নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

যোদ্ধা

১৭ ই মে, ২০১৮ দুপুর ২:২০




জীবন মাঝে মাঝে মনে হতে পারে খুবই ছোট আবার কখনো বা মনে হয় দীর্ঘ পথের যাত্রাপথ - তখন আমরা একা। আশে পাশে কাউকে পাই না - কোথাও কেউ নেই। শত সহস্র মানুষের মাঝে একটি মানুষ যোদ্ধা হোন, আর যোদ্ধা সব সময় একাই হয়। একাই থাকে - আর একাই তার পথ চলা।

মানুষ মানুষে বিস্বাস করে প্রতারিত হয় আর একজন যোদ্ধা যদি বিস্বাস করেন তাহলে তিনি আততায়ীর হাতে অথবা পরিচিত ঘনিষ্ট লোকের হাতে হত্যা হবেন! যোদ্ধা কাউকে বিস্বাস করতে পরবেন না! আর এটি তার মূলমন্ত্র। একজন যোদ্ধা যুদ্ধের মাঠেই মারা যান এটিই তাঁর ভংয়কর পরিণতি।

তারপরও তিনি যোদ্ধা - - - - - - - আর এটিই তাঁর জীবন










মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৯

সোহাগ তানভীর সাকিব বলেছেন: দুনিয়াটা যুদ্ধ ক্ষেত্র আমরা সবাই যোদ্ধা। সবাই কোনো না কোনো ভাবে জীবন সংগ্রাম করছি।

১৭ ই মে, ২০১৮ দুপুর ২:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন: বলেছেন: সোহাগ তানভীর সাকিব ভাই, আপনার কথা সঠিক, আমরা প্রতিনিয়ত যুদ্ধ করছি, হয়তো অতীতে তাকালে দেখতে পারেন অসংখ্য যুদ্ধে আপনি রক্তাত্ত ও হয়েছেন

২| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জীবন মানেই যুদ্ধ যুদ্ধ খেলা

১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:১০

ঠাকুরমাহমুদ বলেছেন: মোঃ মাইদুল সরকার ভাই, আপনি শাপ লুডু খেলেছেন - এখন ভেবে দেখুন মানুষের জীবনের সাথে শাপ লুডু’র কি অসামান্য মিল - - -

৩| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:০০

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যা মাহমুদ ভাই, জীবনের আর এক নামই তো যুদ্ধ।জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে যত বেশি যুদ্ধে সফল হবে তার স্থান তত উপরে। আমরা এই ধ্রুব সত্যকে অস্বীকার করি কী উপায়ে।

অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।

১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন: পদাতিক চেীধুরী ভাই, একটি মজার কথা মনে পড়েছে - পানির অপর নাম জীবন, জীবন মানেই যুদ্ধ, পৃথিবীতে পানি নিয়ে অসংখ্যবার যুদ্ধ নামক রক্তারক্তি হয়েছে ভবিষ্যতেও হবে - ভাবতে পারেন আমাদের ভবিষ্যত কি ?

আপনাকে ও অনেক অনেক শুভেচ্ছা ।

৪| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:১০

অনুতপ্ত হৃদয় বলেছেন: আমরা সবাই একেকজন যোদ্ধা, জীবন যুদ্ধে, যুদ্ধ করে যাই

১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই অনুতপ্ত হৃদয়, ভাবতে পারেন এই যুদ্ধে আপনি কতোটুকু জয়ী ? আর প্রতিপক্ষই বা কে ? কার সাথে এই অন্ধকারের যুদ্ধ হচ্ছে ?

৫| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৬

অনুতপ্ত হৃদয় বলেছেন: ভাই আমি জানিনা এই যুদ্ধে আমি নিজে কতটুকু জয়ী,তবে এতটুকু জানি এই যুদ্ধে প্রতিপক্ষ আমি নিজেই, প্রতিনিয়ত নিজের সত্ত্বা'র সাথে যুদ্ধ করতেছি।

জীবনটাই একটা গল্প। কিছু এখন ঘটে, কিছু পরে ঘটে, আবার কিছু ঘটেই না।
দারুন একটা গল্প জীবনের।

একটু ভাবনা ভাবিয়ে তোলে জীবনকে ভাবুক মন আমার ভাবতেই থাকি সর্বক্ষণ
কেউ করোনা কখনো অভিমান, অভিমানে হয়ে যাবে তুমি নিজেই ক্ষুদ্র।

ধন্যবাদ ভাই আমি ব্লগে নতুন।

১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:১০

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই অনুতপ্ত হৃদয়, আপনি ব্লগে নতুন কিন্তু আপনার চিন্তা চেতনার যেই ব্যাখ্যা আমি ও শিখছি আপনার কাছে, জীবন হচ্ছে কাঁচের মতো যা একবার ভেঙ্গে গেলে আর জোড়া লাগে না, সেই ভাঙ্গা আরো ভাঙ্গে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাঙ্গা কণা নিয়ে একসময় পৃথিবী ত্যাগ করি - শেষ বেলায় শুণ্য ঘোলা চোখে তাকিয়ে ভাবি কি পেলাম ?

আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্যর জন্য ।।

৬| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:২১

অনুতপ্ত হৃদয় বলেছেন: আস্তে আস্তে সব অন্ধকার হয়ে যাবে, গাঢ় অন্ধকার। শুধু সাড়ে তিন হাত কবর

১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: থাকবে শুধু সাড়ে তিন হাত কবর !!! যা আমাদের মনে থাকে না - ধন্যবাদ ভাই অনুতপ্ত হৃদয়, আপনি চিরন্তন বাস্তবটি মনে করিয়ে দিলেন, সত্য কখনো কখনো ভয়ংকর হয় যা আমাদের সামনে, যদিও তা আমরা জীবনে একবারই অনুভব করি - - - - জীবেনের শেষ সমাপ্তি।

৭| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


লেখার কোন উদ্দেশ্য আছে, কারণ আছে? লেখা থেকে তেমন কিছু বুঝা যাচ্ছে না!

১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
এটি একটি ছোট গল্প, আপনি ভাবতে পারেন আপনার নিজের গল্প - আপনার জীবনের সাথে এই গল্পের মিল আছে কি ?

৮| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:১৫

কাওসার চৌধুরী বলেছেন: আগে বলুন এতো দিন কোন যুদ্ধে ছিলেন?

কোন খবর নেই। হঠাৎ করে চেঙ্গিস খাঁনের মতো একটা সাহসী পোস্ট!!

যোদ্ধারা যুদ্ধ নিয়ে ব্যস্ত থাক, কিন্তু প্রিয় ঠাকুর মাহমুদ ভাই যুদ্ধের ভয়ে লোকচক্ষুর আড়াল হবেন কেন?............

এই কয়দিন বড়ই মিস করেছি, চমৎকার বুদ্ধিদদ্বীপ্ত, ভাল এ মানুষটিকে।

১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন: কাউসার চেীধুরী ভাই, জীবন আর জীবকিার জন্য পিপিলিকা যেমন ছুটে বেড়ায় আমরা মানুষ ও তাই ছুটে বেড়াই “শহর হতে শহরান্তর আর দেশ হতে দেশান্তর” না ভাই, কাউসার আড়াল হইনি, আমি একজন যোদ্ধা আমি আড়াল হবো না, যুদ্ধের মাঠে মারা যাবো তবে যুদ্ধে বিরতি ছিলো - নিজের সাথে যুদ্ধ বলে কথা।

আপনার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর সঙ্গে থাকার জন্য সহযোদ্ধা ।

৯| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: আপনি কি বলতে চাচ্ছেন?

১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন: রাজীব নুর ভাই, এই গল্পটি যদি আপনাকে নিয়ে হয় তাহলে আপনার জীবনের সাথে কি কোনো মিল আছে তার উত্তর দিন তরপর হবে সহযোদ্ধার গল্প, বলেন কি মিল খোজে পাচ্ছেন ?

১০| ১৭ ই মে, ২০১৮ রাত ১১:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দাদা!!!
আপনি আবার যুদ্ধেটুদ্ধে যাচ্ছেন নাকি???
আমাকেও সাথে নিয়েন!!;)

১৭ ই মে, ২০১৮ রাত ১১:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ভাই, অনেক যুদ্ধে লড়েছি রক্তাত্ত ও হয়েছি এখন নতুন করে আবার পুরাতন যুদ্ধ হবে তার পরিকল্পণা করছি। আপনি থাকেন সহযোদ্ধা - - -

১১| ১৭ ই মে, ২০১৮ রাত ১১:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @" যোদ্ধা সব সময় একাই হয়, একাই থাকে"
-- মানতে পারলাম না। সত্যের জন্য লড়ে এমন যে কেউ যোদ্ধা। একাই থাকতে হবে নট নেসেসারি!! একদল থাকতে পারে??

তবে কেউই যদি না থাকে!!
তখন একই যুদ্ধ করতে হবে।
আর সেই হবে আপনার গল্পের বীর।।

ইশ্!!! আমি যদি আপনার গল্পের নায়ক হতে পারতুম???:P
"বল বীর- বল উন্নত মম শির!
শির নেহারী' আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর!";)

১৭ ই মে, ২০১৮ রাত ১১:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ভাই,
গগণ ভেদী চিৎকারে “আক্রমণ” আর ঘোড়ার খুরের শব্দে কেঁপে উঠছে ধরণী
সঙ্গী সাথী সহযোদ্ধা কে আছে বল পাড়ি দি্বো সেই প্রাচীর
পাড়ি দিবো সেই নদ নদী সাগর অতল মহাসাগর
আমার লক্ষ্য বহুদুর
আক্রমণ - - -

হ্যাঁ ভাই আপনি আমার সেই বীর

১২| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

প্রামানিক বলেছেন: চমৎকার কথা, যোদ্ধা যুদ্ধের ময়দানেই মারা যায় তারপরেও সে যোদ্ধ।

১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ওই বস্ আপনি চলে আসছেন, আমার লেখা স্বার্থক, ভালো লাগলো লেখার মুল থিম ক্ষনিকেই ধরে ফেরেছেন - আর পারবেনই না কেনো আপনি তো ভাই শব্দের জাদুকর, আপনি লেখায় অলংকৃত করেছেন ধন্যবাদ বস্ ধন্যবাদ ।

১৩| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি ব্যাপার মাহমুদ ভাই?
আপনার পেজে একটাই পোস্ট কেন??:(
সব ঠিক আছে তো???



আজকে কাজ আছে,
চাঁদগাজীর সাথে আরেকদিন টক্কর দিব।:(

১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ভাই, ৩৪ টি পোষ্ট সব মুছে দিয়েছি, এর আগেও ২৩ টি পোষ্ট মুছেছি । সমস্যা নেই আবার পোষ্টে ভরে যাবে আছি আপনার সাথে চাঁদগাজী ভাই এর পাশে আর প্রামানিক ভাই এর কবিতায় - ধন্যবাদ, ভালো থাকুন ।।
আপনাকে নিয়ে পোষ্ট দিচ্ছি কিছুক্ষনের মধ্যে ।

১৪| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


জাপানী সামুরাইরা ততকালীন স্হানীয় শাসকদের অধীনে, বা স্বাধীনভাবে সমাজের অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতেন। যুদ্ধ মানে, আসলই যুদ্ধ; কারণ, ততকালীন সময়ে শারীরিকভাবে দখল ব্যতিত কোনকিছু আয়ত্বে আনা যেতো না; এখন সেটা রূপ বদলায়েছে।

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই,
রুপ বদলিয়েছে কথা সত্যি তবে ক্ষমতার প্রভাব বিস্তারের যুদ্ধ হাজার বছর আগেও ছিলো এখনো আছে প্লট, রুপ, হাতিয়ার পরিবর্তন
হয়েছে কিন্তু যুদ্ধ চলছে চলবে, অনাদি অনন্তকাল - - - -

১৫| ১৪ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৩

ঢুকিচেপা বলেছেন: যাদের পছন্দ হয় তাদের প্রথম পোস্টে আমি আমার স্বাক্ষর রেখে আসি।

আমার ভাল লাগা আপনার লেখা এই লাইনটাই রেখে গেলাম “শত শহস্র মানুষের মাঝে একটি মানুষ হয় যোদ্ধা আর যোদ্ধা সব সময় একাই হয়, একাই থাকে - আর একাই তার পথ চলা”

শুভেচ্ছা রইল।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১২:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার স্বাক্ষর অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করা হলো।
ভালো থাকুন - নিরাপদ থাকুন।

১৬| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৯

খায়রুল আহসান বলেছেন: মানুষের জীবনটাই একটা যুদ্ধক্ষেত্র। প্রত্যেকে যার যার জীবনের সেনাপতি।

২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




মানুষের জীবনটাই একটা যুদ্ধক্ষেত্র - আসলেই জীবন সবার কাছে যুদ্ধক্ষেত্র হয়েই পরিচিত হয়। জীবনের বাঁকে বাঁকে থাকে শত্রু আর যুদ্ধ। ভালো লেগেছে কথাটি। আপনাকে ধন্যবাদ, অনেক দিন আগের পুরোনো লেখাতে কাউকে পেলে ভালো লাগে। শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.