নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব... নচেত চুপ থাকিব...

সত্য তখনই দাম পায়, যখন তার পাশে মিথ্যা নামক অদৃশ্য বস্তুটি স্থান পায়......

নহে মিথ্যা

নহে মিথ্যা › বিস্তারিত পোস্টঃ

আমাগো ক্রিকেট কোচের ইতিহাস

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৮





আমাগো কোচের কোচ হিসেবে ইতিহাসঃ

● কোচ Chandika Hathurusingha (বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ) তার কোচ জীবন শুরু করে ২০০৫ সালে UAE এর ৩য় শ্রেনীর দলের কোচ হিসেবে...

● এরপরে ২০০৯ সালে শ্রীলংকার জাতীয় টিমের সিনিয়র এসিস্টেন্ট কোচ হিসেবে ৩ বছরের চুক্তি করে, কিন্তু জুন ২০১০ এ তাকে এই দ্বায়িত্য থেকে সরিয়ে দেওয়া হয় নিয়ম ভংগের অভিযোগে...

● এর পরে সে অষ্ট্রেলিয়ায় চলে যান নিজের দেশ ছেড়ে চিরতরে...

● ২০১১ সালে Canadian National Cricket Team এর কোচের উপদেষ্টা হিসেবে নিয়োগ পায়...

● একই বছর New South Wales এ সহকারি কোচ হিসেবে যোগ দান করেন এবং ২ বছরের জন্য চুক্তি করেন

● কিন্তু এখানেও প্রধান কোচের অভিযোগের কারনে তাকে এক বছর পূরন হবার আগেই তাকে তার দ্বায়িত্য থেকে সরিয়ে দেওয়া হয়...

● এরপরে... ২০১৪ সালে তাকে নিয়োগ করা হয় বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে!!!!



●●● কথা হচ্ছে তিনি কোন যোগ্যতায় বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পেলেন???



●●● আসল কথা লোটা আর পাপ্পুর অধীনে কোন ভাল মানের কোন বাংলাদেশে আসতে চায় না।



●●● এই কুত্তা Chandika Hathurusingha এর থেকে বাংলাদেশের Aminul Islam Bulbul অনেক ভাল মানের কোচ।



●●● কোচের থেকে যদি খেলোয়ারের মান ভাল হয় তাহলে কেন সেই খেলোয়ার কোচের কথা মত চলবে? যেখানে খেলোয়ার এটা সহজেই বুঝবে যে এই কোচ তার খেলার মান কমানো বাদে আর কিছুই করতে পারবে না।







●●● আর উপরে সংযুক্ত ছবিটিতে সাকিব আর এই কুত্তা কোচে খেলার হিসাব দেওয়া আছে।



সর্বশেষে একটা কথা কমুঃ ❝পাপ্পু can't dance sala❞







তথ্য সুত্রঃ গুগলের ছোট ভাই উইকি :)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:১২

সুমন কর বলেছেন: Chandika Hathurusingha এর থেকে বাংলাদেশের Aminul Islam Bulbul অনেক ভাল মানের কোচ।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৯

নহে মিথ্যা বলেছেন: ভাই ঘটনা সত্য আমার কাছে তথ্য আছে... B-))

২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৫

প্রবাসী পাঠক বলেছেন: Chandika Hathurusingha এর থেকে বাংলাদেশের Aminul Islam Bulbul অনেক ভাল মানের কোচ।

আপনার কথার সাথে একমত। কিন্তু Chandika Hathurusingha কে কুত্তা কেন বলতে হল তা বুঝলাম না।


কোচের থেকে যদি খেলোয়ারের মান ভাল হয় তাহলে কেন সেই খেলোয়ার কোচের কথা মত চলবে? যেখানে খেলোয়ার এটা সহজেই বুঝবে যে এই কোচ তার খেলার মান কমানো বাদে আর কিছুই করতে পারবে না।

এই লাইনগুলোর সাথে সম্পূর্ণ দ্বিমত। টেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিং দের যারা কোচিং করিয়েছেন তারা খেলোয়াড় হিসাবে কখনোই টেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিং এর চেয়ে ভালো ছিলেন না।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৭

নহে মিথ্যা বলেছেন: হে হে ধন্যবাদ মন দিয়ে পড়েছেন তাই...

সাকিব দেশের হয়ে খেলা ছেড়ে দিবে এই কথা কে জানিয়েছিল BCB কে? মনে করে দেখেন তাহলে বুঝে যাবেন কেন কুত্তা বলছি কুত্তারে... :)

বাংলায় একটা কথা আছে... "ভাল ছাত্র যে ভাল শিক্ষক হবে এমন নিশ্চয়তা নাই"... টেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিং দের স্বর্ন যুগে যারা কোচ ছিল তাদের ইতিহাস দেখেন... খেলোয়ার হিসেবে যদিও সর্বেসর্বা ছিল না কিন্তু একদম ফেল্ডুও ছিল না... আর কোচ হিসেবে তারা টেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিং দের কোচিং করিয়ে নাম কামায় নায় বরং তার আগেই কামিয়েছে... মানে আগে বিশ্ব দরবারে ভাল কোন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তারপর তারা এসেছে...

আরেকটু ব্যাখ্যা করি... Pep Guardiola কিন্তু খুব নাম করা খেলোয়ার না হলেও ক্লাব ফুটবল খেলেছে বার্সালোনায়... আর বার্সায় যে ফাউল কোন ফুটবলার খেলার সুযোগ পায় না তা নিশ্চয়ই জানেন... আর কোচ হিসেবে কেমন নাম কামিয়েছে তা বুঝতেই পারছেন... কোচ হবার পরে কিন্তু ঐ কুত্তার মত কোথাও হতে বিতারিত হয় নাই... কোচ হিসেবে বরাবরই ভাল ছিল...

কিন্তু কুত্তাডার রেকর্ড খেলোয়ার হিসেবেও ভাল না আর কোচ হিসেবেতো কোন কথাই নাই... ফেল্ডু মাষ্টার... এটা তার প্রথম প্রধান কোচের দ্বায়িত্য...

আর কুত্তাডা আইসাই সাকিবের বিরুদ্ধে প্যাচ লাগায় দিছে... এখন কন কুত্তাডারে কুত্তা কমু না কেন???

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৮

নহে মিথ্যা বলেছেন: কোচ*

৩| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২০

প্রবাসী পাঠক বলেছেন: Chandika Hathurusingha এর যোগ্যতা নিয়ে আমার মনেও প্রশ্ন আছে। কিন্তু সে তো জোর করে কোচের আসনটি নেয় নি। তাঁকে যারা নিয়োগ দিয়েছে আমি বরং তাদের গালি দেবার পক্ষপাতি। তাই আপনাকে প্রশ্নটা করেছি।

কোচিং এ ভালো খেলোয়াড় ছিলেন না কিংবা আন্তর্জাতিক ম্যাচে রেকর্ড শূন্য অনেকেই কিন্তু লিজেন্ডারি কোচের মর্যাদা পেয়েছেন। জন বুকানন এমন একটি উদাহরণ।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৯

নহে মিথ্যা বলেছেন: প্রথম অংশের প্রতি উত্তর...

●●● কথা হচ্ছে তিনি কোন যোগ্যতায় বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পেলেন???

●●● আসল কথা লোটা আর পাপ্পুর অধীনে কোন ভাল মানের কোন বাংলাদেশে আসতে চায় না।

২য় অংশের প্রতি উত্তর...

বাংলায় একটা কথা আছে... "ভাল ছাত্র যে ভাল শিক্ষক হবে এমন নিশ্চয়তা নাই"... শিক্ষাকতায় এসে শিক্ষক হিসেবে মূলত নাম কামায়... এখানে বর্তমান কোচের অতীত ইতিহাস কোচ হিসেবেও ভাল না... মানে কোচ হিসেবেও তার কোন নাম নাই...

৪| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪২

মুদ্‌দাকির বলেছেন: ষড়যন্ত্রের স্বীকার সাকিব :( :( :( :( :(

১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

নহে মিথ্যা বলেছেন: ১০০% সত্যি... :(

৫| ১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: অবশ্যই বুলবুল তার চেয়ে ভাল কোচ এবং ক্রিকেটার। এবং তাকে কাজে লাগানো হচ্ছে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.