নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈশিষ্ট্যহীন একজন মানুষ।

মোটা ফ্রেমের চশমা

বলার মতো কিছু হতে পারিনি এখনো

মোটা ফ্রেমের চশমা › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক চালান সহজেই

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

সামুতে যেসব ভাই-বোনরা ইতিমধ্যেই আছেন দীর্ঘদিন ধরে কিংবা যারা হাত উলটো করে ভাত খেতে পারেন তারা চাইলে এই পোস্ট ইগনোর করতে পারেন।

আপনি যদি ক্রোম, ইউসি অথবা টর্চ ব্রাউজার ব্যবহার করে থাকেন তাহলে খুব সহজেই একটি এক্সটেশন ইন্সটলের মাধ্যমে পুনরায় ফেবু জীবনে ফেরত যেতে পারেন। এই লিঙ্কে ক্লিক করুন আর যে কোন একটি এক্সটেনশন বেছে নিন আর Add To Chrome বাটনে ক্লিক করে নির্দেশনা অনুসরন করুন (ব্যক্তিগত ভাবে আমি Gom VPN ব্যবহার করি। যদিও এর মেয়াদ স্রেফ ১ ঘন্টা। আপনারা চাইলে অন্য এক্সটেনশন ইন্সটল করতে পারেন। যেমন- Unlimited Free VPN, DotVPN)।

আর মজিলা ফায়ারফক্স ব্যবহার করলে এই লিঙ্কে ক্লিক করুন আর এক্সটেনশন ইন্সটল করে নিন।

অ্যান্ড্রয়েড ইউজার হলে SuperVPN অ্যাপটি ব্যবহার করতে পারেন। যদি মোবাইলে UC Browser চালান তাহলে এইসব ভিপিএন-ফিপিএনের ক্যাচালে যাওয়ার দরকারই নেই। চোখ বন্ধ করে ফেবু সার্ফ করুন।

হ্যাপি ফেসবুকিং!

মন্তব্য ৩৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

শল্যবিদ বলেছেন: ধন্যবাদ

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ। আপনার কাজে দিলে আমার লেখা সার্থক হবে।

২| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

জাহিদ ২০১০ বলেছেন: ধন্যবাদ ভাই

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: শুকরিয়া জাহিদ ভাই।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

আব্দুল্যাহ বলেছেন: হুম, ধন্যবাদ।

১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আব্দুল্যাহ ভাই আপনাকেও ধন্যবাদ। আশা করি পোস্টটি কাজে দেবে আপনার।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

আসিফ তানজির বলেছেন: দরকার নাই

১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আমার পরিচিত কেউ-ই ঢুকতে পারছিলেন না। তাই সাময়িক সাহায্যের জন্য পোস্টটি করেছি। ধন্যবাদ কমেন্টের জন্য আসিফ তানজির ভাই।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

আসিফ তানজির বলেছেন: লাগবে না

৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: কিছুদিন ফেইসবুক আসক্তি থেকে মুক্তি পেলে ভাল হতো না !!

১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আমরা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছি। দু-তিন ঘন্টা পর পর ফেবুর ডোজ না নিলে মাথা-বুকে ব্যাথা শুরু হয়ে যায় :P

৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

সুমন কর বলেছেন: ব্যবহার করি না....

১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: কি ব্যবহার করেন না ঠিক বুঝলাম না। ফেসবুক নাকি যে ব্রাউজার গুলোর নাম বললাম সেগুলো?

৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: তাহলে তো মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মত ফেইসবুকাসক্ত নিরাময় কেন্দ্রও খোলা দরকার মনে হচ্ছে !!

১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আমাদের নেত্রী তো নিরাময়কেন্দ্র না খুলে ড্রাগের উৎসই বন্ধ করে দিলেন! আমরা কতদিন সুস্থ থাকি কে জা্নে।

৯| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২২

লিও কোড়াইয়া বলেছেন: Thanks a lot.

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: You're welcome :)

১০| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০০

সাবুজ বলেছেন: যারা মোবাইলে চালায় তাদের জন্য কী ব্যাবস্থা ?

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আমি যদ্দুর শুনেছি, মোবাইলে UC Browser দিয়ে চালানো যায়। আর মেসেঞ্জার তো কাজ করছে অনেকেরই।

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আপনি SuperVPN অ্যাপটি ব্যবহার করতে পারেন।

১১| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

আরজু পনি বলেছেন:

আমিতো ভাবছিলাম থাক কিছুদিন ফেসবুকের নেশা থেকে মুক্তি পেলাম, যদিও ফেসবুকে তেমন সময় দেই না তবু্ও দিনে বেশ কয়েকবারই ঢুঁ দেয়া হয়।
কিন্তু আপনার লিংকগুলোর কোনটা কাজে লাগাতে চাই আমার কিছু লেখা উদ্ধার করতে...
আগাম ধন্যবাদ রইল ।

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আমার পোস্টটি আপনার কাজে দিলে খুশি হব :) আপনাকেও ধন্যবাদ।

১২| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

আহমেদ সজিব বলেছেন: ভাল লাগল

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল্লাগলো :D

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

সুপান্থ সুরাহী বলেছেন: হুমম! এই বুদ্ধি বাইর করার জন্য আপনি আবার সাতান্ন ধারায় কট খাইবেন না তো!

১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বুদ্ধি তো বাইর করসে সবাই আর আমি রাস্তা দেখাইয়া দিলাম। আপনাগো লেইগা নাহয় খাইলাম ৫৭ ধারায় ধরা :P

১৪| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০

শায়মা বলেছেন: আমার কোনো দরকারই নেই তবে আজ আমার স্কুলে সবার দুঃখ দেখে মরে যাই যাই অবস্থা আমার! :P

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: সমস্যা নেই শায়মাপু। শোক কমে আসবে কিছুদিন গেলেই :P

১৫| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯

ভেজাল মানুষ বলেছেন: আমি লুমিয়া ৯২০ ব্যবহার করি , আছে কোন উপায় ???????????????

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:২১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: দুঃখিত ভাই। উইন্ডোজ অ্যাপ সম্পর্কে তেমন জানি না। আপনি উইন্ডোজ অ্যাপ স্টোরে খুঁজে দেখুন সমগোত্রীয় কোন ভিপিএন অ্যাপ আছে কিনা। না থাকলে ম্যানুয়ালি কনফিগার করতে হবে।

১৬| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬

ডার্ক ম্যান বলেছেন: ধন্যবাদ বস।যদিও বেশকিছু দিন ফেসবুক থেকে দূরে আছি। তবু হয়তো ভবিষ্যতে কাজে লাগবে।

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ইয়েস বস! :) নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ত্রানা হালিম বলেছেন অবৈধভাবে ব্যবহারকারীদের উপর সরকার নজরদারি চালাচ্ছে :P :D
নিরাপত্তার বলিহারি!

১৭| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.