নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুপ্রেরনা

আমি খুব সাধারন একজন, মানুষের জন্য কাজ করি। কবিতা লিখি, অনুপ্রেরনা পোস্ট লিখি। হয়তো কারো উপকারে আসতে পারে। নবজীবন সোসাল ওয়ার্ক সংগঠনের সেকরেটারী জেনারেল।

জোবায়ের রহমান

সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)

জোবায়ের রহমান › বিস্তারিত পোস্টঃ

সবার কাছে হাতজোর আকুল আবেদেন- বাবাকে বাচাতে এগিয়ে আসুন

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ২:৩৬

ভাইয়া/আপু
সালাম নিবেন । আশা করি ভালো আছেন। একজন মানুষ হিসেবে হাতজোর অনুরোধ করে মেসেজ দিলাম। আমাদের কাছের ছোটভাই অর্নিল এর বাবা স্ট্রোক করে প্রায় মৃত্যু সয্যায় আছেন। কয়েক মাস ধরে বাংলাদেশ মেডিক্যাল এর আই সি ইউ তে ভর্তি আছেন, আগামী ৪-৫ মাস তাকে আই সি ইউ তে খাকতে হবে। ইতিমধ্যে তার চিকিৎসা বাবদ বিপুল অর্থের খরচ হয়ে গেছে। আই সি ইউ তে থাকলে কি পরিমান খরচ লাগে তা আমরা সকলেই জানি। বর্তমানে তাকে বাচাতে বিপুল পরিমান অর্থের প্রযোজন যা তাদের সব কিছু হারিয়েও আর সম্ভব হয়ে উঠছে না। তাই সকলের দারে হাত পাতলাম। যার যতটুকু সম্ভব তাই দিয়ে তাকে বাচাতে এগিয়ে আসুন। সাহায্য সহযোগীতা পাঠানোর আগে অর্নিলের সাথে যোগাযোগ (01952496380) করে নিন ও প্রোয়োজনে রোগীকে নিজ চোখে দেখে নিন।
যারা বাবাকে হারিয়েছেন তারা আজ বুঝতে পারবেন অর্নিলের কান্না কতো নির্মম। আসুন অর্নিলের বাবাকে নিজের বাবা মনে করে প্রচার মাধ্যমগুলোতে ছড়িয়ে দেই। কাছের দুরের সকল ভাই বন্ধুর কাছে সংবাদটি পৌছে দিয়ে অর্নিলের বাবাকে সুস্থ করে তুলি।
নিবেদক-
জোবায়ের রহমান
সাবেক সভাপতি- নবজীবন
এডমিন- blooddonors24.com

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.