নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ইরানী হিজাব

০১ লা অক্টোবর, ২০২২ রাত ১১:২১



উপসংহারঃ ইরানে পারমানবিক বোমা পাওয়া যায়নি। ইরানে হিজাব পাওয়া গিয়েছে। আক্রমণ - - - - - -



















মন্তব্য ৩৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইরানের সর্বশেষ পরিস্থিতি কী?

০১ লা অক্টোবর, ২০২২ রাত ১১:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি বিস্তারিত লিখিনি। সরাসরি উপসংহার লিখে দিয়েছি। বিস্তারিত চিন্তা ভাবনা আপনারা নিজেদের মতো করে নিতে পারবেন বলে আশা করছি।

২| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১১:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: হে হে মজা পাইলাম।

০১ লা অক্টোবর, ২০২২ রাত ১১:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি সরাসরি উপসংহার লিখে দিয়েছি। দেখতে চাচ্ছি আমাদের ব্লগাররা সমস্যা কতোটুকু ধরতে পারেন।

৩| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১১:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



ছবিঃ Iranian women threw off the hijab

আত্মকথাঃ সামহোয়্যারইন ব্লগে আমার সবচেয়ে ছোট পোস্ট। আমি লেখালেখি শেষে উপসংহার/আত্মকথা দিতে চেষ্টা করি। সময়ের অভাবে বিস্তারিত লিখতে পারছি না আপাতত। আশা করছি সময় ও সুযোগ করে বিস্তারিত লিখবো। আমি এখনও বিশ্বাস করি সামহোয়্যারইন ব্লগে এখনও এমন ব্লগার আছেন আামার বিস্তারিত লেখা পোস্ট না থাকার পরও শুধুমাত্র উপসংহার পড়ে বুঝতে পারবেন কিসের নাটক চলছে। আর এই নাটকের পরিচালক কে বা কারা? চিল আর কানের গল্প কম বেশী সবাই জানেন। আশা করছি চিল কোথায় আছে বুঝতে পারছেন।

সবাইকে ধন্যবাদ।

৪| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১১:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: হঠাৎ হিজাব নিয়ে আন্দোলন ইহুদী নাসারাদের ষড়যন্ত্র মিন করছেন?

০১ লা অক্টোবর, ২০২২ রাত ১১:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:



হঠাৎ হিজাব নিয়ে আন্দোলন ইহুদী নাসারাদের ষড়যন্ত্র মিন করছেন? - ইহুদী নাসারাদের ষড়যন্ত্র হচ্ছে খুবই সামান্য বিষয়। মূল বিষয়টি তার চেয়ে অনেক অনেক বড়। এটি সামান্য হিজাব বোরকা কাপড় সংক্রান্ত বিষয় নয়।

৫| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১১:৫৪

নিমো বলেছেন: নূতন খোমেনি আসার / আনার সময় হয়েছে। তবে সমস্যা হল আরেকটা সাদ্দাম নাই। সালাফি-ওয়াহাবি আর চলছে না।

০২ রা অক্টোবর, ২০২২ রাত ১২:০০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আরো বড় কিছু। আমি এক লাইন লিখেছি, আপনাদের জন্য বিস্তারিত খানিকটা ভাবনার সুযোগ রইলো। আমি ২-৪-৫ দিন পর বিস্তারিত লিখে পোস্ট দিচ্ছি।

৬| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
হায় হায়!!

০২ রা অক্টোবর, ২০২২ রাত ১২:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



এই একলাইনে অনেক না বলা কথা বলা হয়েছে। ধারনা করছি আপনি সুতা ধরতে পেরেছেন। তারপরও আমি বিস্তারিত লিখবো। আশা করি পড়ে বেশ কিছু তথ্য পাবেন। - ধন্যবাদ।

৭| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১২:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইরাকের মত ইরানকেও ধ্বংস করার পায়তারা চলছে হয়ত।

০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:



কথায় আছে “পুরনো চাল ভাতে বাড়ে” - আপনি সমস্যার কাছাকাছি আছেন। আমি বিস্তারিত লিখবো। ধন্যবাদ।

৮| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১২:২৭

কামাল৮০ বলেছেন: আমেরিকা ও যুক্তরাজ্য বাইরে থেকে আক্রমনে সুবিধা করতে পারবেনা।তাই ভিতর থেকে দুর্বল করার চেষ্ষ্টা।এর সাথে হাত আছে ইসরায়েল ও সৌদির। তারা চায় ক্ষমতার পরিবর্তন।
অবস্যই ইরানের মেয়েদের নিজের পছন্দমতো পোশাক পরার অধিকার আছে।

০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



পোশাক মোশাক কিছু না। আন্দোলন ইউজ টু। আমি বিস্তারিত লিখবো। ধন্যবাদ।



৯| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১২:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ইরানি পুলিশ সামান্য বিষয়টাকে নিয়ে বিরাট কাণ্ড করে ফেলেছে। সরকারও একরোখা। বড়ো ধরণের বিপদে পড়তে পারে। ওদিকে আমেরিকা, ইসরায়েল সুযোগ খুঁজছে।

০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



থানা পুলিশে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে, কিন্তু এতে রঙ দিয়ে ভিন্ন পথে মোড় নিয়ে কিছু করার জন্য কারা কাজ করছে তা বিস্তারিত লিখবো। ধন্যবাদ।

১০| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১:৩৭

শার্দূল ২২ বলেছেন: শুনেছি পোষাকের সাথে শালিনতা শব্দটা যায়। কিন্তু পোষাকের স্বাধীনতা শব্দটা আর যাইহোক পোষাকের সাথে যায়না। পোষাকের সাথে স্বাধীনতা আসলে পোষাক আর থাকেনা। সুতরাং শব্দ হবে দুটো পোষাক অথবা নগ্নতা। হিজাব কোন ইসলামের পোষাক নয়। সুতরাং হিজাব নিয়ে যারা লড়াই করে পক্ষে বিপক্ষে দুই সমান।

ইরানের ইতিহাস হলো এমন তারা সরকারে বোর হয়ে যায়। নতুন সরকার আসার আগে কোন না কোনো ইস্যু নিয়ে উত্তাল হয়, এটা ইরানের মজার ইতিহাস।

ইরানকে বাইরের শক্তি দমন করতে পারবেনা কারণ ওরা ওভ্যান্তিরন যত সমস্যাই থাকুক পররাষ্টনীতিতে তারা সবাই অটল। সুতরাং চিন্তা বা অবাকের কিছু নেই। কিছ মানুষ লড়বে ,মরবে, ক্লান্ত হবে, থামবে পরিশেষে সরে গিয়ে ঘটনা মুছে যাবে। শুধু মসয়ের ব্যপার।

০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



মহাজাগতিক চিন্তা সাহেবের মন্তব্য উত্তরে বলেছি কথায় আছে “পুরনো চাল ভাতে বাড়ে” - আপনি সমস্যার কাছাকাছি আছেন। - আমার কেনো জানি মনে হচ্ছে আপনিও সমস্যা জানেন। তারপরও আমি বিস্তারিত লিখবো। ধন্যবাদ।

১১| ০২ রা অক্টোবর, ২০২২ সকাল ৯:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইরাকের মত ইরানেও হিংসুটে যুদ্ধবাজদের কুনজর পড়েছে

০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি হচ্ছেন আমার বোন। ভাইয়ের চিন্তার কাছাকাছি হবে বোনের চিন্তাধারা এটি জগতের নিয়ম। আমি বিস্তারিত লিখবো। ধন্যবাদ।

১২| ০২ রা অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৪

শাহ আজিজ বলেছেন:

চলতি ঘটনার এই ই হল সমাধান ।

ছুড়ে ফেলো আয়াতুল্লাহদের ।

০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন:



কি যন্ত্রনায় ফেলে দিলেন? তাহলে ইরানের প্রেসিডেন্ট কে হবে মোদি সাহাব নাকি বাইডেন/ট্রাম্প সাহাব?


১৩| ০২ রা অক্টোবর, ২০২২ সকাল ১১:২০

কাছের-মানুষ বলেছেন: সব থেকে ছোট পোষ্ট! তবে ভাল লাগল ব্লগারেরা যার যার মত করে পোষ্টের শানে নযুল বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে! তবে আমি আন্তাজে গুলি মাড়লাম না! আপনার বিস্তারিত পোষ্টের অপেক্ষায় রইলাম!

০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৫:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার বিজ্ঞান ভিত্তিক লেখাগুলো পড়তে বেশ ভালো লাগে। আমি এই সপ্তাহে বিস্তারিত লিখে পোস্ট দিচ্ছি আশা করি পড়ে আপনার না লেখা কথাগুলোর সাথে মিলিয়ে নিতে পারবেন। ধন্যবাদ।

১৪| ০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৩:২২

নীল আকাশ বলেছেন: পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলাই হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ।

০২ রা অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



হিজাব বোরকা নিয়ে দেশে বিদেশে প্রায় সবাই আন্দোলনে শরীক হয়েছে, বিষয়টি ম্যানিপুলেটেড। পোশাক মোশাক কিছু না। ছলে বলে কৌশলে ইরানকে আক্রমণ করার জন্য অনেক দিন ধরে চেস্টা চরিত্র করছে একটি নিকৃষ্ট দেশ। আমি বিস্তারিত লিখবো। ধন্যবাদ।


১৫| ০২ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১২

মোহামমদ কামরুজজামান বলেছেন: কালো হিজাবে রস-কস-সিংগারা-বুলবুলি মাখার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের বাজেট থাকলে এবং এতে গতি বাড়ানোর জন্য জনবল স্থির করা থাকলে আর কি লাগে ?

লাগে টাকা দেবে ইসরাইল-আমেরিকা ।

শুধু তাল দেও তালে তালে -------------

০২ রা অক্টোবর, ২০২২ রাত ৯:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



ইরানকে ক্ষতিগ্রস্ত করার জন্য ১৯৮০ সন থেকে বাজেট করা আছে, প্রতি বছর বাজেট নবায়ন করা হচ্ছে। হিজাব আন্দোলনে পেট্রোল অকটেন ঢেলে তাকে প্ররোচিত প্রভাবিত করতে চেষ্টা করা হয়েছে - হচ্ছে। আমরা সাধারণ মানুষ হিজাব আন্দোলন দেখতে পেয়েছি। দেশ ধ্বংসের প্রতারণা দেখতে পাইনি। - আমি এ নিয়ে বিস্তারিত লিখবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৬| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১১:০০

শেরজা তপন বলেছেন: আপনার লেখার অপেক্ষায় রইলাম...
আমার কিছু মতামত আছে; যেমন রাশিয়া উক্রাইন যুদ্ধের সাথে এর কিছু লিঙ্ক আছে।

আচ্ছা আপনি কি জানেন সেখানে যত জন মারা গিয়েছে তার মধ্যে কতজন নারী/ কতজন পুরুষ? আমি নেটে খুঁজে পাইনি।

০২ রা অক্টোবর, ২০২২ রাত ১১:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:



শুভংকরের ফাঁকি বলে একটি কথা প্রচলিত আছে যা সমগ্র বিশ্বের মনাব সমাজের রাজনৈতিক মানচিত্রে চলমান। আপনি ইরানের মেয়েদের রাশিয়াতে দেখেছেন - দেখেছেন রাশিয়াতে তাদের পোশাকও। ইরানের মেয়েরা পোশাক নিয়ে আগুন হবার কথা না। ইরান ও আরবের মেয়েদের নিজেদের চেয়ে তাদের নিয়ে বেশী চিন্তিত পশ্চিমা তসলিমা নাসরিন গোত্রের নারী!

নারীর জন্য নারী নিজে সবচেয়ে বড় শত্রু। - আমার ধারনা এই বিষয়ে বিশেষ কিছু বলার নেই, আপনি ভালো জানেন। পোশাক আন্দোলনকে প্রভাবিত প্ররোচিত ও তরান্বিত করার জন্য কারা কাজ করেছে - আমি বিস্তারিত লিখবো। আপনাকে অশেষ ধন্যবাদ।

১৭| ০৩ রা অক্টোবর, ২০২২ সকাল ৭:৫৭

কালো যাদুকর বলেছেন: যারা হিজাব কে পছন্দ করেন না, তারা কি ইনডিসেন্সিকে সমর্থন করেন?
অন্য ভাবে বললে বলা যায়, কোন দেশে যদি ইনডিসেন্সির জন্য আইন থাকে, ইসলামিক দেশে হিজাবের জন্যও আইন থাকতেই পারে, এটাই কি স্বাভাবিক না?
যেটা ভুল হচ্ছে, আইনটি ভুল ভাবে এনফোর্স করা হয়েছে ইরানে।
কেউ যদি স্টেডিয়াম ভর্তি মানুষের সামনে জন্মদিনের পোষাক পরে মাঠে ঢুকে পরে, তাহলে তাকে লোকাল আইন অনুসারে বড়জোড় ফাইন করা হয়। এরকম ঘটনা আমরা ইউরোপিয়ান ফুটবল খেলার মাঠে দেখেছি।
কিন্তু ইরানে সেটি হয়নি। একই ধরনের আইন প্রয়োগের নামে অন্যায় করা হয়েছে। এর পেছেনে হয়ত দাবার অনেক চাল চলছে, যেটা আমার এ্যান্টেনাতে ধরেনি। তবে অনেক স্কলাররা এরকমই ইঙ্গীতই দিচ্ছেন।

আপনার লেখার অপেক্ষায় থাকলাম। আশা করি তাড়াতাড়িই লিখবেন।

০৩ রা অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমার লেখার বিষয় আসলে হিজাব পরা বা না পরা নিয়ে নয়। লেখার বিষয় ভিন্ন। উদাহরণ আপনার বাড়িতে যে কোনো কারণে যে কোনো দুর্ঘটনায় আগুন ধরেছে আমি আগুন না নিভিয়ে তাতে পেট্রোল অকটেন ঢেলে দিয়েছি। - আশা করি বুঝতে পেরেছেন পরিস্থিতি।

আমার উক্ত পোস্টে যতোগুরো মন্তব্য এসেছে একটি মন্তব্য বাদে বাদবাকি সব মন্তব্য আপনার মন্তব্য সহ - সবাই সমস্যাটি ধরতে পেরেছেন। আমি তারাতারি লেখার চেষ্টা করছি, এখন বড় লেখা অনেকেই পড়তে চাননা বা পড়েন না, অথবা না পড়েও অনেকে মন্তব্য করেন। আমি তাই ছোট করেই দুই পর্বে লিখে পোস্ট দিবো আমি আশা করছি সবাই বুঝতে পারবেন।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.