নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুপ্রেরনা

আমি খুব সাধারন একজন, মানুষের জন্য কাজ করি। কবিতা লিখি, অনুপ্রেরনা পোস্ট লিখি। হয়তো কারো উপকারে আসতে পারে। নবজীবন সোসাল ওয়ার্ক সংগঠনের সেকরেটারী জেনারেল।

জোবায়ের রহমান

সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)

জোবায়ের রহমান › বিস্তারিত পোস্টঃ

হ য ব র ল

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৩


হ য ব র ল
----- জোবায়ের রহমান

দেশের এই করুন ক্ষনে
জাগে মোর ভয় যে প্রানে,
জাতীর ঐ দামাল ছেলে
মরছে সব সাজের কোলে।
আমি যে আত্নভোলা
বন্ধ সব বিবেক দোলা,
চলছি সব স্রোতের দিকে
সরশে ফুল দেখছি চোখে।
নিয়ে যাক বস্ত্র খুলে
নাচব সব দুহাত তুলে,
নিকুজি লজ্জা সরম
পকেটে টাকার গরম।
প্রতিবাদ নাইযে কারো
মুখ খুললে তারেই ধরো,
এভাবে দিনের পর দিন
স্বভাব মোর হয়যে বিলিন।
কি হবে বিবেক দিয়ে?
যদি যায় সবই নিয়ে?
কে বলেছে স্বাধীন মোরা?
জুয়ারী খেলছে ঘোড়া।
দেশের সব মানুষ গুলোর
নাকে দরি বলদ কুলোর,
হাসে সব দাত কেলিয়ে
যেন সব নিয়মই বলে।
ইতিহাস আজ নতুন বিষয়
কালে কালে বিকৃত হয়,
প্রযন্ম জানবে তাহা
মিথ্যাচারী ললুপ যাহা।
কে দেখে আজ কার কি হলো,
যত নিচ ততোই ভালো,
বাহবা তারই সাজে
যে যত নোংরা কাজে।
বিমুখে আজ নিজের আয়ে
মহিষ তাড়ায় ঘরের খেয়ে,
লালা ঝরে পরের ধনে
কি করে লুটবে ক্ষনে।
যুবতী আজ মাংশ পিন্ড
সুযোগে করি পন্ড।
সতী আজ দুরের বিষয়
মাতে দুই সমান নেশায়।
জাতীর এই প্রিষ্ঠ কলে
ধিক জানাই লেখার বলে,
কেউবা পাবে নতুন জীবন
কেউবা ডাকবে ক্ষিন মরন।
কার কি হলো যায় আসে না
কেউ খাবে কেউ খাবে না,
বিবেক আছে সবার প্রানে,
করে দিলাম আবার মনে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১০

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ছন্দসিক কবিতা ভাললাগা ।

২| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

জোবায়ের রহমান বলেছেন: ধন্যবাদ দাদা মন্তব্য করার জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.