নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈশিষ্ট্যহীন একজন মানুষ।

মোটা ফ্রেমের চশমা

বলার মতো কিছু হতে পারিনি এখনো

মোটা ফ্রেমের চশমা › বিস্তারিত পোস্টঃ

ধুর ছাই! কি লিখি?

১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

ব্লগে নিয়মিত মানসম্পন্ন লেখা পোস্ট করাটা আমার কাছে একটা চ্যালেঞ্জের মত মনে হয়। গুচ্ছ ভাবনা অনেক কিছুই আসে মাথায় ক্ষণিকের জন্য। এলোমেলো কিছু ভাবনা। কিছু মজার, কিছু বোরিং দেশ উদ্ধারমূলক কিংবা কিছু বিষন্নতায় ভারাক্রান্ত। কি-বোর্ডে আঙ্গুল রাখতে রাখতেই ভাবনা গুলো কেটলির বাষ্পের মত উড়ে যায় বেশিরভাগ সময়ই।

আমি লিখব, কিন্তু কি লিখব জানি না। কবিতা? নাহ! এত গুণ আবার নেই। অন্যদের কবিতা পড়ার সময় মনে হয় আমিও পারব গদ্য কবিতা লিখতে। ইইইই! লিখতে গেলে আঙ্গুল গুলো যেন নড়ে না। ছোট গল্প? এহ! এত বড় জিনিস মাথা খাটিয়ে প্লট-ক্যারেক্টার তৈরি করা লাগবে। আলসেমি লাগে।

কিন্তু লিখতে চাই। অন্য ব্লগারদের লেখা দেখলে ঈর্ষা হয়। কিভাবে পারো ম্যান-উওম্যান? সাধারণ চিন্তা লিখে ফেললে সেটাই অসাধারন লাগে। কিন্তু সাধারণ চিন্তা-ভাবনা গুলো এতই বেশি ঘটে যে লেখার আগে মনে হয় যে ভাল লাগবে না। দেশ, রাজনীতি, খেলা, ভালোবাসা-বাসি কতকিছুই না আছে প্রতিদিনের জীবনে। রিকশা ভাড়া নিয়ে মামার সাথে তর্কা-তর্কি, ক্লাস শেষে গরম সিঙ্গারা খেতে গিয়ে হাঁসফাঁস করা, রাস্তায় সুন্দরী মেয়ে দেখে হা হয়ে তাকিয়ে থাকা কিংবা কারো দিকে আড়চোখে তাকানো- কত কিছু ঘটে।

ঘটনা ঘটে ষোলো আনা, লেখার ইচ্ছে থাকে বারো আনা, ক্লান্তি শুষে নেয় আট আনা, লেখা মাথায় থাকে চার আনা।

এই মুহুর্তে ভাবছি আর কি লেখা যায়, কারন কথা ফুরিয়ে গেছে। এখন লিখতে গেলে কথা রিপিট হবে। মাথা ব্যাথা নিয়ে লেখা শুরু করেছিলাম। বেশকিছুদিন হল কাটাছেড়া করা হয় না ব্লগের পাতায়। এলোমেলো যা মাথায় আসলো লিখে ফেললাম। লেখা তো হল। কেউ পড়ুক বা না পড়ূক। শখ মিটল।

কথায় আছে, শখের তোলা আশি টাকা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে এগিয়ে যান।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: সেটাই করার চেষ্টা করছি। পড়ার জন্য অনেক ধন্যবাদ মাহবুবুল ভাই।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪

মাহবুবুল আজাদ বলেছেন: চেষ্টার মধ্যে জোরছে বল হেইয়া থাকা দরকার,।ভাল থাকবেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আপনিও ভাল থাকবেন। বাকি রাতটা ভালো কাটুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.