নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুপ্রেরনা

আমি খুব সাধারন একজন, মানুষের জন্য কাজ করি। কবিতা লিখি, অনুপ্রেরনা পোস্ট লিখি। হয়তো কারো উপকারে আসতে পারে। নবজীবন সোসাল ওয়ার্ক সংগঠনের সেকরেটারী জেনারেল।

জোবায়ের রহমান

সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)

জোবায়ের রহমান › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেম

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

দেশপ্রেম
---- জোবায়ের রহমান

বিজয় দিবসে উল্লাস করো গাও বিজয়ের গান,
হাত তুলে সবে শপথ করো রাখব দেশের মান।
এ শপথ যেন মুখে নয় শুধু কর্মে পূর্ন হোক,
দেশপ্রেম যদি ধারন কর বাচবে দেশের লোক।

হানাহানি যতো করো নারে ভাই সবাই মোরা ভাই,
ভেদাভেদ ভুলে নতুন করে চলো দেশের গান গাই।
ত্রিরিশ লক্ষ লাশের দামে মোদের বাংলাদেশ,
কি করে তুমি এতো সহজে ঋন করবে শেষ?

হাসি মুখ করে বিভেদ ভুলে এক সাথে চল চলি,
একই মায়ের মোরা সন্তান হয়ে ফোঁটাব নতুন কলি।
যদি করো ভাই হিংসা দেমাগ দুদিনের সংসারে,
একতা বিনা চলতি পথে যাবে নিশ্চই হেরে।

লক্ষ মায়ের আহাজারি আজ স্বাধীন হয়ে বাঁচার,
সন্তান হবে দুধে ভাতে খুশি মিলবে তাদের আহার।
হাতে হাত যদি না ধরি সবে কি করে দেশ গড়বে?
দেশপ্রেম যদি ধারন করো তবে সবারই বুক ভরবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫০

বাংলার নেতা বলেছেন: শপথ করি আমরা সবে আজ বিজয়ের দিনে
এগিয়ে নেব দেশ মোরা হিংসা বিদ্বেষ বিনে!




কবিতা টা দারুন হয়েছে @ জোবায়ের রহমান

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৭

জোবায়ের রহমান বলেছেন: ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.