের মর্যাদা রক্ষার্থে যথাযথ ব্যবস্থা গ্রহনের অনুরোধ যানাচ্ছি ....।

Shah Alam Sobuz ভাইয়ের ফেসবুক ওয়াল থেকে ।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


স্হানটির ঠিকানা কি?

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

তাজুল ইসলাম নাজিম বলেছেন: রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকা

২| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিক না।

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:

সংশ্লিষ্ট কতৃপক্ষকে এই বীরের মর্যাদা রক্ষার্থে যথাযথ ব্যবস্থা গ্রহনের অনুরোধ যানাচ্ছি ....।

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

তাজুল ইসলাম নাজিম বলেছেন: ,

বিদ্রোহী ভৃগু বলেছেন :সংশ্লিষ্ট কতৃপক্ষকে এই বীরের মর্যাদা রক্ষার্থে যথাযথ ব্যবস্থা গ্রহনের অনুরোধ যানাচ্ছি ....।

সহমত জ্ঞাপন করছি

৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

মলাসইলমুইনা বলেছেন: আমাদের ষ্টার টিভি, জি টিভি মার্ক জেনারেশন ! সবকিছুতেই নাঁচানাঁচি | কাণ্ডজ্ঞানের এতো অভাব হয়ে গেলো আমাদের !!

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

তাজুল ইসলাম নাজিম বলেছেন: ডিস্কো নেশন

৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

আটলান্টিক বলেছেন: আমাদের কাছে জায়গাটি একটি মুক্তিযোদ্ধার কবর।আর ওদের কাছে জায়গাটি গাজা খাওয়ার আদর্শ স্থান।সব কিছুর মূলে রয়েছে বাংলাদেশের প্রসাশন ও শিক্ষাব্যবস্থা। এখনো বাঙালি সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারেনি। যার জন্য দেশের এই অবস্থা।আমেরিকায় যদি এইটা করতো তাহলে ওই ছেলেমেয়েগুলোকে ওইখানেই চুবানো হতো।

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

তাজুল ইসলাম নাজিম বলেছেন: ঠিক বলেছেন

৬| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

আমার আব্বা বলেছেন: Boiling egg push korte hobe vai

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

তাজুল ইসলাম নাজিম বলেছেন: বিড়ালের গলায় ঘন্টা দিবে কে?

৭| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে দেশ গুণীদের মর্যদা দিতে জানেনা,
সে দেশে গুণীদের জন্ম হয়না।

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

তাজুল ইসলাম নাজিম বলেছেন: ,,
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে দেশ গুণীদের মর্যদা দিতে জানেনা,
সে দেশে গুণীদের জন্ম হয়না।

যতার্থ বলেছেন

৮| ০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

কলিমুদ্দি দফাদার বলেছেন: ঢাকাতে জিয়া উদ্যানে সন্ধার পর যা হয় তা দেখার সময় নাই, কর্তৃপক্ষ রাঙামাটির অজপাড়া এক গায়ে দৃষ্টিপাত করবে???

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০

তাজুল ইসলাম নাজিম বলেছেন: দুটিই খুব পীড়াদায়ক!

৯| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৭

প্রশ্নবোধক (?) বলেছেন: বাদর কে বেশি লাই দিলে মাথায় চড়ে, পাহাড়ী কিছু প্রজাতি আছে যারা আজ পুরো দেশের ঘাড়ে নিশ্বাষ ফেলছে।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৭

তাজুল ইসলাম নাজিম বলেছেন: ঠিক বলেছেন

১০| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খুবই দুঃখজনক। প্রশাসনের নজর দেয়া উচিত...

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৭

তাজুল ইসলাম নাজিম বলেছেন: ধন্ু

১১| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৮

কালীদাস বলেছেন: সাবাশ বাংলাদেশ =p~ এমনেই তো সৃষ্টি হবে নতুন নৃত্যশিল্পী, বুঝতে পারছেন না কেন এরা বীরশ্রেষ্ঠের দোয়া পাওয়ার জন্যই ঐখানে হাফলেংটা হয়ে নাচছে? :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.