নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব... নচেত চুপ থাকিব...

সত্য তখনই দাম পায়, যখন তার পাশে মিথ্যা নামক অদৃশ্য বস্তুটি স্থান পায়......

নহে মিথ্যা

নহে মিথ্যা › বিস্তারিত পোস্টঃ

৯০ কোটি টাকা ফেললাম জলে... :((

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

কত আশা নিয়ে মাত্র ৯০ কোটি টাকা খরচ করে, ইসলামি ব্যাংকের টাকা নিয়ে কাউজ্জা করে আবার লাখ মানুষের পদতলে জাতীয় পতকা পদপিষ্ট করেও শেষ মেষ আমাদের বিশ্ব রেকর্ড গড়া হল না... :(( :((





গিনেজ বিশ্ব রেকর্ডের ওয়েব লিংকঃ Click This Link



শুধু মাত্র সাহারা গ্রুপের উদ্দ্যোগে বানানো রেকর্ড ভাংতে পারলাম না :(( আর যদি ভারত রাষ্ট্রীয় ভাবে আমাদের মত এই রেকর্ড গড়ার উদ্দ্যোগ নিত তাইলে হইত কাম।



আহারে এত্তো গুলা টেকা আমারে দিলেও একটা সাধারন মানুষের উপকার হইত... :D



এবার কিছু ইতিহাস তুলে ধরিঃ ইতিহাসের প্রচীন রোমান সম্রাজ্য যখন মানুষের মৌলিক অধিকার গুলি পূরন করতে ব্যার্থ হয়েছিল, তখন তৎকালীন ব্যার্থ শাষক গোষ্টি গ্লাডিয়েটর নামক এক ধরনের যোদ্ধা আবিস্কার করে যারা একে অপরের সাথে যুদ্ধ করে নিজেদের জীবন দিয়ে দিত মানুষের এন্টারটেইনমেন্টের জন্য। আর আমাদের মত মগা সাধারন জনগন এই সব মরন খেলা দেখে এতটাই উন্মাত্ত থাকত যে তাদের মৌলিক চাহিদা যে পূরন হচ্ছে না সেদিকে নজর দেবার সময়ই পেত না।



আমাদের বর্তমান অবস্থা ইতিহাসের সেই সময়ের থেকে কোন অংশে কম না।



আমরা যে কেন ইতিহাস থেকে শিক্ষা নেই না, এইটা আমি নিজেও জানি না।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

কলাবাগান১ বলেছেন: এই অনুস্ঠানকে প্রশ্নবিদ্ধ করার জন্য জামাতি-রাজাকার রা দল বদ্ধ ভাবে নেমেছে..... স্বাধীনতা শব্দটাই জ্বালা ধরায়.....।

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০

নহে মিথ্যা বলেছেন: !!!!!!! কিচ্ছু মনে কইরেন না... কিন্তু আমি কোন পত্রিকা অথবা গণমাধ্যমে এই বিষয়ে কিছুই শুনলাম না...

আপনার কাছে তথ্য থাকলে তা প্রকাশ করুন... :)

২| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি নির্লজ্জ কি বেহায়া ... আবার তারও সাফাই গায়!!!!

এত বড় ব্যর্থতার দায়ভার কি মাননীয় মন্ত্রী মহোদয় নিয়ে পদত্যাগ করবেন?

একটা গিনেজ রেকর্ড, চুল দাগী নখ বড় রেখেও ব্যখ্তি অনেকেই সফল হয়েছে! আর রাষ্ট্রীয় ক্ষমতা, সেনাবাহিনী নগদ টাকা ব্যবহার করেও যারা এই ব্যর্থতার গ্লানি রাষ্ট্রের কপালে সেটে দিল- তাদের পদত্যাগ চাই।

উপ্রে নীচে দেখবেন গ্লাডিয়েটরের প্রেতাত্মারা ঘুর ঘুর করবে!!!!!
বোধহীন, বিবেকহীন কেবলই অন্ধ দলান্ধ সরকারের হুমুের গোলাম!!;)

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩১

নহে মিথ্যা বলেছেন: ইয়ে ভাই... হাছা কথার দাম নাই... আপনার কথাও মূল্যহীন :P

৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৮

একজন ঘূণপোকা বলেছেন:
নাহ! কিছু মেয়ের তো শ্লীলতাহানি করে দিলাম :( :( X(( X((

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৩

নহে মিথ্যা বলেছেন: মনে আছিল না... থাকলে... "কত মা-বোনের ইজ্জতে গড়া ব্যার্থ রেকর্ড" কথাটা উল্লেখ করতাম... :(

বেশ বড় ভুল হয়ে গেল... :(

৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৯

ফাহমি৯৬ বলেছেন: কেন ভাই জামায়াত কি সেখানে হরতাল ডাকছিল তারাতো আরো ঔষধ দিয়া আমনেরগো মাথা ব্যাথা সারাইছে। দোষ হইলো আমাগো বেশী ফাল পাড়ছি ইল্লাইগা অল্পের নাগাল ও পাইনাই। আমি গেছিলামতো সেখানে মাইনশের যা অবস্থা মনে হয় জাতীয় সংগীত গাইবার আসেনাই আসছে নাস্তার প্যাকেট নিতে আর মহান পতাকা খানা তাদের পশ্চাৎ দেশের সংরক্ষণের জন্যই দেয়া হইছে। সালা বাল পাকনা বাঙ্গালী । যে জাতী রক্তের দামে, মায়ের সম্মানের দামে কিনা পতাকার সম্মান দিতে জানেনা তারা গাইবো আবার জাতীয় সংগীত

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৬

নহে মিথ্যা বলেছেন: ভাই আপনার মন্তবের "সালা বাল পাকনা বাঙ্গালী" লাইনের বিরোধিতা জানাচ্ছি... বাদ বাকি অংশের সাথে সহমত...

তাই ওদের উপর তথ্য বাবার আশীর্বাদ আছে... আপনি তথ্য নিয়ে দ্বিমত করবেন না... বুঝেছেন...???

৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১১

কলাবাগান১ বলেছেন: কোথায় লাখ মানুষের পদতলে জাতীয় পতকা পদপিষ্ট করা হয়েছে..... আপনার কথা মতে তিন লাখ লোকের মধ্যে লাখ খানিক লোকই পতাকা পদপিস্ট করার জন্য গিয়েছিল.......... এতেই বুঝা যায় আপানার উদ্দেশ্য...........

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৩

নহে মিথ্যা বলেছেন: ভাই পত্রিকা পড়েন... নচেত ফেসবুকের বিভিন্ন ভাল পেজ গুলির পোষ্ট দেখেন...

আর আমি কোথাও উল্লেখ করি নাই লাখ লাখ মানুষ পতাকা পদপিষ্ট করতে গিয়েছিল... বানিয়ে বানিয়ে কথা না বলে... অভ্যাস অনুসারে এক কথায় "রাজাকার" বইলা দেন...

কুকুরের গলায় ঘেউ ঘেউ আর ছাগলের গলায় ম্যা ম্যা যেমন মানায় তেমনি আপনাদের গলায় "রাজাকার" কথাটা তেমনি মানায় B-))

৬| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১২

কুকরা বলেছেন: গিনেজ বিশ্ব রেকর্ড হয় নাই? কন কি?

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৪

নহে মিথ্যা বলেছেন: না ভাই হয় নাই... আমার কাছে তথ্য আছে... :(

৭| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭

সংবাদ সংযোগ বলেছেন: অসাধারণ

উপহার সরূপ কিছু সংবাদের লিংক দিলাম
সময় পেলে পড়বেন আশা করি....

মিউজিক ভিডিওর নামে রমমরা দেহ ব্যবসা! [ভিডিওসহ] http://lnkd.in/bPnAAKw

ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা http://lnkd.in/bY3GaYg

তরুণীকে গণধর্ষণের ছবি মোবাইলে http://lnkd.in/bHjt5sU

মোটা কণের জন্য বাড়তি যৌতুক! http://lnkd.in/bTrMTDw

মিথি-আরিফের বাসা ছিল বন্ধুদের ডেটিং স্পট http://lnkd.in/bcSm--G

পহেলা বৈশাখে ইত্যাদি'র নতুন চমক! http://lnkd.in/b4q5xCA

'বিজেপি ক্ষমতায় এলে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে' http://lnkd.in/bpQpFG2

মহিলার ৬ অন্তর্বাস থেকে ২.১৪ কেজি সোনা আটক http://lnkd.in/bx-a5pq

সর্বত্র বাংলা চালুর নির্দেশনা : ছয় সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ http://lnkd.in/bPZBnXu

মা হবেন সানি লিওন! http://lnkd.in/bqQbCkm

অভিনব কৌশলে ঢাকায় চলছে রমরমা যৌন ব্যবসা (ভিডিওসহ)!- See more at: http://lnkd.in/b3eCPbb

অতিরিক্ত মোবাইল ব্যবহার আনতে পারে বন্ধ্যাত্ব! http://lnkd.in/bMPFXQj

স্বার্থের রাজনীতিতে দেশের সর্বনাশ http://lnkd.in/bGRZ2pG

নায়ক রাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি http://lnkd.in/buRr6RU

বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে ১৩ দিন! http://lnkd.in/bwaa2PJ

ভারপ্রাপ্ত সিইসিকে হত্যার হুমকি http://lnkd.in/bgfyhrN

বিডিবিএল এ ৩ কোটি টাকার নিয়োগ বাণিজ্যের প্রস্তুতি http://lnkd.in/bM2D3NS

স্বার্থের রাজনীতিতে দেশের সর্বনাশ http://lnkd.in/bGRZ2pG

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৭

নহে মিথ্যা বলেছেন: আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ দিব নাকি... একখানা আছেলা বাঁশ আপনার পুষ্ট দ্বার দিয়ে ঢুকাবো চিন্তায় আছি... X( X( X(

সামু স্প্যামিং করা জায়গা না... ফাজলামি বাদ দিয়ে ভাল সংবাদ পরিবেশন করেন লোকজন এমনিতেই যাবে আপনার ভুয়া পত্রিকা পড়তে... X(( X((

৮| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৬

পথহারা নাবিক বলেছেন: @কলাবাগান১ থাপড়াইয়া বিচি গলাইয়া দিমু। কিছু হইলেই জামাত শিবির তাই না!! তাইলে তোর জন্মদাতা বাপ ইনু কেন জামাতের কাছ থেকে স্যালাইন নিলি। কথায় কথা জামাত শিবির রাজাকার। জামাত শিবিরতো কুত্তার জাত কিন্তু তুই কলাবাগান আর তোর সাঙ্গপাঙ্গরা হইল শুয়োরের জাত। দেশরে জামাত শিবির রাজাকার মুক্তিযোদ্ধা কইয়া দেশটারে বিভক্ত কইরা রাখছিছ শালা শুয়োরের পালের দল!!

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫২

নহে মিথ্যা বলেছেন: সহমত ভাই... সত্যি বলি... যখন আস্তিক নাস্তিক বলে কথা উঠল তখন ভুলেও স্বীকার করতাম না আমি ব্লগ লেখার সাথে জড়িত... কেমন জানি নিজেকেই ছোট মনে হত... :(

নিজ স্বার্থে এরা মানুষকে বিভক্ত করে... নিজ স্বার্থে নিজেকে বাজারে নিলামো করে... এদের কোন মানবিক ধর্ম নেই... এরা শুধু পারে নিজের কথা ভাবতে... :(

তবে ভাই একটা প্রশ্ন??? :)
>> থাপ্পর দিয়া বিচি কেমনে গলাইবেন...?? :P
টেকনিকটা শিখলে আমিও কয়েক গুচ্ছ সাবালকের উপর চর্চা করতাম :D

৯| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০১

পথহারা নাবিক বলেছেন: গোপন টেকনিক সবাইরে শেখাই না!! প্রাইভেছি বলে একটা কথা আছে না। এক্স স্বর্ণার জন্য এই থেরাপী প্রযেয্য না!! তার জন্য চা বাগান থেরাপী!! এইটাও শেখানো যাবে না!!

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৩

নহে মিথ্যা বলেছেন: মনডা বেজায় কষ্টো পাইল... :(( :( :| ;) :D :)

১০| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪০

বুড়া ভাম বলেছেন: ভাই রেকর্ড হয় নাই এটাই মন্দের ভাল । বড় বাচা বেচে গেছি । তা না হলে এই আনন্দের বন্যায় তো ভেসে যেতাম ই সাথে আরও ১০ টি রেকর্ড করার জন্য লুঙ্গি গামছা খুলে ঝাঁপিয়ে পড়তাম ।


আর চিন্তা করেন ১০ টা রেকর্ড মানে ৯০*১০=৯০০ কোটি টাকা ।
তাই রেকর্ড হয় নাই চিন্তা করে মন খারাপ না করে আসেন আমরা আনন্দ করি ।

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯

নহে মিথ্যা বলেছেন: ১০০%*১০=১০০০% সহমত... :#)

১১| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৮

কলাবাগান১ বলেছেন: সেই ৭১ সন থেকেই জামাতিদের ফিজিক্যাল ভায়োলেন্সের থ্রেট দেখে আসছি...... গা সওয়া হয়ে গেছে.....

নাংগা তলোয়ার নিয়ে কখন আসবেন........

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৮

নহে মিথ্যা বলেছেন: ১৯৭১ সালে জামাত ছিল না...

১২| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৮

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটা চুটকি আছে যে : "হুতাশে হুতের বৌ হুন্দাইলে নাতি কোলে লওন যাইত নো".

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৮

নহে মিথ্যা বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১১

পথহারা নাবিক বলেছেন: @কলাবাগান১ তুই কি রাজাকার নাকি মুক্তিযোদ্ধা নাকি প্রত্যক্ষদর্শী!! নাকি দাদাদের দেশে পালিয়েছিলি। তোর মন্তব্য শুনে তোকে পুটু মারা দেবো!!

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৯

নহে মিথ্যা বলেছেন: ভাই বাদ দেন... আন্দাজে কি বলতেছে নিজেও জানে না... বেকুবদের সাথে তর্ক করাই বোকামি...

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৭

মদন বলেছেন: রেকর্ড কি হলোই না নাকি যুক্ত করার প্রসেস চলছে?

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৮

নহে মিথ্যা বলেছেন: হয় নি... :(

১৫| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:

বাংলাদেশই একমাত্র হতভাগ্য দেশ, যে দেশের জনগনের একটি অংশ নিজ দেশের বিরুদ্ধে অবস্থান।

১। জাতীয় সংগীত মন থেকে মানে না,
বলে 'হিন্দুয়ানি সঙ্গীত'।
জাতীয় সংগীতের অনুষ্ঠান হলে সেখানে অংশগ্রহন করে না, বরং অসম্মান করার ছুতা খুজে।

২। ১৬ ই ডিসেম্বরের বিজয় কে বলে ভারতের বিজয়!

৩। স্বাধিকার আন্দোলনের মুল নেতা বঙ্গবন্ধুকে মানে না, বঙ্গবন্ধু উচ্চারণ করতেই লজ্জা পায়। জাতীর পিতাকেও মানে না। সদ্য মুক্তিযুদ্ধে বিজয়ী পক্ষের সরকার গঠন প্রকৃয়াকে স্বীকার করতে চায় না
বলে অবৈধ প্রধানমন্ত্রী।

৪। মুক্তিযুদ্ধকেও মানতে চায় না। বলে শত্রুরা মুক্তিযুদ্ধে বেশী লোক মারে নাই, যুক্তি দেখায় ... অল্প কিছু মেরেছে!

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৭

নহে মিথ্যা বলেছেন: ভাই একটু শুধরে দেই...

০১) জাতীয় সংগীত মানে না অনেকা কারন তাদের যুক্তি, সারা বিশ্বে আমরাই একমাত্র দেশ যারা তাদের জাতীয় সংগীতে নিজের দেশের নাম এক বারের জন্যও উচ্চারন করি না।
এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই...

০২) ১৬ই ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস বলে একমাত্র ভারতীয়রা অথবা তাদের অন্ধভক্ত কিছু বাংলাদেশিরা।

০৩) যুদ্ধের আগে শেখ মুজিবর রহমানকে মানে কিন্তু তারপরে শেখ মুজিবর রহমানের কর্মকান্ড তাদের বাধ্য করে এরকম মহান নেতার বিরুদ্ধে কথা বলতে। আর ভাই মুক্তি যুদ্ধের পরেই যে সরকার গঠন করা হয় সেই সরকারকে সকলেই গ্রহন করেছিল। কিন্তু তাদের কর্মকান্ডের জন্য পরে সকলেই ক্ষিপ্ত ছিল।

০৪) ডান পন্থিরা মুক্তি যুদ্ধ চলাকালীন সময়েই বলেছিল এটা দুই কুত্তার মারামারি। তারা কখনই মানে নাই। এই কথাটা সম্ভাবত আপনাদের নেতা ইনু বলেছিল। আর কত লোক মেরেছে তার সঠিক হিসাব করা তৎকালীন সময় ছিল একটা অসম্ভব বিষয় তারপরেও নিরাস্ত্রদের হত্যাযজ্ঞ যে চলেছে তা অনস্বীকার্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.