নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারভেজ রানা

পারভেজ রানা পেশায় প্রকৌশলী। ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সদস্য। বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ড কর্তৃক নিবন্ধিত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ থেকে ফায়ার সেফটি ও স্ট্রাকচারাল ডিজাইনে প্রশিক্ষণ প্রাপ্ত প্রকৌশলী। পারভেজ রানা ইঞ্জিনিয়ারিং সল্যুশন নামে নিজস্ব প্রতিষ্ঠান। কনস্ট্রাকশন, ডিজাইন ও ফায়ার সেফটি বিষয়ক পরামর্শ দিচ্ছেন নিজস্ব প্রতিষ্ঠান থেকে। তার সাথে যোগাযোগের জন্য লিখুন [email protected],[email protected] বলুন ০১৯১৩৩৩৬১২৭ নম্বরে ফোন করে। সরাসরি দেখা করার জন্য চলে আসুন ৫ম তলা, ১৫২ সেনপাড়া পর্বতা (রোকেয়া সরণি), মিরপুর-১০ (আল হেলাল হাসপাতালের কাছে)। আসার আগে ফোন করে আসবেন। পারভেজ রানা বাংলাদেশ রাইটার্স গিল্ডের চেয়ারম্যান। লেখালেখি করেন কৈশোর থেকে। তার ছয়টি প্রকাশনা আছে। উপন্যাস: এলে তুমি অবেলায়, আত্মদহন। গল্পের বই: ঝড়ের শেষে, স্টেশন (সম্পাদিত)। কবিতা: গহীন ভালোবাসায় (কার্ড),গহীন ভালোবাসায় (বই) ভালোবাসা দাও। লেখকদের জন্য একটি নতুন প্লাটফরম বাংলাদেশ রাইটার্স গিল্ড। যারা লেখালেখি করছেন তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে...

পারভেজ রানা › বিস্তারিত পোস্টঃ

পরিচালক মনির ভাইয়ের জন্য দোয়া করুন

০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৮



প্রধান সহকারী পরিচালক, একটি নাটক বা সিনেমা শিল্প কর্মের অন্যতম কর্মকর্তা। হুমায়ূন আহমেদের নাটক যখন দেখতাম, লক্ষ্য করতাম অধিকাংশ নাটকের প্রধান সহকারী পরিচালক মনির হোসেন জীবন। তারপর এক সময় মনির হোসেন জীবন নাটক পরিচালনা শুরু করলেন। আমার খুব ভালো লাগতো, তার পরিচালক হওয়ার ঘটনাটি। ক'দন আগে আসিফ নজরুল (নাট্যাভিনেতা) ভাইয়ের কাছ থেকে তার নাম্বারটা নিয়েছিলাম একটা প্রয়োজনে। কিন্তু ব্যস্ততার কারণে ফোন দিতে পারিনি। গতকাল রাতে ফোন দিয়েছিলাম । অন্য একজন ফোন ধরলেন। খবরাখবর জানালেন, এখনো ঢাকা মেডিকেলে, কথা বলার চেষ্টা করছেন। মস্তিষ্কের এক দিকে স্ট্রোক হওয়ার কারণে কথা ঠিক ভাবে বলতে পারছেন না। তবে, আশা করছি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সবাই তার জন্য দোয়া করবেন। জীবন ভাই আপনি সুস্থ্য হয়ে উঠুন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৫

ইলুসন বলেছেন: তার সুস্থতা কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.