নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুপ্রেরনা

আমি খুব সাধারন একজন, মানুষের জন্য কাজ করি। কবিতা লিখি, অনুপ্রেরনা পোস্ট লিখি। হয়তো কারো উপকারে আসতে পারে। নবজীবন সোসাল ওয়ার্ক সংগঠনের সেকরেটারী জেনারেল।

জোবায়ের রহমান

সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)

জোবায়ের রহমান › বিস্তারিত পোস্টঃ

উপমা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০২



উপমা

------ জোবায়ের রহমান



তুমি রাতের আকাশে জমে থাকা মৃদু কুয়াশার ছোঁয়া,

তুমি মেঘলা দুপুরে ছুঁয়ে যাওয়া মিষ্টি বৃষ্টি কনা।

তুমি আকাশ ভরা তারার মাঝে আলোর মায়া জাল,

তুমি নদীর বুকে ভেসে যাওয়া সাধিন নায়ের পাল।



তুমি মনের মাঝে ঘুমিয়ে থাকা আমার স্বপ্নের রানী,

তুমি আমার কাছে মানিক রতন জানে অন্তরযামি।

তুমি রোদলা দিনে তৃপ্তি নেয়া বটবৃক্ষের ছায়া,

তুমি হাসলেপরে খলখলানী ছড়িয়ে দেয় মায়া।



তুমি অন্ধকারে আলো করা তারার ন্যায় বাতি

তুমি থাকলে পাশে পলক মাঝে কাটে নিশি রাতি।

তুমি মরুর বুকে তরুন রূপে তৃষ্ণা মেটানো ধারা,

তুমি প্রাণ পাখি মোর তোমায় ছাড়া সবই ছন্নছাড়া।



20th Sep 14

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.