নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

সাহসী অন্তরা পেলেন স্বীকৃতি - সাবাস বাংলাদেশ পুুলিশ, সাবাস বাংলাদেশ নারী

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩




নিজের ছিনতাই হওয়া ব্যাগ উদ্ধার ও ছিনতাইকারীকে দৌড়ে ধরে ফেলার পুরস্কার পেলেন অন্তরা রহমান। সেই সাহসী নারী অন্তরা রহমানকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

আজ মঙ্গলবার ডিএমপির সদর দপ্তরে মাসিক অপরাধ সভায় সাহসী অন্তরা রহমানকে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কার প্রদান করেন ডিএমপির কমিশনার।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমাদের সামনে রয়েছেন সাহসী একজন নাগরিক অন্তরা রহমান। তিনি তাঁর বীরত্বপূর্ণ সাহসিকতার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন। ছিনতাইকারী তাঁর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেলে তিনি নিশ্চুপ না থেকে অত্যন্ত সাহস নিয়ে ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে পুলিশের নিকট সোপর্দ করেন, যা অত্যন্ত প্রশংসনীয়। আশা করি এই সাহসী অন্তরার মতো সকলে সাহসী হয়ে অপরাধের বিরুদ্ধে দাঁড়াবেন।’

অন্তরা রহমান (২২) রাজধানীর বনশ্রীতে পরিবারের সঙ্গে থাকেন। গত ১৭ আগস্ট সন্ধ্যায় রিকশায় করে আত্মীয়ের বাসায় যাওয়ার সময় যাত্রাবাড়ীর জনপথ মোড়ে এক ছিনতাইকারী তাঁর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। অন্তরা সঙ্গে সঙ্গে ছিনতাইকারীকে ধরতে দৌড় দেন। ছিনতাইকারী বাঁচতে একটি চলন্ত বাসে উঠে পড়েন। অন্তরাও সেই চলন্ত বাসে উঠে ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে টহল পুলিশকে অবহিত করে সহায়তা চাইলে পুলিশ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। অন্তরা রহমান নিজে বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।

তথ্যসূত্র: ডিএমপি নিউজ
দৈনিক প্রথম আলো ই নিউজ অনলাইন ডেস্ক ১১ সেপ্টেম্বর ২০১৮, ২১:২৭ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১১

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:


জানি না, এটা সৌভাগ্য কিনা, চিনতাইকারীরা এক সাথে কয়েকজন থাকে, সাধারণত; ফলে, বিপদজনক হওয়ার সম্ভাবনাও ছিলো

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, ছিনতাইকারী একসঙ্গে বা বিচ্ছিন্নভাবে গ্রুপে থাকে এটা সত্যি তবে তারা হয়তো আশা করেনি একটি মেয়ে অসম সাহসীকতার সাথে ধাওয়া করবে - ছিনতাইকারী বিভ্রান্ত হয়ে পরেছিলো - এরই সঙ্গে অন্তরার সাহসীকতার জন্য প্রসংসা করছি এবং অন্তরাকে সাবধানে পথ চলার জন্য অনুরোধ ।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:


যারা উনাকে পুরস্কার দিয়েছেন, অন্তরা তাদের থেকে যোগ্য মানুষ, সন্দেহ নেই।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০১

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, বাংলাদেশে দুঃসময়ে পাশে দাড়াবার মানুষ থাকে না, বিশেষ করে এমন মুহুর্তে - অন্তরা যখন ছিনতাইকারীর পেছনে দৌড় দেয় শত শহস্র মানুষ হা করে অন্তরাকে দেখেছে যাকে দৌড়াচ্ছে সেই ছিনতাইকারীকে কে নয় !!!

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪

নিউজপ্রিন্ট বলেছেন: বাংলাদেশে ছিনতাই যেভাবে বাড়ছে তাতে নারী পুরুষ সবার সাহসী হওয়ার প্রয়োজন আছে - এবং ভ্রাম্যমান আদালত জরুরী যাতে তাৎক্ষনিক সাজা ও জেল হয়ে যেতে পারে ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই নিউজপ্রিন্ট, আপনি বলেছেন “ভ্রাম্যমান আদালত জরুরী যাতে তাৎক্ষনিক সাজা ও জেল হয়ে যেতে পারে” । - এটি খুবই জরুরী বলে মনে করছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: মেয়েদের অন্তরার মত হওয়া উচিত

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: না সবাই অন্তরা হতে পারবেন না, পারা উচিত ও না, তবে পথে শত শহস্র পুরুষ মানুষ চলে যারা বীরগল্প করতে পছন্দ করেন, অন্তরা একা দৌড়ে ছিনতাইকারী ধরেছেন - এটা ভাবতেও অবাক লাগে যে পথে কি সব পুরুষ মানুষ বিকলাঙ্গ হয়ে পরেছিলো তাৎক্ষনিক !!! - নাকি অন্তরাকে দৌড়াতে দেখে শুধুই আনন্দ উপভোগ করছিলো ! ঘটনাস্থলে পুরুষদের ভুমিকা ছিলো “জিরো” এটি খুবই লজ্জাকর ও হীণমন্যতার পরিচয় । Mehedi Hasan Hasib ভাই পরিস্থিতি কেমন হয়েছিলো ভাবতে পারেন ???

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

কাওসার চৌধুরী বলেছেন:



গুরু,.......
(৩) মন্তব্যের সাথে সহমত; অন্তরাকে অভিনন্দন ৷

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: অন্তরাকে অভিনন্দন ও সাথে ঘটনাস্থলের পুরুষদের ধিক্কার - অন্তরা যখন ছিনতাইকারীর পেছনে দৌড় দেন তারা শুধুই তাকিয়ে দেখেছেন - তাদের ভুমিকা ছিলো “জিরো” ।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

চাঙ্কু বলেছেন: অন্তরাকে স্যালুট।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন: অন্তরাকে স্যাল্যুট তবে কথা থেকে যায়, আর কাউকে যেনো অন্তরার মতো জীবন বাজী রেখে দৌড়াতে না হয়,
“রাস্তা ছিনতাইকারী মুক্ত করা হোক” ।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই একজনকে দেখে অন্যদের অতি উৎসাহী হওয়ার দরকার মনে করছি না। কারণ সময় খারাপ...

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন: তালগাছ ভাই ১০০ তে ১০০ সত্যি কথা । আর কাউকে যেনো জীবন বাজী রেখে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে না হয়,
“রাস্তা ছিনতাইকারী মুক্ত করা হোক” ।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: বিপদ হওয়ার সম্ভাবনা ছিলো। অন্তরার সাহস প্রশংসনীয়।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আর কাউকে যেনো জীবন বাজী রেখে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে না হয়, “রাস্তা ছিনতাইকারী মুক্ত করা হোক” ।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫৮

অক্পটে বলেছেন: এটা সবার জন্য না। সব মানুষ অন্তরার মতো হবেনা। সব মানুষের কাছে অন্তরার মতো সুযোগ আসেনা, বিপদটাই বেশি আসে। অন্তরা অক্ষত আছে এটাই স্বস্তির বিষয়।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আর কাউকে যেনো জীবন বাজী রেখে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে না হয়, “রাস্তা ছিনতাইকারী মুক্ত করা হোক” ।

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৭

ঢাবিয়ান বলেছেন: ছিনতাইকারী আনারি। তানাহলে কি ছিনতাই করে কেউ বাসে ওঠে?

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: ছিনতাইকারী একসঙ্গে বা বিচ্ছিন্নভাবে গ্রুপে থাকে এটা সত্যি তবে তারা হয়তো আশা করেনি একটি মেয়ে অসম সাহসীকতার সাথে ধাওয়া করবে - ছিনতাইকারী বিভ্রান্ত হয়ে পরেছিলো - এরই সঙ্গে অন্তরার সাহসীকতার জন্য প্রসংসা করছি এবং অন্তরাকে সাবধানে পথ চলার জন্য অনুরোধ ।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: ভালো। খুব ভালো। সাহসী মানূষ আমার ভালো লাগে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: আর কাউকে যেনো জীবন বাজী রেখে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে না হয়, “রাস্তা ছিনতাইকারী মুক্ত করা হোক” ।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

কথার ফুলঝুরি! বলেছেন: ওয়াও :|| অবশ্যই সাহসী মেয়ে কিন্তু এতে যে নিজের জীবন বিপন্ন হবার আশংকা আছে ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: আর কাউকে যেনো জীবন বাজী রেখে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে না হয়, “রাস্তা ছিনতাইকারী মুক্ত করা হোক” ।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১১

বলেছেন: সশ্রদ্ধ ভালোবাসা সংগামী মেয়েটিকে

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: ল ভাই, ধন্যবাদ, আমাদের সচেতন হতে হলে শুধু আমি একা সচেতন হলে চলবে না আমার ঘরের নারীকেও সচেতন হতে হবে । তাহলে আমি ভালো থাকবো, আামার পরিবার ও ভালো থাকবে । সাহসী অন্তরা আমাদের পরিবারের প্রতিটি নারী ভুমিকা হতে হবে । আবারো ধন্যবাদ ।

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৪

বলেছেন: মাহমুদ ভাই আপনার এই উক্তি টা স্মরনীয় হয়ে থাকুক
আমাদের সচেতন হতে হলে শুধু আমি একা সচেতন হলে চলবে না আমার ঘরের নারীকেও সচেতন হতে হবে । তাহলে আমি ভালো থাকবো, আামার পরিবার ও ভালো থাকবে । সাহসী অন্তরা আমাদের পরিবারের প্রতিটি নারী ভুমিকা হতে হবে

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ লতিফ ভাই, ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.