নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব... নচেত চুপ থাকিব...

সত্য তখনই দাম পায়, যখন তার পাশে মিথ্যা নামক অদৃশ্য বস্তুটি স্থান পায়......

নহে মিথ্যা

নহে মিথ্যা › বিস্তারিত পোস্টঃ

২য় বিশ্ব যুদ্ধের সময় ব্যাবহৃত খাট

০৩ রা জুন, ২০১৪ দুপুর ১২:৫৩

২য় বিশ্ব যুদ্ধের সময় জার্মানি বিমান বাহিনী যখন V-1 নামক বোম গুলি ব্যাবহার করা শুরু করে তখন তা সাধারন জনগনের জন্য বেশ আতংকের কারন হয়ে দাঁড়ায়। কেননা, এই বোমের আগাতে নিমিষেই ধুলায় মিশিয়ে যেতে থাকে সাধারন মানুষদের বাড়ি ঘর, আর ধ্বংস স্তুপে । এই বোমের হাত দিয়ে সাধারন জনগনকে বাঁচাতে UK এর সরকার অদ্ভুদ খাট বিতরন শুরু করে। এই খাট ব্যাবহারের ফলে সাধারন জনগন এই বোমের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয় UK সরকার। পরিসংখ্যান ঘটলে জানা যায়, মোট ৪৪ টি বাড়িতে ব্যাবহার করা এই খাট, ১৩৬ জন লোক ব্যাবহার করে এই খাট, যার মধ্যে বোমার আঘাতে মারা যায় মাত্র ৩ জন আর গুরুতর ভাবে আহত হয় ১৩ জন আর সামান্য আহত হয় মাত্র ১৬ জন। বলাই বাহুল্য এই খাট যে কারনে বানানো হয়েছিল সে কাজ এই খাট যতার্থ ভাবেই পালন করতে সক্ষম হয়।



আসুন তাহলে এবার দেখে নেওয়া যাক এই খাটের কিছু ছবি,

























লেখাটি প্রথম পোষ্ট করেছিলামঃ শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৩

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:০০

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: আগে কখন দেখি নাই।

০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:০৯

নহে মিথ্যা বলেছেন: এই কারনেইতো দিলাম... :)

২| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:১১

কেএসরথি বলেছেন: আজকাল এসবের দরকার আছে।

০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:১৫

নহে মিথ্যা বলেছেন: বাংলাদেশে মনে হয় দরকার নেই... যা হয় সব রাস্তা ঘাটেই হয়... বাড়ির ছাদে কিছু হয় না... :P
তবে বৌয়ের ছোড়া জিনিষ থেকে বাচতে বেশ কাজে দিবে... =p~ =p~ =p~

৩| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ১:৫৭

কেএসরথি বলেছেন: ভেবে দেখুন বোমা না পড়ুক, মাথায় ছাদ তো ভেংগে পড়ছে।

০৩ রা জুন, ২০১৪ রাত ৯:০৫

নহে মিথ্যা বলেছেন: তা অবশ্য ঠিক... :(

৪| ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৩:১৬

শের শায়রী বলেছেন: অভিনন্দন ভাই সম্পূর্ন অজানা ব্যাপারটা কে জানানোর জন্য

০৩ রা জুন, ২০১৪ রাত ৯:০৬

নহে মিথ্যা বলেছেন: :) নতুন কিছু জানাতে পেরেছি জেনে ভাল লাগছে :)

৫| ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৪:৪৫

হারানো পথ বলেছেন: নতুন কিছু জানলাম! দারুন !!!

০৩ রা জুন, ২০১৪ রাত ৯:০৮

নহে মিথ্যা বলেছেন: :)

৬| ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৫:৫৮

নীল জোসনা বলেছেন: এতো আজব জিনিসের আইডিয়া কই পান ?

|-) |-) !:#P !:#P

আমরা অজানা কিছু জানতে পারি এজন্য ধন্যবাদ ।

০৩ রা জুন, ২০১৪ রাত ৯:০৯

নহে মিথ্যা বলেছেন: আসলে আজব জিনিষের অভাব নাই... :D

৭| ০৩ রা জুন, ২০১৪ রাত ৯:২০

সুমন কর বলেছেন: গুড পোস্ট।

০৩ রা জুন, ২০১৪ রাত ১০:৪৪

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ... :)

৮| ০৩ রা জুন, ২০১৪ রাত ১০:২০

রাতুল_শাহ বলেছেন: সুন্দর জিনিস জানলাম।

০৩ রা জুন, ২০১৪ রাত ১০:৪৫

নহে মিথ্যা বলেছেন: জানাতে পেরেছি জেনে ভাল লাগছে :)

৯| ০৩ রা জুন, ২০১৪ রাত ১০:৫২

হাসান মাহবুব বলেছেন: মেকানিজমটা ব্যাখ্যা করলে ভালো হতো।

০৩ রা জুন, ২০১৪ রাত ১১:০৩

নহে মিথ্যা বলেছেন: শক্ত খাট... শক্ত লোহা... বাড়ি ভেংগে পরলেও খাটের মধ্যে সবাই মোটামুটি অক্ষত থাকত... :)

১০| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ২:২০

স্নিগ্ধ শোভন বলেছেন:


ঢাকা শহরের জনগণের জন্য এই খাট খুবই দরকারি। ভূমিকম্পে কোনদিন সব বিল্ডিং ঝরে পড়ে বলা যায়না।

০৪ ঠা জুন, ২০১৪ রাত ২:২২

নহে মিথ্যা বলেছেন: আল্লহ না করুন এমন কোন দিন হোক... :( :||

১১| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ২:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন: আমার জন্য একটা খাট ওয়াডার করেন :)

০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১২:৩৩

নহে মিথ্যা বলেছেন: =p~ বাংলাদেশ থেকে বানালে রাস্তায় বসানো কাটা গুলির মত অবস্থা হবে... শেষে দেখা যাবে ভবন ধ্বসে না আপনি খাট ধ্বসে মারা গেছেন =p~ =p~

১২| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন: :D :D :D
কথা কিন্তু খারাপ বলেন নাই। সম্ভবনা উড়িয়ে দেয়া যায় না।

০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:০৮

নহে মিথ্যা বলেছেন: B-)) B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.