নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব... নচেত চুপ থাকিব...

সত্য তখনই দাম পায়, যখন তার পাশে মিথ্যা নামক অদৃশ্য বস্তুটি স্থান পায়......

নহে মিথ্যা

নহে মিথ্যা › বিস্তারিত পোস্টঃ

রুনির ডিজাইন করা মটরসাইকেল

৩০ শে মে, ২০১৪ রাত ১০:০৩





ইংলিশ প্রমিয়ারলীগ দেখেন কিন্তু "ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড" ফুটবল দলকে চেনেন না এমন কেউ আছে বলে আমার মনে হয় না। আর এই দলের সব থেকে নাম করা এবং সফল স্ট্রাইকারের নাম হল "ওয়েন রুনি" (Wayne Rooney)। ষ্ট্রাইকার হিসেবে বেশ নাম করা এই খেলোয়ারের মটরসাইকেল বা বাইক এর প্রতি যে ফুটবলের মতই আকর্ষন রেয়েছে তা হয়ত অনেকেরই অজানা। তবে এক্ষেত্রে তিনি শুধু বাইক কিনেই ক্ষান্ত হন নাই বরং নিজেই ডিজাইন করে ফেলেছেন একটি বাইকের। আর আমাদের আজকের আলোচনার বিষয় এই বাইক কে ঘিরে।



শুরুটা হয়েছিল ২০১২ সালে, এসময় হঠাৎ করেই রুনি সিদ্ধান্ত নেন যে তিনি বাইক ডিজাইন করবেন আর তা করবেন সম্পূর্ন নিজের মত করে। এর জন্য তিনি যোগাযোগ করেন বিখ্যাত ড্যানিশ বাইক নির্মাতা "লীগ জ্যান্সন" (Lauge Jensen) এর সাথে। তারপর এই বিখ্যাত বাইক নির্মাতা কম্পানির সহযোগিতায় একদম নিজের মন মত তৈরি করে ফেলেন রুনি জীবনের প্রথম ডিজাইন করা বাইকটি।







এখন আপনার নিশ্চয়ই ভাবছেন, নিজের ডিজাইন করা বাইক নিয়ে বেশ আয়েশ করেই ঘুরে বেড়িয়েছেন রুনি। কিন্তু ঘটনা একদম উল্টা। তিনি এই বাইকটি নিজের জন্য ডিজাইন করেননি। তিনি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলেন এই বাইকটি তিনি নিলামে বিক্রি করবেন।



ঠিক সেই কাজটি করলেন তিনি। আর বাইকটি নিলামে উঠানোর পরে ৬৬,০০০ মার্কিন ডলার বা ৫০,০০০ ইউরোতে নিলাম হয়ে যায় বাইকটি। বাইকের দামেই শুধু বিস্ময়ের ইতি টানলে হয়ত বেপারটা শেষ হয়ে যেত, কিন্তু না আরো কিছু বিস্ময়ের বাকি ছিল। রুনির জীবনের প্রথম ডিজাইন করা বাইকের নিলামে প্রাপ্ত সকল অর্থ তিনি দান করলেন KidsAid নামক এক সংস্থায়। এদের কাজ হল অসুস্থ শিশুদের সেবা যত্ন করা। রুনির এই দান করা অর্থ হয়ত কোন এক অসুস্থ শিশুর জীবন বাঁচাবে। আমাদেরও উচিৎ নিজ নিজ সাধ্য অনুযায়ী অন্যদের সহায়তা করা।







এবার একটু বাইকটির বর্ননা দেওয়া যাক। প্রথমেই আসি এর তেল ট্যাংকে। এখানে আঁকা হয়েছে ম্যনাচেষ্টার ইউনাইটেডে রুনির জার্সির ছবি। আর তার উপর রয়েছে রুনির স্বাক্ষর।









রুনির স্বাক্ষর সম্বলিত সিটের কভার।







একদম পিছনে রুনির একটি ছবি দেওয়া হয়েছে। এটি হচ্ছে ২০১২ সিজনের রুনির করা "Best Goal Of The Season" এর পরের অভিব্যাক্তি।







একটি টাইটেনিয়াম রড দিতে তৈরি ওয়েন রুনির সিম্বল "WR 10", যেখানে আছে ২১ টি কাল হীরা এবং একটি সাদা হীরা আছে।











লেখাটি প্রথম লিখেছিলামঃ বুধবার, ৬ মার্চ, ২০১৩

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৪ রাত ১০:১৭

সুমাইয়া আলো বলেছেন: বরাবরের মত নাইস পোস্ট। :)

৩১ শে মে, ২০১৪ দুপুর ১:২২

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ :D :D

২| ৩১ শে মে, ২০১৪ ভোর ৪:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

রুনির অজানা কিছু জানানোর জন্য ধন্যবাদ।
৩য় ভালোলাগা!!!

৩১ শে মে, ২০১৪ দুপুর ১:২১

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ :) কিছু জানাতে পেরেছি বলে ভাল লাগছে :)

৩| ৩১ শে মে, ২০১৪ ভোর ৪:৪১

সকাল হাসান বলেছেন: ম্যান ইউ আমার প্রিয় ক্লাব।
আর রুনি আমার প্রিয় খেলোয়াড়গুলোর একজন।

আপনার পোষ্টটা মন ভরিয়ে দিল।

৩১ শে মে, ২০১৪ দুপুর ১:২০

নহে মিথ্যা বলেছেন: ম্যান আমার প্রিয় না হলেও রুনি ঠিকই প্রিয়... স্পেসালি যখন ডি-বক্সের মধ্যে বল নিয়ে মাইক্রোসেকেন্ডে ঝড়ের বেগে দৌড় দেয়... :D

৪| ৩১ শে মে, ২০১৪ ভোর ৫:৫৭

প্রবাসী পাঠক বলেছেন: রুনির এই মহৎ কাজের জন্য অনেক শ্রদ্ধা রইল রুনির জন্য। পোস্টে ভাল লাগা রইল।


এবার একটু বাইকটির বর্ননা দেওয়া যাক। প্রথমেই আসি এর তেল ট্যাংকে। এখানে আঁকা হয়েছে ম্যনাচেষ্টার সিটিতে রুনির জার্সির ছবি। আর তার উপর রয়েছে রুনির স্বাক্ষর।

পোস্টের এই জায়গায় ম্যনাচেষ্টার ইউনাইটেড এর বদলে ম্যনাচেষ্টার সিটি হয়ত টাইপ করেছেন। সময়করে এডিট করে নিবেন নহে মিথ্যা ভাই।

৩১ শে মে, ২০১৪ দুপুর ১:১৯

নহে মিথ্যা বলেছেন: ভুল হয়ে গেছে... সিটি আবার আমার প্রিয় ক্লাব কিনা :P

ভুল ধরিয়ে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৫| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১:৪০

মুদ্‌দাকির বলেছেন: দারুণ

৩১ শে মে, ২০১৪ দুপুর ১:৪৩

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ :)

৬| ৩১ শে মে, ২০১৪ দুপুর ২:০৭

ডি মুন বলেছেন: বাহ, দারুণ ব্যাপার তো

৩১ শে মে, ২০১৪ দুপুর ২:৪০

নহে মিথ্যা বলেছেন: হুম তা ঠিক বলেছেন...

৭| ৩১ শে মে, ২০১৪ দুপুর ২:২২

চেয়ারম্যান০০৭ বলেছেন: নাইস

৩১ শে মে, ২০১৪ দুপুর ২:৪১

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ :)

৮| ৩১ শে মে, ২০১৪ দুপুর ২:৫৫

হাসান মাহবুব বলেছেন: মোটরবাইক ডিজাইন করা তো ইঞ্জিনিয়ারদের কাজ। সে শুধু বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধির ব্যাপারে কাজ করেছে মনে হয়। তবে জিনিসটা জোস হৈছে।

৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:০৪

নহে মিথ্যা বলেছেন: Lauge Jensen বাইক কম্পানির প্রতক্ষ সহযোগিতায় বাইক ডিজাইন করেছেন... আমি এই কথা উল্লেখ করছি... আর অবশ্যই ইঞ্জিন বানানো বা ডিজাইন করা ইঞ্জিনিয়ার বাদে কারো পক্ষে সম্ভব নয়।

৯| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

বউবেষ্ট বলেছেন: good editing, beautiful PHP works! i like it - respect to you!!

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ... :)

১০| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

বউবেষ্ট বলেছেন: good editing, beautiful PHP works! i like it - respect to you!!

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

নহে মিথ্যা বলেছেন: একই মতামত আবার কেন...??? #:-S #:-S #:-S

১১| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

বউবেষ্ট বলেছেন: good editing, beautiful PHP works! i like it - respect to you!!

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

নহে মিথ্যা বলেছেন: একই মতামত আবার কেন...??? #:-S #:-S #:-S

১২| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

বউবেষ্ট বলেছেন: good editing, beautiful PHP works! i like it - respect to you!!

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

নহে মিথ্যা বলেছেন: একই মতামত আবার কেন...??? #:-S #:-S #:-S

১৩| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

বউবেষ্ট বলেছেন: good editing, beautiful PHP works! i like it - respect to you!!

৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

নহে মিথ্যা বলেছেন: একই মতামত আবার কেন...??? #:-S #:-S #:-S

১৪| ৩১ শে মে, ২০১৪ রাত ৮:১১

মদন বলেছেন: সুপাররররররররররররররররর

০১ লা জুন, ২০১৪ রাত ১:৪৬

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদ :D

১৫| ৩১ শে মে, ২০১৪ রাত ১১:০২

আমি কাল্পনিক সজল বলেছেন: ভালো লাগলো বিষয় টা জেনে :)

০১ লা জুন, ২০১৪ রাত ১:৪৭

নহে মিথ্যা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল :)

১৬| ০১ লা জুন, ২০১৪ রাত ১২:৪৯

বউবেষ্ট বলেছেন: may be i have done some mistack. but i had send only one! would you please delay the others!? 3rd Party is samu ownself! i do not know!!!

০১ লা জুন, ২০১৪ রাত ১:৪৮

নহে মিথ্যা বলেছেন: sorry can't delay your comment...
By 3rd party what did you mean???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.