নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

চেনা চেনা লাগে তবু অচেনা - জেনিফার লোপেজ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩



ব্যাংকক এয়ারপোর্ট : ২০১৩ অক্টোবর কোরবানীর ঈদের ছুটি, ইমিগ্রেশন করে ব্যাগেজ কালেকশান করার জন্য বেল্টের পাশে অপেক্ষায় আছি আমাদের বেল্টের পাশের বেল্টে অপেক্ষারত এক বিদেশীনি সাথে কোকড়া চুলের বিচ্ছু টাইপের পুত্র ও কন্যা সহ দুইজন বেবী কেয়ার ন্যানী - বাচ্চাদের সামলাতে ন্যানীদের প্রাণ উষ্ঠাগত ! বিদেশীনির বয়ষ আনুমানিক ৪০-৪২ হবে হয়তো বা, এতো পরিচিত মনে হচ্ছে যে বার বার তার দিকেই তাকাচ্ছি অথচ বিদেশীনি এই মহিলাকে চেনা বলে মনে হচ্ছে না - কিন্তু তারপরও খুব পরিচিত মনে হচ্ছে। তাকিয়ে হাত উঁচিয়ে হাসলাম - তিনিও প্রত্তুত্যরে মিষ্টি হাসিতে হাত ইশারা করলেন ! একটি স্কি প্যাক করা আর ০৬ টি বিশালকার লাগেজ - ট্রলিতে সাহায্যে করছে এয়ারপোর্টের আভ্যন্তরিন কর্মী, আমিও আমার ছোট্ট লাগেজ নিয়ে বের হয়ে আসবো, বাইরে এসে দেখি - ঢাউস আকৃতির কালো ভোক্স ওয়াগন সাভ সারি সারি করে দাড়ানো - আর বক্সার টাইপের তিনজন সশস্ত্র গার্ড সহ নিদেন পক্ষে আরো দশ জন স্যুটেড রিসেপশনিষ্টে মহা সিকিউরিটি ব্যাবস্থায় ভদ্রমহিলার যাবতীয় মালামাল গাড়ীতে লোড দিচ্ছেন - - -

চেনা চেনা লাগে তবু অচেনা - হঠাৎ মাথায় বজ্রপাত !
এই বিদেশীনি সত্যি সত্যি আমার পরিচিত, গানে সিনেমায় তিনি আমার কাছে মহাপরিচিত !!
- ইনি পৃথিবী বিখ্যাত শিল্পি Jennifer Lopez !!!


If you go hard you gotta get on the floor
If you're a party freak then step on the floor
If you're an animal then tear up the floor
Break a sweat on the floor
Yeah we work on the floor
Don’t stop keep it moving
Put your drinks up
Pick your body up and drop it on the floor
Let the rhythm change your world on the floor
You know we’re running shit tonight on the floor
Brazil, Morocco
London to Ibiza

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: একটা সেলফি তুলতে পারতেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: মিস হয়ে গেলো ভাই, সেলফি তোলা কোনো সমস্যা হতো না, এবং ছবি বিশালাকার প্রিন্ট করে ড্রইং রুমের দেয়ালে !!!

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

স্রাঞ্জি সে বলেছেন:

অটোগ্রাফ, সেল্ফি হাতছাড়া হয়ে গেছে.......

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: একদম মারাত্বক ভাবে হাতছাড়া হয়ে গেছে !!!

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

ডার্ক ম্যান বলেছেন: the boy next door সিনেমাটি অবশ্যই দেখবেন

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: অবস্যই দেখবো। ধন্যবাদ ভাই ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


সে অপ্রয়োজনীয় স্টাইলে গান গেয়ে বেশ জনপ্রিয়তা হারায়েছে আমেরিকায়

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: আমার কাছে তো সে হুর পরী ! কারণ আছে - দুজনের বয়ষ তো সমান সমান।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! কী দারুণ অভিজ্ঞতা। তবে আমিও আগের কমেন্টদাতাদের সঙ্গে বলবো জীবনে একটি স্মরণীয় মুহূর্ত লেন্সবন্দী না করে ঐতিহাসিক ঘটনার প্রমাণ রাখা থেকে বঞ্চিত হলেন।

শুভকামনা আরেক গুরুকে।



১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: গুরু, ভালোই বলেছেন, তবে বয়ষ হয়েছে এখন কি আর ছেলেমানুষি মানায় বলেন ? কথা বলা যায় গল্প করা যায় তবে ছবির জন্য বলা নিজের কাছেও কেমন যেনো লাগে - আমার মনে হয় চিনতে পাররেও - কথা হলেও ছবি তুলতাম না, থাক না ।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

নিউজপ্রিন্ট বলেছেন: আহারে মিস করে দিলেন গুরু, তবে সেলফি বাসায় ঝড় তুফানের সম্ভবনা হতে পারতো - - - - - - -

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: কথা সত্যি বাংলাদেশী কোনো তারকার সাথে ছবি তুললে হয়তো সমস্যা হবে না তবে জেনিফার লোপেজ !!! অবস্যই সমস্যা আসহ ১০ নম্বর বিপদ সংকেত “ঝড়, তুফান, সাইক্লোন হতেও পারতো - বেঁচে গেছি গুরু ।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

সনেট কবি বলেছেন: বেশ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন: আসলেই বেশ ।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

বাকপ্রবাস বলেছেন: তারকাদের এভাবে না চিনতে পারলে ওরাও একটু স্বস্তিতে থাকে, ডিষ্টার্ব কম হয়

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন: টিভিতে দেখা তারকা আর সামনা সামনি দেখা, অনেক সময় তাদের চেনা যায় না ।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ঠাকুর ভাই
সুন্দর রাইট্আপ !!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই ধন্যবাদ, ধন্যবাদ ।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯

সোনালী ঈগল২৭৪ বলেছেন: আমি সুযোগ পেলে একটা অটোগ্রাফ নিতাম আবার সেলফিও তুলতাম

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি চিনতে পারিনি, যখন চিনতে পেরেছি তখন তিনি বিশাল সিকিউরিটি ঘেরাও আছেন !!!

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেলফি, অটোগ্রাফ না হোক অন্তত ছবি তোলা যেত না? স্মৃতি তুমি বেদনা...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন: বেদনা মধুর হয়ে যায় - উস্তাদ জগজিৎ সিং

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাকে আমার সালাম ও শুভেচ্ছা জানাবেন। চ্যানেল ঘুরাইতে ঘুরাইতে তার ছবি দেখলে কিছুক্ষণ দেখি :) আগে গান দেখতাম (অবশ্য শুনতাম না :) )

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: আহঃ হারে আপনি বস! আপনি বস একদম হৃদয় বিদারক কথা বলেছেন ।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন: বিরাট উত্তেজনাকর ব্যাপার।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: বিরাট !!!

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২০

বলেছেন: টু নাইট অন দ্যা ফ্লুর --- মনে কি গুরু উজান হাওয়া বইছিল?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: গুরু, জেনিফার লোপেজ আর আমি - অর্থাৎ আমরা সমবয়ষ্ক, বয়ষের একটা ব্যাপার স্যাপার আছে না !!! - কথায় আছে নাহঃ “রতনে রতন চেনে মানিকে মানিক”

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫২

নজসু বলেছেন: আশা করি আবারও একদিন দেখা পাবেন। সেদিন নিশ্চয়ই সেলফি না তোলার আক্ষেপ থাকবেনা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার মুখে ফুল চন্দন, হয়তো আবারো দেখা হতে পারে, পৃথিবী রহস্যময়, রহস্যময় মানুষের জীবন তার চেয়েও রহস্যময় প্রকৃতি, প্রকৃতি মানুষের সঙ্গে অনেক ধরনের খেলা খেলে - প্রকৃতি আনন্দ পায় এই সব খেলায় । ধন্যবাদ ভাই নজসু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.