নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুপ্রেরনা

আমি খুব সাধারন একজন, মানুষের জন্য কাজ করি। কবিতা লিখি, অনুপ্রেরনা পোস্ট লিখি। হয়তো কারো উপকারে আসতে পারে। নবজীবন সোসাল ওয়ার্ক সংগঠনের সেকরেটারী জেনারেল।

জোবায়ের রহমান

সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)

জোবায়ের রহমান › বিস্তারিত পোস্টঃ

কিছু প্রশ্ন যার উত্তর খুজে পাই না-

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪০

--------------- জোবায়ের রহমান



১. যখন আবেগ উপচে পরে তখন গার্লফ্রেন্ডের কাছে ছুটে যাই আর যখন খুব বিপদে পরি তখন গার্লফ্রেন্ডের কাছে না গিয়ে আপনজনের কাছে যাই যেমন মা, কিন্তু কেন?

২. প্রেম করার জন্য চাই টিপ টপ আধুনিক মেয়ে আর বিয়ে করতে গেলে কেন গ্রামের সাদামাটা মেয়ে খুজি?

৩. নিজেকে নিয়ে গার্লফ্রেন্ডের কাছে মিথ্যা বলে হিরো বানাতে হয় কিন্তু কেন?

৪. লাভ ম্যারেজে বিয়ের আগে এক রকম আর বিয়ের পরে আর এক রকম কেন?

৫. গার্লফ্রেন্ড কেন অল্পতেই রেগে যায় আর তাকে কেন ম্যানেজ করতে হয়?

৬. গার্লফ্রেন্ড কেন পটাতে হয়, সত্যি বললে কেন খুশি হয় না?

৭. গার্লফ্রেন্ড ছেড়ে যায় কিন্তু শত অন্যায় করার পরও মা বাবা ছেড়ে যায় না কিন্তু কেন?

৮. প্রেম করা ক্রেডিট নাকি ডিসক্রেডিট?

৯. অন্য মেয়ের সাথে নিজে প্রেম করলে সেটা হয় বৈধ্য কিন্তু ঘরের আদরের ছোট্ট বোন যখন অন্য ছেলের সাথে প্রেম করে তখন সেই ছেলেটি কেন হয় কুলাঙ্গার?

১০. গার্লফ্রেন্ডের ইজ্জত নষ্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে এটার ক্রেডিট নেওয়া বিষয় আর নিজের বোনের জন্য কেন এটা অপরাধ?

১১. গার্লফ্রেন্ড অন্য ছেলের সাথে কথা বললে সহ্য করতে পারি না , এটা কি বিশ্বাসের অভাব?

১২. ধানমন্ডি বা উত্তরা লেকের পারে সন্ধার পরে গার্লফ্রেন্ড নিয়ে যা হয় সেগুলা কি প্রেম নাকি বিনা পয়সায় দেহ ব্যাবসা?

১৩. বয়ফ্রেন্ড যখন বলে "জান তুমি আমাকে বিশ্বাস করো না?" তখন মেয়েরা কেন সব বিলিয়ে দেয়?

১৪. গার্লফ্রেন্ড কে কেন সোনা, যাদু, কলিজা, লক্ষি, জান, বেবি, সুইট হার্ট ইত্যাদি বলতে হয়?

১৫. বর্তমানে প্রেম করার সর্বচ্চ দুই মাসের মধ্যে তৈরী হয় শারিরীক সম্পর্ক তাহলে পতিতা কাকে বলবে যে অর্থের বিনিয়ে এসব করে নাকি যে স্বেচ্ছায় করে?

১৬. বিয়ের আগে শারির সম্পর্ক বৈধ্ নাকি অবৈধ?

১৭. এরেন্জ ম্যারেজে কেন অন্যের গার্লফ্রেন্ডকে বিয়ে করতে হয় আর লাভ ম্যারেজে নিজের গার্লফ্রেন্ড?

১৮. গার্লফ্রেন্ডকে নিয়ে কেন হারানোর ভয় থাকে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.