নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুপ্রেরনা

আমি খুব সাধারন একজন, মানুষের জন্য কাজ করি। কবিতা লিখি, অনুপ্রেরনা পোস্ট লিখি। হয়তো কারো উপকারে আসতে পারে। নবজীবন সোসাল ওয়ার্ক সংগঠনের সেকরেটারী জেনারেল।

জোবায়ের রহমান

সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)

জোবায়ের রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতা - জীবন রীতি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৯

জীবন রীতি

------- জোবায়ের রহমান



ভাবছি বসে কলম হাতে, ইচ্ছা করে লিখব কিছু

বিষয় খুজে পাইনা কোথা, লেখার পোকা ছাড়েনা পিছু।

তারচেয়ে বরং গল্প বলি, রাজা রানী, সিংহ হাতি?

না না এসব পুরন কথা, আসুন শুনি জীবন রীতি।



একদিন এক আধার রাতে, বেড়িয়ে পরি পথের বাকে,

ঝোপের পাশে ছোট্ট শিশু, অবাক হয়ে দেখছি তাকে।

হাটছি একা গুনছি মানুষ, দেখছি সবাই করছে কিছু,

পিছন ফিরে হঠাৎ চোখে, দেখছি কাদে ছোট্ট শিশু।



মনটি কেমন করল উঠে, থমকে দাড়াই পথের মাঝে,

মৃদু পায়ে সামনে গিয়ে, শুনছি করুন সুরটি বাজে।

হাটু গেরে সামনে শিশুর, দেখছি তাকে অবাক হয়ে,

বুঝতে পারি সুরটি শুনে, কাদছে শিশু কষ্ট লয়ে।



মুখটি শিশুর মিষ্টি ভারি, জির্ণ সির্ণ বসন পরে,

ধূষর কালো চুলের মাঝে, ধুলা বালি খেলা করে।

বয়স বছর চারের কাছে, ছোপছে কালি সর্ব গায়ে,

নীলচে চোখে মায়া মাখা, নাই যে জুতা ছোট্ট পায়ে।



হাতটি রেখে মাথার পরে, বলছি খোকা কাদছ কেন?

সাহস করে মুখটি খোল, ভয়টি তোমার পালায় যেন।

চোখটি মুছে বলছে শিশু, সকাল থেকে খাইনি কিছু,

বেচতে পারিনি মালাগুলো তাই খুধার জালা ছাড়েনা পিছু।



আকুল স্বরে জানতে চাইলাম, কোথায় তোমার জন্মদাতা?

ধরটি নিচু, হারিয়ে গেছে, কাপছে শিশুর চোখের পাতা।

বুকের ভিতর চিন চিনিয়ে করলো ব্যথা কিছুক্ষনে,

হারিয়ে গেছে মুখের ভাষা, চেয়ে রইলাম শূন্য পানে।



এমনি করে লাখ শিশু ঘোরে ফেরে অনাহারে,

দুমুঠো অন্য খোজে, হাতটি বাড়ায় সবার তরে।

আমি একা তুচ্ছ মানুষ, হাজার শিশুর অন্য দিতে,

যদি সবাই চোখটি মেলে, ওরাও পারে আহার পেতে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

টুম্পা মনি বলেছেন: সুন্দর লিখেছেন। :( :( :(

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫

জোবায়ের রহমান বলেছেন: ধন্যবাদ টুম্মা মনি আপু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.