নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুপ্রেরনা

আমি খুব সাধারন একজন, মানুষের জন্য কাজ করি। কবিতা লিখি, অনুপ্রেরনা পোস্ট লিখি। হয়তো কারো উপকারে আসতে পারে। নবজীবন সোসাল ওয়ার্ক সংগঠনের সেকরেটারী জেনারেল।

জোবায়ের রহমান

সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)

জোবায়ের রহমান › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্য মায়াজাল

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩১



অদৃশ্য মায়াজাল

------ জোবায়ের রহমান



হারায়ে খুজি তারে শঙ্খ নীরের ধারে, চোখ মেলে খুজি তোমায় তুমি নাই,

মনের গহীন কোনে আজো আছো লুকিয়ে, সযতনে রাখি তোমায় তৃপ্তিতে

ধুলা মাখা মেঠো পথে, পদ ছোয়া দেখি যে , বাতাস হয়ে গায় পরশ মাখে,

উদাস পথ পানে, থাকি চেয়ে নিরবে, অপেক্ষায় কাটে ক্ষন তুমি নাই।



ঝির ঝির বাতাসে চোখ মেলে আকাশে, সুবাস পাই তোমার তুমি নাই,

মাতাল করে হায় কেন থাকো লুকিয়ে? বেদম ব্যাথাতে ছটফটে মন,

বিকেলের টেবিলে কফি হাতে একাকী শীতল চুমুকে বসে আমি নিরালায়,

কুয়াশার ছোঁয়াতে অনুভবে তুমিযে হাতে ধরি চলে যাও কেদে চোখ ভেজে।



ক্লান্ত পথিক এক, প্রহরে বসে আজ, খুঁজি ফিরি তোমাকে আবেগের শিখরে,

আচলের ছোয়াতে লুকিয়ে থাকে মন, জীর্ণ ভিখারি বেশ ধারনে,

কবে হবে খুনসুটি, ভাবি আমি বসে একা হায়, দিন যেন শেষ হয নিরবে।

হাতছানি দিয়ে ডাকে অদৃশ্য মায়াজাল জড়ায়ে রাখি তোরে তুমি নাই।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭

জসীম উদ্দীন মুহম্মদ বলেছেন: কিছু বানানে সমস্যা আছে । তবে কবিতা বেশ উপভোগ্য হয়েছে । সালাম জানবেন কবি ।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

সরদার হারুন বলেছেন: প্রথমে তুমি তারপরেই তুই লিখলে শুনতে খারাপ লাগে না ?
যাহোক ভাল হয়েছে ।

+++++++++++++++++++++++++++++++++++++++++

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কবিতা পাঠে ভালো লাগা।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০২

অপূর্ণ রায়হান বলেছেন: শঙ্খ , গহীন , একাকী , শীতল , কুয়াশা , ছোঁয়া , খুঁজি , জীর্ণ , খুনসুটি (!)


বানানগুলো কি একটু দেখবেন ভ্রাতা ?

শুভেচ্ছা :)

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১

আলম দীপ্র বলেছেন: বানানের ভুল ছাড়া কবিতা পড়তে আমার ভালো লেগেছে ।

অপূর্ন বলেছেন: শঙ্খ , গহীন , একাকী , শীতল , কুয়াশা , ছোঁয়া , খুঁজি , জীর্ণ , খুনসুটি (!)


বানানগুলো কি একটু দেখবেন ভ্রাতা ?

একটু ঠিক করে নিন ।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতা পড়ে বুকের ভেতর হতে কেমন যেন দীর্ঘশাস বের হয়ে হলে ------অন্তর হতে আন্তরিক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লেখার জন্য

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৪

জোবায়ের রহমান বলেছেন: আমি বানানে খুব দূর্বল :( ক্ষমা করবেন, তবে এই ভুল বানান দিয়েই রচনা করেছি বেশ কিছু কবিতা, সবগুলা এখানে শেয়ার করবো :) আস্তে আস্তে বানান ঠিক হয়ে যাবে

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪০

জোবায়ের রহমান বলেছেন: আলম দীপ্র ভাইয়া ধন্যবাদ, বানান ঠিক করে দিছি

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৭

লিখেছেন বলেছেন: সুন্দর

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৪

বাংলার পাই বলেছেন: ভালো লাগলো।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৩

জোবায়ের রহমান বলেছেন: আবারো সবাইকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.