নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পারভেজ রানা

পারভেজ রানা পেশায় প্রকৌশলী। ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সদস্য। বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ড কর্তৃক নিবন্ধিত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ থেকে ফায়ার সেফটি ও স্ট্রাকচারাল ডিজাইনে প্রশিক্ষণ প্রাপ্ত প্রকৌশলী। পারভেজ রানা ইঞ্জিনিয়ারিং সল্যুশন নামে নিজস্ব প্রতিষ্ঠান। কনস্ট্রাকশন, ডিজাইন ও ফায়ার সেফটি বিষয়ক পরামর্শ দিচ্ছেন নিজস্ব প্রতিষ্ঠান থেকে। তার সাথে যোগাযোগের জন্য লিখুন [email protected],[email protected] বলুন ০১৯১৩৩৩৬১২৭ নম্বরে ফোন করে। সরাসরি দেখা করার জন্য চলে আসুন ৫ম তলা, ১৫২ সেনপাড়া পর্বতা (রোকেয়া সরণি), মিরপুর-১০ (আল হেলাল হাসপাতালের কাছে)। আসার আগে ফোন করে আসবেন। পারভেজ রানা বাংলাদেশ রাইটার্স গিল্ডের চেয়ারম্যান। লেখালেখি করেন কৈশোর থেকে। তার ছয়টি প্রকাশনা আছে। উপন্যাস: এলে তুমি অবেলায়, আত্মদহন। গল্পের বই: ঝড়ের শেষে, স্টেশন (সম্পাদিত)। কবিতা: গহীন ভালোবাসায় (কার্ড),গহীন ভালোবাসায় (বই) ভালোবাসা দাও। লেখকদের জন্য একটি নতুন প্লাটফরম বাংলাদেশ রাইটার্স গিল্ড। যারা লেখালেখি করছেন তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে...

পারভেজ রানা › বিস্তারিত পোস্টঃ

অসুখের নাম তুমি

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

রাত্রির তীব্র শীত উপেক্ষা করে
যখন সূর্য উঁকি দেয়
আমি খুঁজি তোমায়।
দ্বিপ্রহরের মিষ্টি রোদ ভেঙ্গে
যখন বিকাল গড়িয়ে পড়ে
আমি খুঁজি তোমায়।
সূর্য লুকিয়ে পড়ে লজ্জায়
গোধুলীর মায়া ত্যাগ করে
আমি খুঁজি তোমায়।
সন্ধ্যার মেঘ ভেঙে
নিয়ন সাইন অনুজ্জ্বল হয়
আমি খুঁজি তোমায়।
তবু তুমি আসোনা,
তুমি যে আমার অসুখ।
আর এই 'অসুখের নাম তুমি'।


বিরহ শেষে মিলনের প্রতীক্ষায়..................


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

ভারসাম্য বলেছেন: আমার একটি পোস্টে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশার্থে কিছু কথা বলেছি। সেখানে কিছু বললে প্রীত হব, তবে বিতর্ক বাড়িয়ে তোলার মত কিছু না হলেই ভাল হয়। শুভকামনা রাখছি নতুন এই বইটির জন্য। :)

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫

বিজন রয় বলেছেন: অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.