নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব... নচেত চুপ থাকিব...

সত্য তখনই দাম পায়, যখন তার পাশে মিথ্যা নামক অদৃশ্য বস্তুটি স্থান পায়......

নহে মিথ্যা

নহে মিথ্যা › বিস্তারিত পোস্টঃ

বাঁচিয়ে ফেললাম ১.৫-১.৮ লক্ষ টাকা B-)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১





টাকার পরিমান শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, তাই না? পরিমাণটাও তো কম না ১ লক্ষ ৫০ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা বলে কথা। আর এই পরিমান অর্থ খরচের হাত থেকে বাঁচিয়ে ফেলাটাতো আর চাট্টিখানি কথা না, তাই না? আজ আপনাদের আমার এই অর্থ বাঁচানো কথাটাই বলব।



যাহোক আমার কথা গুলি শুরু করার আগে আপনাদের আমার পূর্বের একটা লেখা একটু পড়াবো, কেননা তা না হলে হয়ত আপনাদের আমার কথা গুলি বুঝতে বেশ বেগ পেতে হতে পারে।



পূর্বের লেখাঃ Click This Link







আগের লেখাটি পরে আসলে এই ছবির যথার্থতা খুব ভাল মতই বুঝতে পারবেন। /:)



কিন্তু তারা কি ভুলে গেছে, 'মোরা হইলাম ডিজিটাল যুগের পোলাপান' B-)



ভক্কর-চক্কর বুঝাইবো আর তাই বুইঝা মোরা ঘোল খামু... না তা তো হতেই পারে না... হতে দেওয়াই যাইব না... তাইলে কেমনে কি ডিজিটাল পোলাপান হইলাম মোরা...!!??



যাহোক আমার অভ্যাসগত কারনে মাথার মধ্যে কিছু ঢুকলে তা আর বের হয় না, তাই ব্যাস্ততার মাঝেও এই ডিজিটাল ভাওতাবাজিদের পাশ কাটিয়ে নিজের কাজ সাধনের উপায় খুঁজতে থাকি। আর খুব বেশি দেরি যে করা লাগে নাই তা নয়, গুগল মামাকে ক্লান্ত করে ফেলেছিলাম, বেচারা মানুষ হইলে নির্ঘাত আমারে পিটাইতো, বিনা পয়সায় যে পরিমান খাটাইছি তার মাইক্রোন পরিমান আমাকে কেউ কোন দিন খাটাতে পারে নাই... :P

যাহোক এ আমার সফলতা না বলে গুগল মামার খাটাখাটনির সফলতা বললে যে খুব একটা ভুল হবে না তা স্বীকার করে নিতে আমার কোন দ্বিধা নেই। ;)



শেষমেশ আল্লাহ-পাক-রাব্বুল আলামীনের অশেষ রহমত ও দয়ায় ঐ ডিজিটাল ডাকাতদের ক্ষপ্পরে না পরে নিজেই বানিয়ে ফেলছি তিন খানা মনের মত এন্ড্রোয়েট এপ্লিকেশন।



আজ আপনাদের সাথে সেই তিনিটি এপ্লিকেশন শেয়ার করব। অবশ্যই আপনারা দেখবেন এবং আমাকে পরামর্শ দিবেন, কেননা নিজের ভুল ধরার ক্ষমতা সকলের মধ্যেই কম থাকে, আর আমার মধ্যে মনে হয় একটু বেশি কম আছে, তাই অবশ্যই সমালোচনা করবেন।



বিঃদ্রঃ আমি কোন IT Expert না তাই সমালোচনার সীমানা একটু সংযত রাখার অনুরোধ রইল। ;)



তাহলে ডাউনলোড করে দেখে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মতামতঃ



০১) আমার প্রথম এপের ডাউনলোড লিংকঃ http://www.appsgeyser.com/1370044



০২) এটা আমার অনলাইন রেডিও এপের ডাউনলোড লিংকঃ http://www.appsgeyser.com/1546516



০৩) এটা ৩য় এপের ডাউনলোড লিংকঃ http://www.appsgeyser.com/1369915



এবার তাহলে টাকার পরিমান একটু হিসাব করে দেখুন, একটা এপে তারা চেয়েছিল ৫০-৬০ হাজার আর এখানে তিনটা এপ, এবার একটু গুন করে দেখুন মশাই কত আসে।



যা হোক আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম :)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ওয়াও!! আপনিতো দারুণ জিনিয়াস।

অভিনন্দন আপনাকে অসাধারণ সফলতার জন্য।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫০

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ :D

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

দর্শণধারী বলেছেন: লিংকগুলা কাজ করছে না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১

নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ বলার জন্য ঠিক করে দিছি :D

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৯

সুমন কর বলেছেন: ভাইজান Scan QR code এ্যাপতো অনেক অাগেই অামার মোবাইলেই ছিল এবং অাছে !!! (ফ্রি ডাউনলোড করা)

চেষ্টায় সাধুবাদ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮

নহে মিথ্যা বলেছেন: ভাইজান এটা Scan QR code স্ক্যান করার কোন এপ না... ওখানে থেকে ডাউনলোড করেন... ওটা app store এর মত আরেকটা Store... /:)
কি বুঝলেন??? নাহ আপনি ডিজিটাল হইতে পারলেন না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.