নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈশিষ্ট্যহীন একজন মানুষ।

মোটা ফ্রেমের চশমা

বলার মতো কিছু হতে পারিনি এখনো

মোটা ফ্রেমের চশমা › বিস্তারিত পোস্টঃ

কাপুরুষ

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১:৫২



মেয়ে!
নজরদারির ভয়ে পালাচ্ছি না আমি
হ্যা! সত্যি বলছি,
পালাচ্ছি ওই দুটি চোখের দৃষ্টি থেকে।
হাতকড়ার শক্ত স্পর্শের ভয়ে পালাচ্ছি না
পালাচ্ছি ওই নরম স্পর্শ না পাওয়ার ভয়ে।

নন্দিনী!
ছুটছি না আর কেবল ছায়ার পেছন পেছন
হ্যা! সত্যি বলছি,
ছুটছি নিজেই ছায়া হয়ে।
অদ্ভুত এক ঘোরে, হাঁটছিলাম না দেখে
পালাচ্ছি সেখান থেকে। ভয়ে, বহুদূরে।

কেন, বলব? শোনো তবে-

হেক্টর ভেবেছিলাম নিজেকে
প্রখর সুর্যের নিচে আর তপ্ত বালুতে খালি পায়ে
প্রেমের যুদ্ধে একিলিসের বিরুদ্ধে,
বর্শা নেব বুকে তোমার পানে চেয়ে।

ভেবেছিলাম হোমার হয়ে রচনা করব বীরগাথা প্রেমের
যেখানে তোমাকে জিতে নেয়ার যুদ্ধ শেষে
ওডিসির মত পাড়ি দেব ঝড়-ঝঞ্চায় মত্ত সমুদ্র
সাইরেনের বাঁশির মায়ায় আটকাব না কিছুতেই।

ভেবেছিলাম-

ফিরব। বীরের বেশে।
কিন্তু না। হল না শেষে,
হচ্ছে না, হবে না, না হওয়ার ভয়ে-
পালাচ্ছি বহুদূর সব কিছু ছেড়ে।

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ২:২০

আকদেনিজ বলেছেন: ভালবাসি কথাটা বলি না কেন জানেন?
ভয় করে যদি ফিরিয়ে দেয়।

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: গোপনে ভালোবাসার একটা অদ্ভুত আনন্দ আর অদ্ভুত একটা কষ্ট আছে। ফিরিয়ে দেয়ার ভয়ে আমরা আনন্দ থেকে বঞ্চিত হতে চাই না। থাকুক না। সে আমার গোপন।

২| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৩:০১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার সাবলীল একটি কবিতা পড়ে মুগ্ধ হলাম। ভাল লাগা রেখে গেলাম।।

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: কবিতায় আপনার মুগ্ধতা মানে আমার আনন্দ। ধন্যবাদ রইল।

৩| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৪

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!!!

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অগ্নি কল্লোল।

৪| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ অসাধারণ লিখেছেন।

অনেক অনেক মুগ্ধতা ।

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: সকাল সকাল উঠে এমন মুগ্ধতা মেশানো কমেন্ট দেখলে আপনা থেকেই মন ভালো হয়ে যায়।
বাড়তি একটা ধন্যবাদ আপনার পাওনা মন ভালো করে দেয়ার জন্য।

৫| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৫

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: ভাল লাগল,

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: সত্যি? খুশি লাগছে দেখে পাঠকের ভালো লাগা দেখতে।

৬| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২১

বিজন রয় বলেছেন: অনেক ভাল লাগল।
++

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ।

৭| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

৮| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৪

আমিই মিসির আলী বলেছেন: নন্দিনী!
ছুটছি না আর কেবল ছায়ার পেছন পেছন
হ্যা! সত্যি বলছি,
ছুটছি নিজেই ছায়া হয়ে।
অদ্ভুত এক ঘোরে, হাঁটছিলাম না দেখে
পালাচ্ছি সেখান থেকে। ভয়ে, বহুদূরে।

চমৎকার। +

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাই। ভাল লাগছে প্রশংসা পেয়ে।

৯| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১০

তার আর পর নেই… বলেছেন: ভাল্লাগছে +

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: থ্যাঙ্কু :D

১০| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

তার আর পর নেই… বলেছেন: হাসির ইমো হবে কি এখানে?
বুঝলাম না।

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: নিজের কারনে অন্যের ভালো লাগা দেখলে হাজার মন খারাপের ভিড়েও মুখে একটু হলেও হাসি ভেসে উঠে।

১১| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১:১২

এন.আর মাহমুদ বলেছেন: ভালবাসা ভাল থাকুক সেই শান্তনা নিয়ে।

৩০ শে মার্চ, ২০১৬ রাত ৩:০১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: থাকুক গোপনে, থাকুক নীরবতায় মিশে।
ধন্যবাদ এন.আর মাহমুদ।

১২| ৩০ শে মার্চ, ২০১৬ ভোর ৪:১৭

এন.আর মাহমুদ বলেছেন: ভাল লাগায় আপনাকেও ধন্যবাদ আর শুভ কামনা।

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুপার লাইক.......
প্লাস!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আপনাকেও অসাধারন ধন্যবাদ। ভালো লেগেছে দেখে খুব খুশি লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.