নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

প্রিয় বন্ধু আপনি ভালো থাকুন

০৩ রা মে, ২০২১ সন্ধ্যা ৬:১২



কোন দেশে বাড়ি তোমার
কোনবা দেশে ঘর ?
মাটির দেশের মানুষ আমি
মাটিতেই আমার ঘর।।

কর্মজীবনের এক দুর্গম যাত্রা পথে আপনার সাথে আমার পরিচয়। শত সহস্র ঝড় ঝঞ্ঝার মাঝে আমরা পাড়ি দিয়েছি সুদীর্ঘ একটি বছর। এই এক বছরে আমাদের স্মৃতিতে জমা হয়েছে শত সহস্র আনন্দ বেদনা আর পরিবার পরিজনের কাছ থেকে দুরে থাকার দুঃখ কষ্ট। খাবারের কষ্ট, থাকার কষ্ট, পানীয় পানির কষ্ট, ঘুমের কষ্ট, মৃত্যু ভয় আরোও কতো কি? বেঁচে ফিরে আসবো যার যার নিজ দেশে নিজ মাতৃভূমিতে নিজ বাড়িতে তা কখনো ভাবিনি। অথচ নিজ দেশে নিজ বাড়িতে নিরাপদে ফেরার পর আজ আপনি আমাদের সকলকে এভাবে ছেড়ে চলে যাবেন কখনো ভাবিনি। আপনার সাথে সর্বশেষ দেখা হয়েছে ২০১৭ সনে। কখনো ভাবিনি এ জীবনে আর কোনোদিন দেখা হবে না। কখনো ভাবিনি কোনো বেলাভূমিতে দাড়িয়ে আর কোনোদিন আর কোনো গল্প করা হবে না, গল্প করা হবে না সেই “স্মৃতি ১৯৯৯”

আমার কর্মজীবনের দুর্গম পথের সহযাত্রী ও প্রিয় বন্ধু গত ১০ই এপ্রিল করোনা আক্রান্ত হোন এবং ১৫ই এপ্রিল হসপিটালাইজড হোন। তিনি সকলকে কাঁদিয়ে দুঃখের অথৈ সাগরে ফেলে ৩০শে এপ্রিল রাত ২২৩০ ঘটিকায় এই পৃৃথিবী ছেড়ে চিরো বিদায় নেন। পরম করুণাময় আল্লাহপাকের দরবারে করজোরে মিনতি করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।


কৃতজ্ঞতা স্বীকারঃ সামহোয়্যারইন ব্লগ। নির্বাচিত পোষ্টে “উক্ত লেখাটি” স্থান দেওয়াতে সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।








মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২১ সন্ধ্যা ৬:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মর্মাহত হলাম।
উনার পরিচিয় জানাবেন।
পরলোকে উনি ভালো থাকুন।

০৩ রা মে, ২০২১ সন্ধ্যা ৬:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমরা সকলেই একই পথের যাত্রী। পরকালে উনি ভালো থাকুন।

২| ০৩ রা মে, ২০২১ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



করোনা এখনো বাড়ছে আমাদের দেশে, ইহা জাতিকে ভয়ংকর অবস্হার মাঝে নিয়ে এসেছে; জাতি ইহা থেকে বের হওয়ার পথ খুঁজে পেতে সময় লাগবে।
উনার বয়স কি রকম ছিলো; উনার পরিবারের জন্য সমবেদনা রলো।

০৩ রা মে, ২০২১ সন্ধ্যা ৬:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




বয়স ৫৮-৫৯। তাঁর একমাত্র সন্তান একটি ছেলে। ছেলের সাথে আমার কথা হয়েছে “হি ইজ নো মোর” কথাটি এখনও আমার কাছে মনে হচ্ছে দুঃস্বপ্ন।

৩| ০৩ রা মে, ২০২১ সন্ধ্যা ৬:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইন্নী লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।

আশা করি আপনি সুস্থ ও নিরাপদে আছেন ঠাকুর মাহমুদ ভাই।

০৩ রা মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি সুস্থ ও নিরাপদে আছি। আল্লাহ আমার বন্ধুকে চিরো শান্তির দেশে শান্তিতে রাখুন এই প্রার্থনা করছি।

৪| ০৩ রা মে, ২০২১ রাত ৯:২৯

কামাল১৮ বলেছেন: অনেক দিন পর এলেন।সেই যে লেবুর পোষ্ট দিয়ে গেলেন তার পর এলেন দুঃসংবাদ নিয়ে।উনি কোন দেশের? ভালো থাকবেন

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৩:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




দোয়া করবেন।

৫| ০৩ রা মে, ২০২১ রাত ১১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: এই মহামারি থেকে আল্লাহ সারা দুনিয়াকে হেফাজত করুন।

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৩:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:





একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা কর ছাড়া আমাদের আর কোনো পথ নেই। আল্লাহ দুনিয়ার সকলকে হেফাজত আমানত করুন।

৬| ০৩ রা মে, ২০২১ রাত ১১:১৭

মা.হাসান বলেছেন: শুধু আজকের পোস্টেই বেশ কয়েকজনের মৃত্যুর খবর আসলো। ফাতেমা ছবি আপা, সামিয়া আপা, সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ এবং আপনার- এই চার পোস্টে চার জনের মৃত্যুর খবর। এর মাঝে তিন জনের মৃত্যুই করোনায়।

সকলের নাজাতের জন্য প্রার্থনা করছি। আল্লাহ ওনাদের পরিবারকে শোক সহ্য করার তৌফিক দিন ।
আপনাকে সতর্ক থাকার অনুরোধ করছি।

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৩:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:




একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা কর ছাড়া আমাদের আর কোনো পথ নেই। আল্লাহ দুনিয়ার সকলকে হেফাজত আমানত করুন।


৭| ০৪ ঠা মে, ২০২১ রাত ১২:১৬

নেওয়াজ আলি বলেছেন: আপনজন শুধু সংবাদ শিরোনাম হচ্ছে। মাবুদ রক্ষা করো

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৩:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:




একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা কর ছাড়া আমাদের আর কোনো পথ নেই। আল্লাহ দুনিয়ার সকলকে হেফাজত আমানত করুন।

৮| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: প্রতিটা মৃত্যু আমাকে কষ্ট দেয়।
আমার আব্বাও করোণাতেই মারা গেছেন।

০৪ ঠা মে, ২০২১ সন্ধ্যা ৬:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




মানুষের জন্য মানুষের মায়া মমতা ভালোবাসা থাকতে হবে। যদি না থাকে সে মানুষ না। মানুষ নামের কলঙ্ক।

৯| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ উনাকে জান্নাত দান করুন

০৪ ঠা মে, ২০২১ সন্ধ্যা ৬:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




আল্লাহ আমার বন্ধুকে জান্নাত নসীব দান করুন।

১০| ০৫ ই মে, ২০২১ রাত ১:১৬

সিগনেচার নসিব বলেছেন: সময় ভালো যাচ্ছে না।
বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

০৬ ই মে, ২০২১ দুপুর ২:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:




করোনা যেভাবে আক্রমণ করেছে জানিনা বিশ্ব মানবজাতির নিয়তি কি? বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

১১| ০৫ ই মে, ২০২১ ভোর ৫:৩১

ডঃ এম এ আলী বলেছেন:

আল্লাহ আপনার বন্ধুকে পরপারের দেশে শান্তিতে রাখুন এই প্রার্থনা করছি ।
আপনি সুস্থ ও নিরাপদ থাকুন এ দোয়া রইল ।

০৬ ই মে, ২০২১ দুপুর ২:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই সাহেব, দোয়া রইলো আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন।

১২| ০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০০

ডঃ এম এ আলী বলেছেন:



ভাই সাহেব কি বাড়ী আমার ভুলে গেলন :)
ভাল থাকুন, সুস্থ থাকুন এ দোয়া রইল ।
ময়মনসিংহের ভালুকা উপজেলার
বহুলা গ্রামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের
৫ জন ছাত্র (পরষ্পর তারা বন্ধু)
মিলে হলুদ তরমুজ ফলিয়েছে ।
আপনার এলাকায় এর
আবাদ হবে ভাল হতে পারে ।
সংবাদটির লিংক দিলাম
ময়মনসিংহে হলুদ তরমুজ চাষে সফল পাঁচ শিক্ষার্থী
https://www.prothomalo.com/bangladesh/district/ময়মনসিংহে-হলুদ-তরমুজ-চাষে-সফল-পাঁচ-শিক্ষার্থী
দেখে নিতে পারেন ।

শুভেচ্ছা রইল

০৬ ই মে, ২০২১ রাত ৯:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই সাহেব আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এখনই আপনার ব্লগে আসছি। আমরা এবার তরমুজ চাষ করিনি, তবে তরমুজের বাজার চাহিদা দেখে খুব ভালো লেগেছে, আশা করছি আগামী বছর আমরা তরমুজ চাষে থাকবো। তরমুজ চাষ করার মতো জমি আমাদের আছে এগুলো নদীর পাশের জমি, এছাড়া চরেও কিছু জমি আছে। বাদবাকি আল্লাহ ভরসা।

১৩| ০৬ ই মে, ২০২১ রাত ৯:২৫

ডার্ক ম্যান বলেছেন: উনি কি আপনার কাউন্টার পার্ট ছিলেন??

০৬ ই মে, ২০২১ রাত ৯:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




কাউন্টার পার্ট বলতে কি বুঝালেন বুঝতে পারিনি।

১৪| ০৯ ই মে, ২০২১ রাত ৮:২২

খায়রুল আহসান বলেছেন: গত দেড় বছরে এমন অনেক বন্ধুকে, অনেক নিকটাত্মীয়কে, দু'জন রক্তের সম্পর্কধারীকে করোনার কাছে হারালাম। আরো বেশ কয়েকজন মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছেন।

যারা চলে গেছেন, আল্লাহ রাব্বুল 'আ-লামীন তাদেরকে ক্ষমা করে দিন, জান্নাত নসীব করুন। আময়া যারা এখনো বেঁচে আছি, আল্লাহতা'লা আমাদেরকে সুরক্ষা করুন!

১২ ই মে, ২০২১ রাত ১০:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




পরম করুণাময় আল্লাহপাকের কাছে প্রার্থনা যারা চলে গেছেন, আল্লাহ রাব্বুল 'আ-লামীন তাদেরকে ক্ষমা করে দিন, জান্নাত নসীব দান করুন। আর আময়া যারা এখনো বেঁচে আছি, আল্লাহতা'লা আমাদেরকে সুরক্ষা করুন! আমানত রাখুন একালে পরকালেও।

ফি আমানিল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.