নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

তামাশা

০৩ রা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৫



দীর্ঘদিন যারা ঢাকায় আছেন শুধু মাত্র তারাই জানেন সমগ্র ঢাকা পরিকল্পনার অভাবে একটি বস্তিতে পরিনত হচ্ছে দিনকে দিন। কে বলবে হয়তো ইতিমধ্যে বস্তিতে পরিনত হয়েছে রাজধানী ঢাকা! এখন এখান থেকেই শুরু হয় সমগ্র বাংলাদেশের রোগ-মহামারী, ক্রাইম, শিক্ষা নামক ব্যাবসা, আন্দোলোন, রাজনীতি, সরকার, ক্যু - সব, সব কিছুর মূল এখন ঢাকা। ডেঙ্গু ঢাকা থেকে শুরু হয়ে ছড়িয়ে পরেছে সমগ্র বাংলাদেশে। প্রতিকার কি? - “বাংলাদেশের হাতুড়ে বিজ্ঞানী, সিটি কর্পোরেশন, জনপ্রশাসণ, সাংসদ সহ মহামান্য আদালত” প্রতিকার কেউ জানেন না। সবাই এর দোষ তার দোষ বা নানা বাণী দিয়ে টিভি চ্যানেল ভরপুর করছেন! কেউ কেউ দেশের বাইরে থেকে কর্তব্য ধর্তব্য সেলফোনে বার্তাবাণীও পাঠাচ্ছেন! দেশের জনগণের কাছে তারা ভগবান, জনগণ টিভি চ্যানেলে ভগবান দর্শন করছেন!

একদল অতি উৎসাহী পুং আর স্ত্রী সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে সং সেজে বাসা বাড়ীর সামনে দলবল নিয়ে কোট টাই আর বেনারশীতে সেজেগুজে লম্বা ঝাড়ু হাতে রাস্তা ঝাড়ু দিচ্ছেন, কাউকে কাউকে মশা মারার কামান হাতেও দেখা যাচ্ছে, বিদেশের মাটিতে ক্রিকেট ম্যাচ হেরে ফাইভ ষ্টার হোটেলে রাত্রী যাপন করে, জবরদস্ত তন্দুরুস্ত শপিং শেষে তিন লাগেজ ব্যাগেজ নিয়ে দেশে ফিরে ক্রিকেটাররাও থেমে নেই এহেন লজ্জাকর কাজে!!!

- ডেঙ্গু আক্রান্ত ‍ও ডেঙ্গু ভয়ার্ত জনগণের কথা বাদই দিলাম, এটা কি দেশের সাথে তামাশা নয়??? প্রতারণা নয়???



ছবি: গুগল (ঢাকার প্রাণ কুর্মিটোলা-মিরপুর বাইপাস এখন মিরপুর কালশী বস্তি)

জোকার: তথাকথিত নির্লজ্জ পুং আর স্ত্রী সমাজ ঝাড়ুদার আর ক্রিকেটারদের ফটোসেশন নেওয়া ছবি ব্লগে দিয়ে ব্লগ সার্ভার ভারী করার কোনো কারণ দেখছি না।


ভালোবাসা: সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে এক দিগন্ত ভালোবাসা ও ধন্যবাদ লেখাটি নির্বাচিত পোষ্টে স্থান দেওয়ার জন্য, আমার পক্ষ থেকে এক লক্ষ পদাতিক সৈনিকের স্যালুট গ্রহণ করুন সা-ব-ধা-ন




মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: দেইশ ব্যাপী ডেঙ্গু রোধে খালবিলে ময়লা পরিস্কারে একটা হাইস্যকর ফটোসেশন চলছে

০৩ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: চলতে থাকবে - চলতেই থাকবে অনন্তকাল

২| ০৩ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


ঢাকার সবচয়ে আলোচিত চরিত্র, এডিস মশা

০৩ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: ঢাকাবাসী ডেঙ্গুর সাথে পরিচিত তবে এবারে মহামারী নেমেছে। প্রতিবছর ডেঙ্গু আসে আর চলতে থাকে সরকারী সিনেমা।

৩| ০৩ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: : ঢাকা শহর পৃথিবীর বৃহত্তম ডাস্টবিন। এটাকে পরিত্যক্ত ঘোষণা করা খুবই দরকার।

০৩ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার সাথে আমিও বলছি “ঢাকা শহর পৃথিবীর বৃহত্তম ডাস্টবিন” সত্য বচন।

৪| ০৩ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আফসোস! কর্তাব্যক্তিরা এক একটা আবর্জনা হয়ে গিয়েছেন। মন্ত্রী, এম পি কারো কোন লজ্জা নেই। একটা দেশের রাজধানীকে কেউ এত নোংরা করতে পারে ভাবাই যায় না...

০৩ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: এরা নির্লজ্জ ঝাড়ুদার। নিজের পরিচয় নিজেই দিয়ে যাচ্ছে। দেশের জনগণের উচিত তথাকথিত ঝাড়ুদারদের এইসব ছবি সংগ্রহে রাখা।

৫| ০৩ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

জাহিদ হাসান বলেছেন: পুরো দেশটাকেই আমার কেন যেন বস্তি বলে মনে হয়। দেশের অর্ধেক জেলা ঘুরে-ঘুরে দেখেছি। সব এক রকম হয়ে যাচ্ছে।
দশ বছর আগেও এমন লাগতো না। সব কিছুতেই অনিয়ম । সব কিছুতেই সমস্যা। সব কিছুতেই বিবর্নতা।

০৩ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন: আমাদের গ্রামের বাড়ীতে যাওয়ার পথে বড় বাজার পরতো সে এক দেখার বিষয় ছিলো। এখন প্রতিটি বাড়ী ঘরের সামনে মুদির দোকান, চা’য়ের দোকান। দোকানে আছে টিভি আর স্যাটেলাইট চ্যানেল। বড় বাজার এখন প্রায় মৃত কারণ বাজার ছড়িয়ে পরেছে সর্বত্র। বস্তির মতো দেশ বলাটা কম হয় আসলে বস্তি আমাদের দেশে।

৬| ০৩ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ফেইসবুকে বেশি কিছু ছবিও ভিডিও ভাইরাল হয়েছে। ছবির ব্যক্তিদের পোজ দেওয়া দেখলে.....

এইসব ঢং দেখতে পাব্লিক পছন্দ করছে না, এই ব্যাপারটা বুঝবার ক্ষমতা তাদের নেই!

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৮:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: এরাই বাংলাদেশ। এরা বাংলাদেশর গর্ব।

৭| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৮:০৪

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,




এসব তামাশা নয় মোটেও। নির্বোধের দেশে এটাই এখন বাস্তব। এসবই পঁচা গলা সমাজের সত্যিকারের চিত্র।

সবশেষে একটা গান গাই --- এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি................

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৮:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: আসলেই এটাই বাংলাদেশের চিত্র। এরাই বাংলাদেশী। এরাই বাংলাদেশের ভাং খেয়ে গালী দেওয়া বাঙ্গালী জাতি। তাদের জন্য তাহলে নতুন করে গাইতে হবে “তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না-না-না শোধ হবে না।

৮| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৪১

বলেছেন: মন্দের দখলে সবাই.....

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: মানুষ নিজে নিজেকে কতোটা ছোট করতে পারে - কতোটা নিচে নামাতে পারে তার জ্বলন্ত উদাহরণ দেখার জন্য বাংলাদেশের জনগণের “নেতা নেত্রী ও বিশিষ্ট বিজ্ঞজনদের” দেখতে হবে।

৯| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৪৬

ঢাবিয়ান বলেছেন: এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি...............
সকল দেশের সর্বসেরা ডাস্টবিন সে যে আমার জন্মভুমী ...............

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৮:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন: দেশটা “ডাষ্টবিন” হয়ে গেলো।

১০| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৯:৪২

আরোগ্য বলেছেন: মাহমুদ ভাই,
আমি বিখ্যাত পুরান ঢাকার বাসিন্দা। দুর্ভোগের কথা আর না ই বলি। মেয়র সাহেব দারুণ অভিনেতা। ক্যামেরা দেখলেই অভিনয় শুরু। তার নিজের বাসার এলাকার অবস্থা দেখলে লজ্জা পাবেন। কমপক্ষে নিজ এলাকার উন্নতি করা উচিত ছিল।

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৯:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:






রাজনৈতিক ব্যাক্তিত্বের প্রধান বৈশিষ্ট মাত্র ০২ টি: -
১। মিথ্যাবাদী
২। অভিনেতা


যে যতোবড় “মিথ্যাবাদী, অভিনেতা” সে ততোবড় নেতানেত্রী

১১| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ৯:৪৯

রাবেয়া রাহীম বলেছেন: নির্লজ্জতা বাঁধ ভাঙ্গে এমন সেলেব্রেটিদের কাছে !

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি ও আমরা নিরব দর্শক। সারা দিন কাজে থাকি, দিন শেষে দেখি আমার কাজ কি - কি ফলাফল। নির্লজ্জরা একদিন মুখ থুবড়ে পরবে ডাষ্টবিনে সেই আশায় আছি।

১২| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১০:৫৩

অন্তরা রহমান বলেছেন: পুরো হাস্যকর একটা শো অফ X(

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১১:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: উপায় নেই, দেখতেই হবে।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৭:৩১

ভবিষ্যত বলেছেন: বাংঙ্গালী সবাই বলদ ভাবে...এই ছবি গুলো তার নমুনা...আসলে কি আমরা বলদ? ... হয়তোবা...

০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৯:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: আসলেই বলদ। বলদ না হলে একদল গাধা কিভাবে শাসন করে?

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: জনগণ টিভি চ্যানেলে ভগবান দর্শন করছেন - ছোট্ট একটি বাক্যাংশে কি নিপুণভাবে সময়ের চিত্র এঁকে গেলেন!
শেষের অনুচ্ছেদটা তামাশা'র পূর্ণাঙ্গ রূপ।
"জোকার" এর সাথে একমত।
ফেইসবুকে দেখলাম, অবস্থাদৃষ্টে একজন ভাবুক আজ সকালে মন্তব্য করেছেন, "নির্ঘাত পাবনায় কোন দেয়াল ভেঙে গেছে"! মুখ বাঁধা অবস্থায় সাংকেতিক ভাষায় এর চেয়ে পরিষ্কার করে আর কিভাবে মনের ভাব প্রকাশ করা যায়, তাই ভাবছি!

০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৯:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: নির্ঘাত পাবনা পাগলা গরাদের কোনো একটা দেয়াল ভেঙে গেছে! সব পাগল এখন ঢাকা চলো আন্দোলোনে যোগ দিয়ে ঢাকায় অবস্থান করছে আর আমরা যাত্রাপার্টির দর্শক সেই থার্ডক্লাস যাত্রা দেখছি।

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চলতে থাকবে - চলতেই থাকবে অনন্তকাল

ওরা এতো নির্বোধ !

০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৯:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:

না ওরা নির্বোধ না!!!
নির্বোধ হচ্ছি আমরা।

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ৯:৫০

রাকিব আর পি এম সি বলেছেন: ডেঙ্গু দমনের নামে দেশে "তামাশা" চলছে। হুজুগে জাতি এবার বুঝি জোকার সেজেছে!!!

০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৯:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন: এই জাতি সারা জীবন হুজুগে চলেছে। প্রিয়া সাহা এই জাতির আয়না।

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৬

ভুয়া মফিজ বলেছেন: একটা দেশের রাজনৈতিক নেতারা কিভাবে স্বার্থান্ধ হয়ে নিজেদের দেশকে ধ্বংস করতে পারে, তার প্রকৃষ্ট উদাহরন হলো বাংলাদেশ। ভবিষ্যতে হয়তো এটা বিদেশী কোন বিশ্ববিদ্যালয়ের থিসিসের বিষয় হবে। তেমনিভাবে, ঢাকাও বিশৃংখলা, পরিকল্পনাহীনতার উৎকৃষ্ট মডেল হতে পারে। এটাও থিসিসের যোগ্য! :(

০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৯:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: নিকৃষ্ট জাতির রক্তে আছে কংস মামা, শুকুনি মামা, বিভিষন, গাদ্দার, মিরজাফর, রাজাকার আলবদর আল শামস। দুষিত রক্তের কাছে কিইবা চাওয়ার আছে।

১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৪

তারেক ফাহিম বলেছেন: ক্যমরা দেখলে হাতে কি আছে না আছে খেয়াল নাই, ল একখানা পোচ X((

০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৯:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন: বস্তির পোলা হিরো, বস্তির ছেলে মন্ত্রী - এই সব নামে সিনেমা হয় কারণ যথার্থ !!!

১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ২:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খজনক পরিণতির দিকে ধাবমান!
বিকারহীন অবিমৃষ্যকারীতায় হাবুডুবু, চেতনাহীন!
এযেন রীতিমতো আমজনতার সাথে প্রহসন!

প্রিয় সিনিয়র খায়রুল আহসানের মন্তব্যে ভাল লাগা।

কেটে যাক দু:সময়! আসুক আলোকিত ভোর -সুন্দর আর সত্যের স্বপ্ন নিয়ে।

০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৯:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন: একটি সুন্দর সকালের অপেক্ষায়।

২০| ০৪ ঠা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী আর বলবো :( দু:খ মনে

©কাজী ফাতেমা ছবি
=মানবতা পুষো বুকের বামে=
লোক দেখানো কাজে কর্মে
মত্ত থাকে মানুষ,
শবের গায়ে পা ফেলে হায়
উড়ায় সুখের ফানুস।

এই শহরে আছে যত
মানুষ মুখোশ পরা
ভিতর ওদের টাকা দিয়ে
মেকি প্রাসাদ গড়া,

নামীদামী সেলিব্রেটি
আছে মানুষ যত
লোক দেখানো কর্মে ওরা
ব্যস্ত অবিরত।

নতুন ইস্যু এলে দেখি
রাস্তায় নামে ওরা,
মেকাপ পরা মানুষগুলো
হাসি বিশ্বজোড়া।

রোজ দৈনিকের পাতায় পাতায়
আসবে ওদের ছবি
দুঃখ দিনে হাসির পোজে
কী বেহায়া হবি!

মারতে মশা বেহায়া সব
রাস্তা দিয়ে ঝাড়ু,
সেজে থাকে এই সমাজে
মানবতার কারু।

কেউ বা ছিটায় মশার ঔষধ
লোক দেখানো জা'গায়,
ক্যামরার সম্মুখ এসে ধীরে
রাস্তা ধরে আগায়।

মিথ্যাই এ মূল্যবোধ শুনো
মানুষ তোমরা বোকা,
তোমাদের এই মেকিপনা
বুঝে কোলের খোকা,
কেমন করে দাও দিয়ে দাও
এই সমাজকে ধোকা।।

মানবতা থাকলে অল্প
পুষো বুকের বামে,
অসহায় শ' মানুষ আছে
দেখো ডানে বামে,
স্বার্থ হাছিল করতে সুযোগ
আর নিয়ো না চামে।।

০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৯:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: কবিতায় ছবি কোথায়? কবিতা সুন্দর হয়েছে, একদম বাস্তব চালচিত্র।

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:০৯

ইসিয়াক বলেছেন: সু - প্রভাত মাহমুদ ভাই।
আপনার দিনটা সুন্দর কাটুক ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ভোরের পাখি ভাই ইসিয়াক, অনেক অনেক ধন্যবাদ। আপনার দিনটাও সুন্দর কাটুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.