নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারভেজ রানা

পারভেজ রানা পেশায় প্রকৌশলী। ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সদস্য। বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ড কর্তৃক নিবন্ধিত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ থেকে ফায়ার সেফটি ও স্ট্রাকচারাল ডিজাইনে প্রশিক্ষণ প্রাপ্ত প্রকৌশলী। পারভেজ রানা ইঞ্জিনিয়ারিং সল্যুশন নামে নিজস্ব প্রতিষ্ঠান। কনস্ট্রাকশন, ডিজাইন ও ফায়ার সেফটি বিষয়ক পরামর্শ দিচ্ছেন নিজস্ব প্রতিষ্ঠান থেকে। তার সাথে যোগাযোগের জন্য লিখুন [email protected],[email protected] বলুন ০১৯১৩৩৩৬১২৭ নম্বরে ফোন করে। সরাসরি দেখা করার জন্য চলে আসুন ৫ম তলা, ১৫২ সেনপাড়া পর্বতা (রোকেয়া সরণি), মিরপুর-১০ (আল হেলাল হাসপাতালের কাছে)। আসার আগে ফোন করে আসবেন। পারভেজ রানা বাংলাদেশ রাইটার্স গিল্ডের চেয়ারম্যান। লেখালেখি করেন কৈশোর থেকে। তার ছয়টি প্রকাশনা আছে। উপন্যাস: এলে তুমি অবেলায়, আত্মদহন। গল্পের বই: ঝড়ের শেষে, স্টেশন (সম্পাদিত)। কবিতা: গহীন ভালোবাসায় (কার্ড),গহীন ভালোবাসায় (বই) ভালোবাসা দাও। লেখকদের জন্য একটি নতুন প্লাটফরম বাংলাদেশ রাইটার্স গিল্ড। যারা লেখালেখি করছেন তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে...

পারভেজ রানা › বিস্তারিত পোস্টঃ

স্ট্রাটেজি

২৭ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩২

পারভেজ রানা কী প্রকাশক?

অবশ্যই..

পারভেজ রানার পেশা কী প্রকাশনা?

না।

তাইলে করে ক্যান?

ক্যান করে?

বই ছাপাইয়া লাভ করে।

তাই নাকি?

খুউব কী লাভ?

নতুন লেখকদের বই প্রকাশ করে তো অনেক লাভ,

ও আচ্ছা ছা্পাইয়াই লাভ করে...........................

তাইলে তো, পেশা প্রকাশনা বলাই যাই........

.................

.................

অনেকের ধারণা, এমনই...................

কিন্তু বাস্তবতা ভিন্ন....



আজ যখন একজন লেখক ভাই ফোন দিয়ে জানালো, একজন লেখিকা আমাকে ব্লগে ধুয়ে দিয়েছে.............

অনেক দিন পরে ব্লগে ঢুকে দেখি, সেখানে আমাকে ধোপার কাঠে ফেলে আছড়ানো হচ্ছে, আর আমি জানিনা, আমাকে কী পরিমাণ পিষে ফেলা হচ্ছে..............

ভাবলাম..............কী প্রকাশনা করি, ইঞ্জিনিয়ারিং থেকে পয়সা নিয়া ঢালি....................

প্রকাশনা যদি পেশা না হয়, তাহলে এটা করি ক্যানো?

আরে আমারে তো সাহিত্য গায়ে কামড়ায়................

তাই নতুন লেখকদের বের করে আনার দায়িত্ব নিয়েছি।

.....................................................................

অবশেষে সাহিত্য এমনভাবে গায়ে কামড়ালো আজ ভাবলাম বাদ দিয়ে দিই, ...........

পরক্ষণে ভাবলাম, গাছের মধ্যে আগাছা থাকে, লতার মধ্যে পাতা, ...........

আর কিছু বয়সের দোষ..............

আবেগ।

তাই.....................

রাইটার্স গিল্ড চলতে থাকবে,.......................

আমি সাধারণত লিখি কম, পড়ি বেশী................... বন্ধু বান্ধবরা যা শেয়ার করে..........



আজ কিছু শেয়ার করি..................................

গায়ে তো সাহিত্য কামড়ায়, কামড়াইতে কামড়াইতে কী যে দশা! নিজের বই প্রকাশ করতে পারিনি, সময় পাইনি আর একটু দেখার..........

নতুন সাহিত্যিক বের করে আনতে আনতে.....

তো আজ দেখা যাক লেখকরা কী পরিমাণ বিনিয়োগ করেছেন ২০১৫-এর বইমেলায়....

সতেরোটি বই প্রকাশিত হয়েছে....নভেম্বরের দুটি ছিলো, মোট ১৯টি

এবার বিনিয়োগের ফিগারগুলি দেখুন....







২০০০

৩০০০

৫০০০

১০০০০

১০০০০

১০০০০

১০০০০

১১৫০০

১৫০০০

২১০০০

২৫০০০

২৫০০০

২৮৩০০

৪০০০০

৪০০০০

৪০০০০



ফিগারগুলি থেকে অতপর আমরা কী বুঝলাম? সম্ভব!

বইগুলি ১০০ থেকে ১০০০ কপি পর্যন্ত প্রথম মুদ্রণ....অবশ্য ৩০০ কপির নিচে কোনো কাভার ছাপানো হয়নি। পৃষ্ঠা সংখ্যা ৪০ থেকে শুরু করে ১৫২, ৮০ গ্রাম পার স্কয়ার মিটার থেকে শুরু করে আর্ট পেপারেও ভেতরটা ছাপা হয়েছে, কোনোটা আবার চার রংএই ভেতরটা।

স্ট্রাটেজি!

এলোমেলো কথাগুলো সাজিয়ে নিতে পারেন। প্রকাশনার আরো কিছু ব্যাপার পরবর্তীতে শেয়ার করব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.