নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

অমর বানী

১৪ ই জুলাই, ২০১৯ রাত ১:২৫



“পুরান চালে ভাত বাড়ে
দুঃখে দুঃখ বাড়ে, সুখে বাড়ে সুখ
কর্মে অর্থ বাড়ে, ভয়ে বাড়ে ভুত”

- আমার বেহেস্তবাসী দাদীজান



উৎসর্গ: প্রিয় কবি ব্লগার সেলিম আনোয়ার ভাই, যিনি দুঃখের কবিতা ভালোবাসেন।

ছবি: গুগল সার্চ ইঞ্জিন

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আমাকে জাগিয়ে রাখার আয়োজন। :P

১৪ ই জুলাই, ২০১৯ রাত ১:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন: বস্ একটি বিদ্রোহী কবিতা আশা করতে পারি কি? নয় আজ, হয়তো কাল পরশু তরশু




আমি নিশিদিন তোমায় ভালোবাসি
তুমি অবসরমত বাসিয়ো।
নিশিদিন হেথায় বসে আছি
তোমার যখন মনে পড়ে আসিয়ো ॥

আপনার অবসর তো বিদ্রোহী কবিতাটি লিখুন তবে আগুন ঝরা কবিতা চাই - চাই ই চাই



২| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ৩:০৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

কিছু কমু না, বুইজ্জালছি ;)

১৪ ই জুলাই, ২০১৯ রাত ১১:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: আমিও বোঝার চেষ্টা করতেছি।

৩| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ৩:০৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

আল্লাহ দাদীজানের জান্নাতি মাকাম বাড়িয়ে দিন, আমীন ইয়া রব্বাল আলামীন।

১৫ ই জুলাই, ২০১৯ রাত ১২:০০

ঠাকুরমাহমুদ বলেছেন: আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ।

৪| ১৪ ই জুলাই, ২০১৯ ভোর ৪:০৬

ডঃ এম এ আলী বলেছেন: মানুষের জীবন চক্র বোধ হয় এই সুখ ও দু:খে বাঁধা। আমরা কেন নিজের সুখ টাকে সব সময় বড় করে দেখি, কেনই বা সবার দু:খগুলোকে নিজের সুখের সাথে ভাগাভাগি করতে পারি না। মনে হয় এই সব প্রশ্নের উত্তরগুলো শ্রদ্ধেয় জন্নাতবাসী নানীজানের জানা ছিল । কবির লেখা বিদ্রোহী কবিতা দেখার অপেক্ষায় রইলাম

১৫ ই জুলাই, ২০১৯ রাত ১:১২

ঠাকুরমাহমুদ বলেছেন: ডঃ এম এ আলী ভাই, আমার দাদীজান জীবনে স্কুলে জাননি, তিনি কোরআন পড়তে পারতেন লিখতে জানতেন কিনা জানিনা। আমার দাদাজান বৃটিশ সরকারের অধিনে সাব রেজিষ্ট্রার ছিলেন সেই সুবাধে আমার দাদীজানকে শিক্ষিত বলতে পারি, তবে আমার দাদীজান সহ আমার দাদাজানের বোন ও অন্যান্য দাদীজান’রা কি পরিমান জ্ঞানের অধিকারী ছিলেন তাঁর তীক্ষ্ণতা উপলব্ধি করে আজো আমি আশ্চর্য্যে হই। আমার প্রিয় দাদী জানের জন্য দোয়া করেছেন - আমি কৃতজ্ঞ।

কবি সেলিম আনোয়ার ভাই আমার প্রিয় মানুষ, তিনি ভালো থাকুন এই কামনা।

৫| ১৪ ই জুলাই, ২০১৯ ভোর ৪:৩৯

পথ হতে পথে বলেছেন: কথা সত্য

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন।

৬| ১৪ ই জুলাই, ২০১৯ ভোর ৬:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: অমরই বটে! হাজার বছরেও যে বাণী সমান প্রাসঙ্গিক। দাদীজানের এর জন্য বেহেশত কামনা করছি।
উৎসর্গে ভালো লাগা।

শুভকামনা জানবেন।

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন।

৭| ১৪ ই জুলাই, ২০১৯ ভোর ৬:৫৯

বলেছেন: আলস্যেতে দারিদ্র্য আনে
পূণ্যে আনে সুখ.....


বাকীটা কমু না শুনমু।।।।



১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: কহি তবে শুনেন যদি মন দিয়া





“পরিশ্রমে ধন আনে
পূণ্য আনে সুখ
আলস্য দারিদ্র আনে
পাপে আনে দুখ”


৮| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হক কথা।

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: ন্যায়ের সাথে চলেন গর্বে মাথা উঁচু করে হাটেন

৯| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন।

১০| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪৯

কালো যাদুকর বলেছেন: দাদীজানের কথা সত্য। আল্লাহ তাঁকে বেহেশতে রাখুন। তবে প্রিয় কবি সেলিম আনোয়ারের দুঃখ বারুক এটা মোটেই চাই না। সুতারাং কবি সেলিম আনোয়ারের প্রতি আ্হবান জানাই "দুঃখ কবিতা" না লেখার। B-)

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: দাদীজানের প্রতি সস্রদ্ধ সালামে আমি কৃতজ্ঞ। সেলিম আনোয়ার ভাই স্বর্ণবান্ধব কবি।

১১| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫৬

অর্থনীতিবিদ বলেছেন: সেলিম আনোয়ার দুঃখের কবিতা যে শুধু ভালোবাসেন তা নয়, সেই টাইপের কবিতা উনি একের পর এক লিখেও চলছেন। ওনার বিপ্লব নামের কবিতাটা দেখার পর ভাবলাম এবার বোধ হয় কবি ভিন্ন কিছু লেখা শুরু করবেন। কিন্তু কোথায় কী! কবি লিখলেন একের পর এক বিরহের কবিতা। যাই হোক, কবির সব কবিতাই অসাধারন। কবির জন্য শুভেচ্ছা রইলো।

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই অপরাজেয় স্বর্ণবান্ধব কবি।

১২| ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫৫

মৃন্ময়ী শবনম বলেছেন: আপনার দাদীজানের প্রতি রইলো আমার সশ্রদ্ধ সালাম ও দোয়া, আল্লাহপাক উনার বেহেস্ত নসীব দান করুন। আপনার প্রিয় কবি সেলিম আনোয়ার ভাইয়ের প্রতিও রইলো সালাম ও শুভকামনা। ধন্যবাদ।

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার সালাম ও বিনম্রতায় আমি কৃতজ্ঞ। ধন্যবাদ।

১৩| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০৯

নীল আকাশ বলেছেন: উনি হলেন ব্লগের একমাত্র স্বীকৃতি প্রেমের কবি। বিরহ যদি না থাকে বুকে প্রেম আসবে কোথা থেকে বলুন!
কয়টা কবি কে সুখের সময় কবিতা লিখতে দেখেছেন বলুন?

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই অপরাজেয় স্বর্ণবান্ধব কবি।

১৪| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:১৫

মুক্তা নীল বলেছেন:
আপনার দাদীজানের বাণী ,
অমীয় এবং অমৃত । আল্লাহ উনাকে
বেহেশতে শান্তিতে রাখুন । ভালো থাকুন ।

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার সালাম ও বিনম্রতায় আমি কৃতজ্ঞ। ধন্যবাদ।

১৫| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ৯:২১

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,



উৎসর্গে এক বিরহী কবিকেই যেন জাগিয়ে রাখার আয়োজন।
সেলিম আনোয়ার অবশ্য নিজেই তা বলেছেন।

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই অপরাজেয় স্বর্ণবান্ধব কবি।

১৬| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ১০:৩৯

নজসু বলেছেন:



কথাটা খুব দামী।

১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ।

১৭| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:১২

সেলিম আনোয়ার বলেছেন: আমাকে উৎসর্গ করেছেন তাই প্রিয়তে রেখে দিলাম। :)

১৬ ই জুলাই, ২০১৯ রাত ৯:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: বস্ ধন্যবাদ। ধন্যবাদ নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.