নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসের ধুলোমাখা পাতায় “প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কি মাত্র দশ টাকায় মান নির্ধারিত হবে”???

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮



১০ টাকায় চা-সিঙ্গারা-সমুচা-চপ ঢাবির গর্ব: উপাচার্য
অনলাইন ডেস্ক ০৯:৫৪, ২৯ জানুয়ারি, ২০১৯ দৈনিক ইত্তেফাক
----------------------------------------------------------------------------------------------------

দশ টাকায় এক কাপ চা, একটা সিঙ্গারা, একটা চপ এবং একটি সমুচা পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এটি আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারলে গিনেস বুকে রেকর্ড হবে। এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

তিনি আরও বলেন, ‘দশ টাকায় গরম পানিও তো পাওয়া যাবে না রাস্তায়। অথচ দশ টাকায় এক কাপ চা, একটা সিঙ্গারা, একটা সমুচা এবং একটা চপ এগুলো পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে (টিএসসি)। এটি আমাদের গর্ব, এটি আমাদের ঐতিহ্য।


উপসংহার এটি কিভাবে সম্ভব, একটা বিশ্ববিদ্যালয়ের গর্ব কিংবা ঐতিহ্য কখনো সিঙ্গারা, চপ, সমুচায় হয় না !!! গর্ব করা যায়, সেই বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা'র মান, গবেষণার মান কিংবা ছাত্র-ছাত্রী, শিক্ষকদের মান দিয়ে । আমাদের দেশের পড়ালেখার মান কোন দিকে যাচ্ছে !!!


সুত্র: ইত্তেফাক/কেআই

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৯

জুন বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির এমন বক্তব্যে প্রাক্তন একজন ছাত্রী হিসেবে লজ্জিত। আমাদের ঢাবিকে নিয়ে গর্ব করার কি আর কিছুই নেই!

৩০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি ৮০’র দশকে প্রকৌশলের ছাত্র ছিলাম, কিন্তু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এহেন দুরবস্থা সহ্য করা মুশকিল !!!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চপ সিঙ্গারা চা এর কথা শুনে সিরাজউদ্দোলাহ খ্যাত ও বাংলা সিনেমায় সবচেয়ে বেশী হার্ট এ্যাটাক করা জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেন বেঁঁচে থাকলে বুকে চেপে ধরে আবার হার্ট এ্যাটাক করতেন ।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

ঢাবিয়ান বলেছেন: সীমাহীন লোভ গিলে খেয়েছে ভিসির আত্মসম্মান, শিক্ষা দীক্ষা , বিবেকবোধ।

৩০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: এহেন ভিসি কিসের বলে নিয়োগ পেলেন ? আরেফিন স্যার কোথায় ?

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯

পবন সরকার বলেছেন: চা সিঙারা সমুচা আলুচপের মতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানও সস্তা হয়েছে।

৩০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন: এটি সত্যি দুঃখ জনক একজন শিক্ষকের কাছেও এমন কথা আশা করা যায় না, আর তিনি তো ভিসি !!! তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে প্রশ্ন আসে - সমস্যা কোথায় ?

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮

বলেছেন: বাঙালি ভোজনরসিক -- লেখাপড়া দিয়ে কি হপে গুরু,
পেট ঠিক দুনিয়া ঠিক।


আশাকরি নোটটি উপাচার্যের নজরে পড়বে।

৩০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ল ভাই, বাঙালী ভোজন রসিক মানলাম কিন্তু আপনাকে নিশ্চয় একটা সিঙ্গারা দিয়ে বলা যায় না তৃপ্তি মিটিয়ে খান !!! প্রশ্ন ভিসি নিজে এই অখাদ্য ভোজন করেন তো ? নাকি তার জন্য পার্সেল খাবার আসে বিশেষ কোনো রেষ্টুরেন্ট থেকে !!!

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জুন বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির এমন বক্তব্যে প্রাক্তন একজন ছাত্রী হিসেবে লজ্জিত। আমাদের ঢাবিকে নিয়ে গর্ব করার কি আর কিছুই নেই!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষা করা সবার দায়িত্ব।

( আমি অন্য একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে সম্মানের একটি জায়গা।)

৩০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন: ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়া (আইইউএম) ক্যাম্পসে কি ধরনের মুখ রোচক ও উন্নত মানের খাবার পাওয়া যায় তা মান্যবর ভিসি সাহেবের ধারনার বাইরে, তিনিও মালয়েশিয়া ভ্রমণ করেন তবে স্বপরিবারে শপিং করতে !!!

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: হাইস্যকর।

৩০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: হাস্যকর ও দুঃখজনক !!! ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্বদ্যিালয়ের অবস্থান কতো ?

বেবী চপ - ০১ টি
বেবী সিঙ্গারা - ০১ টি
ডায়াবেটিকস চা - ০১ কাপ (চায়ের কাপ ফাটা)

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৯

সাইন বোর্ড বলেছেন: এসব আসলে কাউকে খুশী করতে বলা, নিছক তৈল মর্দণ ।

৩০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আসলেই তৈল মর্দন, নষ্ট তেলে ভাজা বেবী চপ - ০১ টি, বেবী সিঙ্গারা - ০১ টি, আর এক কাপ মরা পাতা সেদ্ধ করা চা !!!

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০২

এস এম ইসমাঈল বলেছেন: আমার প্রিয় ভারসিটির এরকম বেইজ্জতি করা কিছুতেই উচিৎ হয় নি, ঐ ব্যাটা আখতারুজ্জামানের। ওকে ভাল করে জুতা পেটা করা উচিত।

৩০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: আরেফিন স্যার কোথায় ? আর এই আখাতার সাহেব কিসের বলে নিয়োগ পেলেন ? আরেফিন স্যারকে বিদায় দেওয়ার কারণ কি ? আজবগুবি বাংলাদেশের গুজবি কাজকারবার !!!

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:১৩

কাওসার চৌধুরী বলেছেন:



গুরু,
উনি তো ঠিকই বলেছেন। আর কিছুতে পৃথিবীর নামকরা বিশ্ববিদ্যালয়গুলোকে হারাতে না পারলেও ১০ টাকায় চা/সিঙাড়া/সমুচা/চপ পাওয়া যায় তাই তো কম গর্বের নয়!! যেমন, একটি গাভী কৃষক শখ করে জমি বিক্রির টাকা দিয়ে বাড়িতে আনার পর যখন দেখলো দুধের কোন অস্তিত্ব ওলানে নেই তখন কোন উপায় না দেখে পড়শিদের নিকট নিজের মর্যাদা বাড়াতে প্রচার করতে লাগলো, গাভীটি দুধ দিতে না পারলে কি হবে ওলান অনেক বড়!!

৩০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: গুরু,
সমস্যা হচ্ছে মানসিক চিন্তাধারা, একজন প্রবল শিক্ষিত মানুষ বিশ্ববিদ্যালযের মান নিয়ে থার্ডক্লাস খাবারের সাথে তুলনা করবেন এটি বেদনাদায়ক ! ঢাকা বিশ্বদ্যিালয়ের মান আরো খারাপ হবে সম্প্রতি শুনছি ঢাকসু নির্বাচন হবে - তাহলে শুরু হবে খুন হত্যা গুম সহ অস্ত্র মহড়া !!!

দেশে সব জায়গায় রাজনীতি এটি সুভকাজ না, ছাত্র রাজনীতি প্রয়োজন ছিলো রাজনৈতিক প্রেক্ষাপটে কারণ দেশ পরাধীন ছিলো, এখন দেশ স্বাধীন - কার সাথে কে রাজনীতি করবে । বিএনপির অনেক এমপি মন্ত্রির সাথে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বেয়াই বেয়াইন সম্পর্ক !!!

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২০

এস এম ইসমাঈল বলেছেন: আমাদের সময়কার (১৯৭৬-১৯৮০) শ্রদ্ধেয় শিকখকগণ ছিলেন খুবই বিদ্যান আর গুনি ব্যক্তি। রাজনীতির পংকে পা দিয়ে উনারা গেয়ান বিগগান চর্চায় নিবেদিত প্রাণ ছিলেন। উনারা সবাই ছিলেন ছাত্রদের শুভাকাংখী।

* (ফন্টের সমস্যায় ইচ্ছা থাকার পর ও সঠিক বানানে লেখা যাচ্ছেনা এজন্য দুকখিত)।

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন: এস এম ইসমাঈল ভাই, আপনি আপনার কম্পিউটারে বিজয় ৫২ বাংলা সফটওয়্যারটি ইন্সটল করে দেখতে পারেন, আমার মনে হয় ফন্টের সমস্যা দুর হয়ে যাবে । তাছাড়া বিজয় ৫২ তে বাংলা ফন্ট দেওয়া আছে সম্ভবত ১০-১৫ টি যা আপনার বাংলা লেখা পড়া ও লেখার ক্ষেত্রে সহযোগিতা করবে ।

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩০

এস এম ইসমাঈল বলেছেন: আপনাদের মনে আছে কিনা জানিনা, বেশ কয়েক বছর আগে দেখেছি, সদ্য নিয়োগ প্রাপ্ত একজন ভিসিকে রাতারাতি ভিসির চেয়ারের দখল নিতে। তখন আমার খুব খারাপ লেগেছিল, ঐ ব্যক্তির লোভ আর নিচু মানসিকতা দেখে।

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: দেশে সর্বক্ষেত্রে রাজনীতি হালাল করণে তার সুফল আমরা পাচ্ছি হাড়ে হাড়ে !

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২১

আল ইফরান বলেছেন: অন্ধ দলীয় আনুগত্যের ধ্বজাবাহী মানুষেরা এর চাইতে ভালো আর কি বলতে পারে।
উনার আগেরজন তো মাশাল্লাহ ৯০০ এর অধিক শিক্ষক নিয়োগ দিয়ে বিশ্বরেকর্ড তৈরি করে গেছেন।
এখন চা-সমুচা-আলুর চপ ছাড়া আর কি নিয়ে চিন্তা করবেন উনি ? ? ?

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আল ইরফান ভাই, ভিসি তো ছাত্রছাত্রী না যে সামান্য খাবার নিয়ে উৎসাহ গর্ব করে বিবৃতি দেবেন বা তিনি বাবুর্চিও নন, তিনি আসলে পালের - - - -

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: এমন উপমা টানাটা ওনার ঠিক হয়নি।

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন: পদাতিক চৌধুরি ভাই, ঠিক বেঠিক ভিসি ভুলে গেছেন কারণ আগের দিন রাত্রে তিনি ইসুব গুলের ভূসির সাথে ঠিক বেঠিক পানি দিয়ে গুলিয়ে পান করেছেন । ভিসি আসলেই একজন আহাম্মক ।।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

কাজী ফররুখ আহমেদ বলেছেন: আশা করি ভিসি জনাব আখতার সাহেব তাঁর নিজ কর্মকান্ডে লজ্জিত হবেন !

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ভিসি সাহেব লজ্জিত হবেন না, কারণ তিনি লজ্জা নামক শব্দটি ১০ টাকার খাবারের সাথে ভক্ষন করেছেন ।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: আমি সব সময়েই দলছুট বক। ভিসিকে আমার পছন্দ হয় না, কিন্তু তার এই দশ টাকার তত্ত্বে আমি অন্তত কোন সমস্যা খুজে পেলাম না। একদল নূতন মূখ বিশ্ববিদ্যালয়ে এসেছে তাদের জীবন শুরু করতে, তাদের সামনে খুব সিরিয়াস কিসিমের আলোচনার কোন মানে হয় না। আর এমন তো নয় যে তিনি শুধু দশ টাকার চা চপের কথা বলেছেন। পুরো বক্তব্যের ওটা খুবই ছোট একটি অংশ।

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: পুরো বক্তব্য যাইহোক পত্রিকায় যা দেখেছি তাই উল্লেখ করেছি এতে যদি প্রতিবাদ করা হয় তাহলে প্রতিবাদ, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তারা যথেষ্ট খরচ করার হাত ও যোগ্যতা রাখে - হয়তো বর্তমান মুদ্রাস্ফিতি সম্পর্কে আপনার জানা নেই, দেশে এখন কেউ না খেয়ে থাকে না বরং দেশে সবাই এখন ফাষ্টফুড খেয়ে খেয়ে অসুস্থ্য। তাই দশ টাকার চপ সিঙ্গারা এখানে কোনো গর্বের বিষয় হওয়ার যোগ্যতা রাখে না বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্নমুখি অধ্বঃপতন কে বোঝায় !!!

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩০

আরণ্যক রাখাল বলেছেন: এটা একটা ছাগল। আমার ভার্সিটির ভিসি আখতারুজ্জামান, এটা মানতেই পারিনা

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন: ভিসি কে দুইটা কাঁঠাল পাতা দিন না প্লিজ, চপ চপ করে ভক্ষন করুক ।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩

সোহানী বলেছেন: হই মিয়া ১০ টেকায় এত্তোকিছু যে পাইতাসেন আল্লার কাছে শোকর গুজান ;) । ৩০ টেকার পড়াশুনা, ১০ টেকার সিঙ্গারা যে পাইতাসেন এইটাই বেশী B:-/ । কি হপে পড়ই!!! না পইড়া আলু বেঁচবেন আর পইড়া পিয়াজ বেচঁবেন :-B

এহন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী হিসেবে বিশেষভাবে গর্বিত B-)) B-)) B-)) B-)) B-))

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: ছোটবোন সোহানী আমার পোষ্টে !!! - আজকে সুর্য কি পশ্চিমে উঠেছে, আমি তো বোন প্রতিবাদী লেখা লিখি । ভালো লেগেছে আপনাকে পেয়ে - সাথে থাকুন ব্লগে প্রতিবাদ করুন, হাবিজাবি লেখার জন্য ফেসবুক আছে “ব্লগ প্রতিবাদের জায়গা” ।।

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৩

পুলক ঢালী বলেছেন: এখন একটা কাজ করলেই তো ভালো হয় ঢাবি চা,আলুচপ আর সিঙ্গারার ব্যবসা ফেঁদে বসলেই হয়। :D

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: পুলক ঢালী ভাই, আমি যতোটিুকু জানি ঢাবি টিএসসি এখন খাবার আর বাজে কাজের উদ্যেশ্যে আজেবাজে মানুষের আনাগোনা ।

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আমাদের ফকিন্নি বানাইয়্যা ছাড়লি অবশেষে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন: মুহাম্মাদ খাইরুল ইসলাম আপনারা ফকিন্নি নন, ফকিন্নি হচ্ছে ভিসি আখতারুজ্জামান ! - কারণ তাঁর দৃষ্টি আটকে গেছে এক কাপ চা, সিঙ্গারা আর চপে !!!

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৯

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আমাদের জাতিকে বিশ্বের কাছে তো সেভাবেই পরিচিত করা হলো

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০২

ঠাকুরমাহমুদ বলেছেন: এই কষ্টের জন্যই আমার এই লেখা, শিক্ষিত হলেও মুর্খ্য হতে বাধা নেই তিনি ভিসি সাহেব।

২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: মূল লেখায় আরেকটু মন খুলে কথা বললে পারতেন।
আরেফিন স্যার কোথায়? - আরেফিন স্যার এবং এনার মধ্যে তো তেমন কিছু ইতর বিশেষ নেই। দু'জনেই পদলেহী, পদ প্রলোভনের শৃঙ্খলে বন্দী।
গাভীটি দুধ দিতে না পারলে কি হবে ওলান অনেক বড় - :D
ভিসি'র বাংলা উচ্চারণ কেমন লেগেছে? একজন উচ্চশিক্ষিত ব্যক্তির মাতৃভাষায় উচ্চারণ এতটা জঘন্য হতে পারে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: Dear Ahasan Bhai, thank you for your comment, I am extremely sorry that I am writing by foreign language, currently I am in overseas and I will be back home 20th Feb, 2019.

Point to be noted: sometimes we learn from educated people, education not makes person perfect, this is the main example we seen VC DU. His expression, his way of talk such as shame of nation!

Once again sorry for foreign language, and thank you for your valuable comment.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.