নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব... নচেত চুপ থাকিব...

সত্য তখনই দাম পায়, যখন তার পাশে মিথ্যা নামক অদৃশ্য বস্তুটি স্থান পায়......

নহে মিথ্যা

নহে মিথ্যা › বিস্তারিত পোস্টঃ

আরেকটু সহায়তা প্রয়োজন :(

০২ রা মে, ২০১৪ রাত ১০:৫০





এর আগেও সাহায্য চেয়ে সামুতে পোষ্ট দিছিলাম। সত্যি কথা বলতে তেমন কোনই সাড়া পাই নাই। কোনই সাড়া পাই নাই।



তারপরেও হাল ছাড়ি নাই, ৬০% অগ্নিদগ্ধ তাসিনের জন্য রক্ত জোগাড় করতে সীমার সবটুকু দিয়েই করেছি। আজ আল্লাহর অশেষ রহমতে তাসিন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে, বর্তমানে তার শরীরের ৩৬% অগ্নিদগ্ধ অবস্থায় আছে। তাসিনের মা মারা গেছে তারই পাশের বিছানাতে কিন্তু তাসিন এখনও কিছু জানে না, এমনকি এখন পর্যন্ত মুখ দিয়ে সে খেতে পারে না।



ইনশাল্লাহ সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত যতটুকু পারি করব। তবে সমস্যা প্রচুর রক্ত দরকার। এই রক্ত জোগাড় করা যে কেমন কঠিন কাজ তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কথায় আছে, "টাকা হলে বাঘের দুধ মেলে", কিন্তু সমস্যা হচ্ছে প্রতিদিন যে পরিমান অর্থ প্লাটিলেট আলাদা করার জন্য খরচ করা হচ্ছে তা তাসিনের পিতার পক্ষে টানা বেশ কষ্টোকর। তারপরেও পিতা কোনদিন পারে না তার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে। সে তার সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু সব কিছুর সীমা আছে, তার এই অর্থ জোগাড় করারও সীমা আছে।



তাই যদি কেউ নিজের রক্ত দান করেন তাহলে খরচের পরিমান একটু হলেও কমবে। অর্থ চাই না, চাই আপনার অনুদানের কিছু রক্ত। এটুকু সাহায্য কি করবেন না???



মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ রাত ১২:৪৫

নাসরিন চৌধুরী বলেছেন: আশা করি আপনার ডাকে কেউনা কেউ সাড়া দেবে ।মানবিক কাজগুলোতে আমরা যেন উদার হই ।

২| ০৩ রা মে, ২০১৪ রাত ১:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ মহৎ কাজের জন্য। যতটুকু পারবো করার চেষ্টা করবো।



সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
মানুষ মানুষের জন্য।

৩| ০৩ রা মে, ২০১৪ সকাল ৮:৪৫

এ কে এম রেজাউল করিম বলেছেন: আপনার প্রচেষ্টার প্রতি সম্মান জানাচ্ছি।

৪| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৫০

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: আপনার প্রচেষ্টাকে ধন্যবাদ। রক্তের সন্ধান পেলে জানাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.