নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুপ্রেরনা

আমি খুব সাধারন একজন, মানুষের জন্য কাজ করি। কবিতা লিখি, অনুপ্রেরনা পোস্ট লিখি। হয়তো কারো উপকারে আসতে পারে। নবজীবন সোসাল ওয়ার্ক সংগঠনের সেকরেটারী জেনারেল।

জোবায়ের রহমান

সাদামাটা জীবন ভালোবাসি। ভালোবাসি মানুষকে বিশ্বাস করতে। অতিতকে নিয়ে ভাবি না , বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবতে ভালোলাগে। ভালোলাগে লিখতে বা নতুন কিছু আবিষ্কার করতে। অসহায় ও দুর্বল মানুষের পাশে দাড়ানো আমার একটা বদ অভ্যাস। ব্লগিং করতে ভালো লাগে, পাঠক মন্তব্য দেখলে খুব আনন্দ পাই। বাকিটা আমার সাথে মিশলে বুঝবেন আমি কতোটা বদের হাড্ডি ।\\n\\nপছন্দ: কালো ও নীল রং ভালো লাগে, সকল ধরনের ফস্টফুড ও চাইনিজ খাবার পছন্দ করি, সকল ফল আমার প্রিয় তবে টক জাতীয় ফল একটু বেশি পছন্দ, খুব আচার খেতে ভালোবাসি, প্রিয় মাছ ইলিশ ও গলদা চিংড়ি, গিটার নিয়ে গান খাইতে ভালো লাগে, ছবি আকা ও কবিতা লেখা আমার সখ, উল্লেখযোগ্য সখ হচ্ছে সুন্দর সুন্দর ফুল বা ফলের গাছ লাগানো।\\n\\nআমার সম্পর্কে এর চেয়ে বেশি জানতে চাইলে একদিন বাসায় চলে আসবেন, দুজনে কফি হাতে আড্ডা দিতে দিতে বাকিটা বলবো। ওহ ভালো কথা, বাসায় আসলে সাথে করে মিষ্টি আনতে ভুল করবেন না যেন, মিষ্টি আমার খুব প্রিয় ;)

জোবায়ের রহমান › বিস্তারিত পোস্টঃ

দ্বিধা

০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

দ্বিধা
--- জোবায়ের রহমান

কোন এক পুর্নিমা রাতে মন উঠলো নেচে
হারিয়ে যাচ্ছে সব ভবছি আছিকি বেচে?
চিমটি কেটে দেখি নিজেকে জীবিত নাকি মৃত,
হঠাৎ করে কি হলো মনযে আজ দেহ চ্যূত।
দিয়েছি মন কাকে বুঝতে পারিনা হায়,
পথ ভুলে গেলে এবার মরতে হবে ঠায়।
নিশ্চূপ হয়ে ধির গতিতে বোজাই নিজেকে,
আমি যে অশুভ আত্না হারিয়ে যাবে ছোঁব যাকে।
জেনে শুনে কেন যে হারালে মন?
কাহারে দেব মন রাখবে যত্নে কোন জন?
এই মধ্য বয়সে বয়স কেন কমছে ধিরে ধিরে ?
যুবক লাগে নিজেকে যাচ্ছি লাজে মরে।
যতই করুক ভর অশুভ আত্না ঘাড়ে,
সকাল দুপুর রাত ভাবছি বারে বারে।
পরিশেষে ভেবে পথ খুজে পাই এই
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই।
সবকিছু আবেগ আর মোহ, প্রেম বলি যাকে,
মধ্যরাতের স্বপ্ন খোজে ফেরে যাকে তাকে।
যতই দাও মোরে অভিশাপ যতই কর আর্তনাদ
পারবনা দিতে মন করজোর মোর দুটি হাত।
স্বাধ আছে স্বাধ্য নেই অতিতের কথা ভেবে,
মন ছাড়া দেহ খানি কেনবা তুমি নেবে?
ইচ্ছা করে ফিরে যাই এক যুগ পিছে,
ভুলগুলো সুধরে নিতাম তুমি কাদতেনা মিছে।
ক্ষমা কর হাতে ধরি ডেকনা আর মোরে,
স্মৃতি গুলো আগলে রেখেছি নিওনাকো কেড়ে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.