নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

শেষ কাব্য

২৭ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৮



হতেই পারে এই রাত শেষ রাত
হতেই পারে এই দিন শেষ দিন,
হতেই পারে এই লেখা শেষ লেখা
হতেই পারে এই দেখা শেষ দেখা।

হতেই পারে এই চোখ শেষ আঁকা
হতেই পারে এই চোখে শেষ কান্না,

হতেই পারে এই ছবি শেষ ছবি
হতেই পারে জীবন আনন্দের শেষ রবি।।


উপসংহার: আমরা সবাই প্লাটফর্মে দাড়িয়ে আছি - সবাই একই প্লাটফর্মের যাত্রী। আমার মাঝে মাঝে মনে হয় সময় হয়ে গেছে। যে কোনো দিন যে কোনো সময় অচীনপুর রেল স্টেশনের ট্রেন চলে আসবে - সহায় সম্বলহীনভাবে খালিহাতে ট্রেনে চেপে বসতে হবে। গন্তব্য আমাদের কারো জানা নেই। টিকেট ওয়ানওয়ে। ফিরে আসার কোনো ব্যবস্থা নেই।





কৃতজ্ঞতা স্বীকার:
সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ
সঙ্গীত শিল্পী ফারুক মাহফুজ আনাম, জ্যামস ভাই

ছবি:
আরামকো হাইওয়ে, দাম্মাম, সৌদি আরব। সহযাত্রী আবদুল মালেক ভাই।
ওয়াংসামাজু, কুয়ালা লামপুর, মালয়েশিয়া।





মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার কোনো এক পোস্টে বলেছিলেন, কবিতা লিখবেন। লিখলেনও। কিন্তু এমন কবিতা লিখবেন তা অবশ্য ভাবি নি। কিছু 'হাবিজাবি' টাইপের লিখতে চেয়েছিলেন। অথচ, এ কবিতাটা জীবনের একদম গভীরে নিয়ে যায়, অনেক কিছু ভাবার জন্য, বিশেষ করে জীবনকে। এক পলকের ভরসা নেই এই জীবনের। এই করোনা সময়ের তরতাজা মৃত্যুগুলো এই ভাবনাকে আরো বেশি অস্থির করে তুলছে।

কবিতা হিসাবে অসাধারণ।

হতে পারে, আমার এ কমেন্টটা হতে সাবমিটই করতে পারি নি। কিংবা, এটাই আমার শেষ কমেন্ট :(

শুভ কামনা রইল।

২৭ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমরা সবাই প্লাটফর্মে দাড়িয়ে আছি - সবাই একই প্লাটফর্মের যাত্রী। অচীনপুর রেলস্টেশনের ট্রেন যে কোনো সময় চলে আসতে পারে, গন্তব্য আমাদের কারো জানা নেই। টিকেট ওয়ানওয়ে। ফিরে আসার কোনো ব্যবস্থা নেই। জ্বী আপনার পোস্টে মন্তব্যে কবিতা লিখবো বলেছিলাম, আমার মনে আছে - কবিতা ভালো হয়েছে জেনে আমারও ভালো লাগছে। বিচিত্র কারণে আজকের দিনটি খুব ভালো যাবে মনে হচ্ছে। দেখতে দেখতে ২০২০ শেষ হয়ে এলো - মনে হচ্ছে এই সেদিন বছর শুরু হয়েছিলো।

প্রথম মন্তব্য ও প্রশংসার জন্য অনেক অনেক শুভ কামনা জানবেন।


২| ২৭ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১৮

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ আপনাকে, আমাকে ,সবাইকে ভালো রাখুক ,সুস্থ রাখুক। অসাধারণ লিখেছেন ভাই। আরামকো দাম্মাম খোবারের ভিতরে। আর খোবার খুবই সৌন্দর্য এলাকা সাগরের পাশে । এই সাগরে বাহারাইন। ষাহার অর্থ সাগর, সাগরের ভিতর দ্বীপ।

২৭ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




আল খোবার, জুবায়েল রয়েল কমিশন, দাম্মাম, হাইল, আল গাসিম আমার পরিচিত এলাকা। খুব ভালো লেগেছে জেনে আপনি দাম্মাম শহর চেনেন জানেন। হাইওয়েতে পেট্রোল পাম্পে খাবারের জন্য রেষ্টুরেন্ট ও নামাজের জন্য সুন্দর মসজিদ আছে।

পরম করণাময় আল্লাহপাক আমাদের সকলকে ক্ষমা করুন এবং ভালো রাখুন এটিই এখন একমাত্র পার্থনা।

৩| ২৭ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় কি সুন্দর কবিতা লিখেছেন!!
কত কিছুই তো হতে পারে। কিন্তু হয় না। আমরা ভাবি হবে। ভাবতে ভাবতে মাথার চুল সাদা হয়ে যায়।
সৌদি কি হজ্ব করতে গিয়েছিলেন।
আমার হজ্ব করার ইচ্ছা আছে।

২৭ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




সৌদি কাজে যাই। আমি এখনও হজ্ব করতে পারিনি। শেষ ওমরাহ করেছি ২০১০ সনে। রিজিকে থাকলে হজ্ব করতে পারবো, হজ্ব করতে রিজিক থাকতে হয়। সময়ের সাথে সাথে চুল দাড়ি সাদা হবে এটি জীবনের নিয়ম। এই নিয়ম ভাঙ্গার ব্যবস্থা নেই।

৪| ২৭ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৮

খায়রুল আহসান বলেছেন: হতেই পারে, তবে আরো অনেক পরে হোক!
মন ওলট পালট করে দেয়া কবিতা!
প্রতিদিন আগের চেয়ে অনেক বেশি হারে প্রিয়জন, চেনামুখদের অচিনপুরে চলে যাবার বার্তা পাচ্ছি। তার মধ্যে এমন কবিতা, সত্যিই মনে খুব বড় একটা নাড়া দিয়ে গেল!
গত ৮/১০ দিন ধরে প্রতিদিন ৪/৫ জন করে প্রিয়জন চিরবিদায় নিয়েছেন, যাদের মধ্যে নিছক চেনামুখ ছাড়াও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও তাদের পত্নী/স্বামী/পুত্র/কন্যা রয়েছেন, এবং আরো রয়েছেন সতীর্থ এবং প্রাক্তন সহকর্মী।
কবিতায় ভাল লাগা + +।

২৭ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




করোনা বাংলাদেশে শীত পায়নি, এবার তরতাজা শীত পাবে। উত্তরবঙ্গে কি পরিমাণ ঠান্ডা পরে যারা জানেন না তাদের বোঝানো মুস্কিল। প্রিয়জন আত্মীয় পরিজন সহ সহকর্মী ও পরিচিত কতোজন চলে গেছেন ভাবতেও কষ্ট লাগে অবাক লাগে।

সম্ভবত পৃথিবী নতুন কোনো ডাইমেনশনে প্রবশে করছে সামনে হয়তো অপেক্ষা করছে নতুন কোনো জগত - সেই জগত মানবকুলের জন্য কতোটা ভালো হবে বা কতোটা মন্দ হবে তা একমাত্র ভবিষ্যত বলে দিতে পারবে।

কবিতায় ভালো লেগেছে জেনে কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে অনেক অনেক শুভ কামনা।


৫| ২৭ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২৫

রামিসা রোজা বলেছেন:
মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়ার কবিতা এবং আমরা কে
কখন যে ওপারে চলে যাবো তা কেউই বলতে পারিনা

ধন্যবাদ আপনাকে ।

২৭ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




দিনের সাথে যেমন রাতের সম্পর্ক তেমনি জীবনের সাথে মৃত্যুর সম্পর্ক। পার্থক্য দিনের পর রাত আসে আর রাতের পর দিন কিন্তু মৃত্যুর পর আর জীবন ফিরে আসবে না।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

৬| ২৭ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৬

এম ডি মুসা বলেছেন: সুন্দর হয়েছে

২৭ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




কবিতাটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৭| ২৭ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২১

ফটিকলাল বলেছেন: অসাধারন পোস্ট

২৭ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:



কবিতাটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৮| ২৭ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:



বিশ্ব প্রাকৃতিক নিয়মে চলছে; একজন মানুষের জীবন-অনুভবতা নির্ভর করে চলমান সময়ে সমাজের অবস্হার পরিবেশ; আমাদের সমাজে বেশীরভাগ মানুষ অসহায় অবস্হায় আছেন, মানুষর অসহায়ত্ব জীবন সম্পর্কে অনিশ্চিত করে তোলে!

২৭ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




সম্ভবত পৃথিবী নতুন কোনো ডাইমেনশনে প্রবেশ করতে যাচ্ছে - সামনে হয়তো অপেক্ষা করছে নতুন কোনো জগত - সেই জগত মানবকুলের জন্য কতোটা ভালো হবে বা কতোটা মন্দ হবে তা একমাত্র ভবিষ্যত বলে দিতে পারবে।

৯| ২৭ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১১

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,




এক অমোঘ নিষ্ঠুর সময়ের কথা বলেছেন । সময়ের ঘড়িটা ষ্টেশানে দাঁড়ানো সবাইকেই একটা সময় বেঁধে দিয়ে গেছে, যে সময়টার হদিশ কারও জানা নেই । তবুও মানুষ অজান্তেই ভেবে মরে, এইই হয়তো শেষ দিন - শেষ রাত। এই হয়তো শেষ লেখা , এইই হয়তো শেষ মন্তব্য........................

২৭ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




আহমেদ জী এস ভাই,
মনে হচ্ছে মাত্র কয়েকদিন আগে জানুয়ারী মাসের তারিখে ব্যাংক চেক লিখেছি এখন বছর শেষপ্রান্তে। সময় কতো দ্রুত চলে যায় তা কল্পনা করাও কঠিন। সময়ের সাথে সম্ভবত দৌড় দিয়ে পৃথিবীর কোনো পাগলা ঘোড়া - ক্ষ্যাপা চিতাও টিকে থাকতে পারবে না। আর আমরা তো সামান্য মানুষ মাত্র, যারা কিনা অতি অল্পতে কাতর হয়ে উঠি।

শুভ কামনা রইলো আহমেদ জী এস ভাই।

১০| ২৭ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:



টাইপো:

বিশ্ব প্রাকৃতিক নিয়মে চলছে; একজন মানুষের জীবন-অনুভবতা নির্ভর করে চলমান সময়ে সমাজের *পরিবেশের উপর; আমাদের সমাজে বেশীরভাগ মানুষ অসহায় অবস্হায় আছেন, মানুষর অসহায়ত্ব জীবন সম্পর্কে অনিশ্চিত করে তোলে!

২৭ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




মানুষ অসহায় হওয়ার মূল কারণ সে নিজে তার সাথে জড়িত পরিবার পরিজন ও ঘনিষ্ঠজন। আর পরিবেশ নষ্ট করার দায়ভার মানুষকেই নিতে হবে, কারণ - অন্য কোনো প্রাণী পরিবেশ নষ্ট করতে পারে এখন পর্যন্ত এমন তথ্য আমার জানা নেই। মানুষে পিশাচ আছে, মানুষে দানব আছে, মানুষেই আছে ডাকিনী প্রেত শয়তান।


১১| ২৭ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমিন।

২৭ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




জ্বী - “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
ফি আমানিল্লাহ।

১২| ২৭ শে নভেম্বর, ২০২০ রাত ৯:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যেটা ভেবে জাগতিক কোন লাভ নেই,সেটা নিয়ে ভাবা সময় নষ্ট করা।

২৭ শে নভেম্বর, ২০২০ রাত ১১:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:




জীবন নিয়ে যেমন আমাদের ভাবতে হয় ঠিক তেমনি মৃত্যু নিয়েও ভাবতে হয়। এছাড়া আর কোনো ভালো উপায় জানা থাকলে প্লিজ জানাবেন। আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য একটি পোস্ট দিবো। আপনি পাশে থাকবেন বলে আশা রাখছি।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৩| ২৭ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১৪

মেহবুবা বলেছেন: কবিতার সারমর্ম যেটা তার চেয়ে সত্যি আর কিছু নেই এবং সেটা যে কোন সময় ।

২৭ শে নভেম্বর, ২০২০ রাত ১১:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




“অন্ধ বধু” কবিতাটি আমার খুবই প্রিয় একটি কবিতা। আমাদের সময় সম্ভবত ক্লাস নাইন-টেন অথবা ইন্টারে ছিলো। সে সময়ে এই কবিতাটি মনে যে দাগ তৈরি করেছিলো তা আজও বহন করছি।

আমার লেখা আজকের কবিতাটি আপনি পড়েছেন জেনে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার অসংখ্যা ভাইবোন, আজ থেকে আপনিও আমার একজন বোন। আপনার জন্য দোয়া করছি ভালো থাকুন।

১৪| ২৭ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: অচীণপুরে সবাইকেই যেতে হবে। কেউ আগে কেউ পড়ে।

২৭ শে নভেম্বর, ২০২০ রাত ১১:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




সত্যি - সত্যি। এখানে যাবার সকল ব্যবস্থা প্রকৃতি নিজে নিয়ন্ত্রণ করেন।

১৫| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার সাথে থাকতে চেষ্টা করি।

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমি কৃতজ্ঞ। আগামীতে মজাদার একটি পোস্ট দিবো পড়ে অবস্যই আনন্দ পাবেন। আমার জীবন গল্প উপন্যাসে ভরপুর। জীবনে এতো কষ্ট করেছি এখন অতীতে তাকালে নিজের জীবনকে স্বচ্ছ সেভেন্টি এমএম সিনেমার মতো মনে হয়।

শুভ রাত্রী।

১৬| ২৮ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:২৪

সোহানী বলেছেন: হুম সেটাইতো................। ভালো থাকুন।

২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:




বুঝতে পারছি কবিতা মন খারাপ করার মতো হয়ে গেছে। আগামীতে অবস্যই মন ভালো করার মতো কিছু - মিছু লিখবো যা পড়ে অবস্যই অবস্যই আনন্দ পাবেন। শুভ কামনা রইলো বোন। আপনিও ভালো থাকুন।

১৭| ২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৪

ইসিয়াক বলেছেন: কবিতায় বিষন্ন ভালো লাগা।
অনেক অনেক দোয়া রইলো প্রিয় মাহমুদ ভাই।

২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




ইসিয়াক ভাই, আপনার জন্যও অনেক অনেক দোয়া রইলো। ঠান্ডা চলে আসছে সাবধানে ধাকুন নিরাপদ থাকুন।

১৮| ২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: হতেই পারে সহজ সরল। কিন্তু ব্যাপকতর অর্থ বোধের কাব্যে ভালোলাগা।
পোস্টে লাইক।
শুভেচ্ছা প্রিয় ঠাকুরমাহমুদ ভাইকে।

২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:




পদাতিক চৌধুরি ভাই, মানুষের জীবনটাই সম্ভবনা আর অসম্ভবনার মাঝামাঝি চুলের মতো সুক্ষ চিকন বাঁধনে টিকে আছে। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৩

ঢুকিচেপা বলেছেন: করোনাকালে এই ধরণের লেখা দেখলেই ভয় লাগে।
সবাই সুস্থ্য এবং সুন্দর থাকুক এই প্রার্থনা করুণাময় আল্লাহর কাছে।

১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:



শুধু করোনাকালে নয়, আমার সমগ্র জীবন আমি শুধু আমার নিজের জন্য দোয়া করিনি, দোয়া করেছি সমগ্র মানবজাতি সহ সমগ্র সৃষ্টির জন্যও। ডাক কবুল করনেওয়ালা মহান আল্লাহপাক - আমারতো চাইতে বাধা নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.