নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈশিষ্ট্যহীন একজন মানুষ।

মোটা ফ্রেমের চশমা

বলার মতো কিছু হতে পারিনি এখনো

মোটা ফ্রেমের চশমা › বিস্তারিত পোস্টঃ

★NSYNC: নব্বই দশকের অন্যতম উম্মাদনা

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৩



আমরা কম বেশি সবাই Backstreet Boys, Red Hot Chili Peppers, Green Day, Foo Fighters, Nirvana এর নাম অথবা গান শুনেছি। কিন্তু অনেকেই ★NSYNC গান গুলো শোনেনি। শুনলেও ব্যান্ডের নাম হয়ত জানে না। দুনিয়া কাঁপানো ব্যাকস্ট্রিট বয়েজ ব্যান্ডের জনপ্রিয়তায় ভাগ বসিয়ে বিশাল একটি অংশ ছিনিয়ে নিয়েছিল এই 'এনসিঙ্ক'।

নেপথ্যের কথাঃ

NSYNC এর পথচলা শুরু হয় ১৯৯৫ সালে। আমেরিকার অরল্যান্ডো, ফ্লোরিডায়। আমেরিকান ব্যান্ড হলেও নিজেরা আত্নপ্রকাশ করে জার্মানিতে। মেম্বাররা ছিলঃ Justin Timberlake, JC Chasez, Chris Kirkpatrick, Joey Fatone আর Lance Bass।
ব্যান্ডের শুরুটা হয় Chris Kirkpatrick আর ম্যানেজার Lou Pearlman এর হাত ধরে। BSB এর মেম্বারশিপ থেকে ছিটকে পড়ার পর Chris Kirkpatrick আর Lou Pearlman দুজনেই নতুন একটি ব্যান্ড গঠনে আগ্রহ দেখান যার ফলে তারা খুঁজতে থাকেন নতুন প্রতিভা। যার ফলে ব্যান্ডে আসে ক্রিসের সহকর্মী Joey Fatone, আজকের অন্যতম জনপ্রিয় পপতারকা Justin Timberlake সাথে JC Chasez আর সর্বশেষ সংযোজন Lance Bass (Jason Galasso এর যুক্ত হওয়ার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত হননি)।

ব্যান্ডের পথচলাঃ

১৯৯৬ সালে তারা সর্বপ্রথম সিঙ্গেল ট্র্যাক রিলিজ করে I Want You Back জার্মানিতে যা দ্রুত টপচার্টে জায়গা করে নেয়। ১৯৯৭ তে রিলিজ করে ★NSYNC নামের ডেব্যু অ্যালবাম যা জার্মান টপচার্টের শীর্ষস্থান দখল করে আর ইউরোপের অন্য দেশের চার্টেও ঈর্ষণীয় জায়গা দখল করে নেয়।


আমেরিকান ব্যান্ডের প্রকাশ ঘটে খোদ আমেরিকায় ১৯৯৮ সালে I Want You Back দিয়েই। এরপর ক্রিসমাস উপলক্ষে তারা রিলিজ করে Home for Christmas নামের অ্যালবাম যা প্রায় ২ মিলিয়ন কপি বিক্রি হয়।

তাদের পথচলা কিন্তু বাধাহীন ছিল না। '৯৮ সালে লু পার্লম্যানের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ে ব্যান্ডটি। অভিযোগ ছিল পার্লম্যান আয়ের প্রায় ৫০% রেখে দিতেন নিজের পকেটেই। আইনি জটিলতা মুক্ত হওয়ার পরে এনসিঙ্ক চুক্তিবদ্ধ হয় সনির প্রতিষ্ঠান Jive Records এর সাথে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের।

রেকর্ডের রেকর্ডঃ

২০০০ সালে রিলিজ হয় তাদের সবচাইতে ব্যবসা সফল অ্যালবাম No Strings Attached যা মুক্তির প্রথম দিনেই ১ মিলিয়ন কপি বিক্রি হয়। সপ্তাহ শেষে যা দাঁড়ায় রেকর্ড ব্রেকিং ২.৪ মিলিয়ন কপিতে আর বছর শেষে ৯.৯ মিলিয়ন!


২০০১ এ দেখা মেলে ৩য় অ্যালবাম Celebrity। এটি তাদের দ্বিতীয় ব্যবসা সফল অ্যালবাম যেটি প্রথম সপ্তাহেই বিক্রি হয় ১.৮ মিলিয়ন কপি! সেলিব্রিটি অ্যালবামের বিক্রিতে ভাটা পড়ে ১১ই সেপ্টেম্বরের হামলার কারনে। যে কারণে প্রথম অ্যালবামটিকে টপকাতে পারেনি বিক্রির দিক থেকে।


গ্রুপটি বছর পরিক্রমায় বেশ কিছু সফল ট্যুরে অংশ নেয়। যার মধ্যে ইউরোপিয়ান দেশগুলোতে প্রথমদিককার ট্যুর- For the Girl Tour, I Want You Back Tour, পরবর্তী PopOdyssey Tour, Celebrity Tour উল্লেখযোগ্য।

ভাঙনের গানঃ

'০২ এ তারা কিছুদিনের জন্য গানের জগত থেকে নিজেদের গুটিয়ে নেয়। ২০০৩ সালের দিকে তাদের নতুন অ্যালবাম আসার কথা থাকলেও আর আসেনি। পরের বছর জাস্টিন টিম্বারলেক গ্রুপ থেকে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন নিজের সলো ক্যারিয়ারের কথা ভেবে। জে.সি রিলিজ করেন নিজের ডেব্যু অ্যালবাম Schizophrenic। এরপরে ব্যান্ডের আরো দু-তিনটি অ্যালবাম প্রকাশ পেলেও তাতে ছিল না নতুন কোন গান। ২০০৭ সালে ল্যান্স অফিশিয়ালি জানিয়ে দেন যে ফ্যানরা আর নতুন গান পাবেন না তাদের কাছ থেকে।

শেষ কথাঃ

নব্বই দশকের আইকনিক ব্যান্ডের মধ্যে অন্যতম ছিল NSYNC। অষ্টাদশী তরুনীদের হৃদয়ে ঢেউতোলা নাচে আর গানে পারদর্শী জাস্টিনের কোঁকড়ানো চুল, জেসির-ল্যান্সের হ্যান্ডসাম চেহারা আর কন্ঠ দখল করে রেখেছিল অনেক গুলো বছর। তাদের ক্যারিয়ারে প্রায় ৫০ মিলিয়ন কপি অ্যালবাম বিক্রি হয় যা তাদের স্থান পাকাপোক্ত করে দেয় রেকর্ডবুকে।

২০১৩ সালের Michael Jackson Video Vanguard Award অনুষ্ঠানে NSYNC সর্বশেষ মিলিত হয় দেড় মিনিটের পারফরম্যান্সের জন্য।

সেরা কিছু গানঃ

1. Bye Bye Bye
2. It's Gonna Be Me
3. I Want You Back
4. Tearin' Up My Heart
5. I Drive Myself Crazy
6. Dirty Pop
7. Falling
8. Just Don't Tell Me That
9. Selfish
10. That Girl Will Never Be Mine
11. Tell me tell me...Baby
12. Girlfriend
13. I Will Never Stop
14. This I Promise You
15. For The Girl Who Has Everything

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭

blackant বলেছেন: MANY THANKS FOR GIVING ADDRESS of some GOOD SONG.

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: You're welcome :)

২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০০

বাংলার ফেসবুক বলেছেন: ওনাদের জন্য ২০০০ সালটাই সব চেয়ে ভাল।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ঠিক বলেছেন। আসলে ১৯৯৯-২০০০ সালটাই পশ্চিমা সঙ্গীত জগতের জন্য সেরা ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.