নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈশিষ্ট্যহীন একজন মানুষ।

মোটা ফ্রেমের চশমা

বলার মতো কিছু হতে পারিনি এখনো

মোটা ফ্রেমের চশমা › বিস্তারিত পোস্টঃ

শেষ দিনগুলোর কাব্য

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৯



শূন্য খাতার সাদা পাতা আর হাসপাতালের চাদরটা
দুটোই যেন আজ মিশে গিয়েছে অন্ধকারের সাদাটে ছায়ায়
বেনসনের শেষ গোড়াটা যেন অক্সিজেনের নল হয়ে-
অস্তিত্বে ঢুকে রয়েছে বাঁচিয়ে রাখার অদ্ভুত এক মায়ায়।

তোমাকে হারানোর ক্যান্সারে ভুগে আজ যুদ্ধটা কেবল বেঁচে থাকার
ভুগছি আজ অদ্ভুত তুমিহীনতায়, এখন উপায় নেই যে সারার।
মুখোশ পড়া ডাক্তারের চেহারা ঢেকে আছে ম্রিয়মান দৃষ্টির সীমানায়
যেখানে জন্ম-মৃত্যু-ভালোবাসা মিশে আছে অন্ধকার নীরালায়।

ব্যর্থ প্রেমিক থেকে ব্যর্থ কবি-সবই হয়েছি একে একে
শেষ কবিতা লিখছি আজ; তোমার নয়-যন্ত্রনার রূপ দেখে দেখে।
পেন্সিল কিংবা কীবোর্ড তুলেছিলাম হাতে অনেক আগে
হয়নি লেখা কিছুই, খাতা ভরে রেখেছি কাটাকুটির দাগে।

চলে যাবার পরে শূন্য ঘরে ঢুকে দেখবে-
মসলিন কাপড়ের ন্যায় শুভ্র চাদরে থাকবে
তীব্র আকুতিতে! রক্তের অদৃশ্য কালিতে লেখা হায়!
ভালোবাসি তোমায়।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মোটামুটিরকম লাগল।

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: হুট করে কিছু লাইন মাথায় চলে আসল। আর মিলিয়ে লিখে ফেললাম :P

২| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার লেগেছে আমার কাছে। শেষদিনের শেষ লেখা .. হায়.!... ভালবাসি তোমায়।। মুগ্ধ হলাম পড়ে। ধন্যবাদ অজস্র।

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন বিনয়ী মন্তব্যের জন্য। ভালো থাকুন সবসময়।

৩| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১২

তার আর পর নেই… বলেছেন: শেষ চার লাইন ভাল্লাগছে।
কীবোর্ডের উপরে ভাঙা পেন্সিল

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: একটা শব্দও ভালো লাগা মানে আমার লেখার কষ্টের সার্থকতা। অনেক অনেক ধন্যবাদ রইল।

৪| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২০

নুর আমিন লেবু বলেছেন: আমার কাছে পুরোটাই ভাল লাগছে।।।

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইল মন থেকে আপনার জন্য।

৫| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

ঈশান আহম্মেদ বলেছেন: ভালো লাগলো। +++

১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভালো লাগা ছুঁয়ে গেল আমাকেও। ধন্যবাদ ঈশান আহম্মেদ।

৬| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

বিজন রয় বলেছেন: ভাল লেগেছে।
+++

১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভালো লাগা মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

৭| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। প্লাস।

১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: প্রথম প্লাসের জন্য প্রথম শ্রেণীর ধন্যবাদ সুমন ভাই আপনার পাওনা রইল।

৮| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: দুর্দান্ত লাগল আপনার কবিতা।

অনেক অনেক ভাল লাগা রইল :)

২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: মুখে আনন্দের হাসি এনে দেয়ার কারন হওয়ার জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ রইল।

ভালো থাকুন।

৯| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১:৫৯

রিপি বলেছেন: বিষন্নতায় বিষন্নতায় মন কাটাকাটি হয়ে গেল। ভালো লিখেছেন...তবে কলম যেন থেমে না যায় কবি। চলতে থাকুক। :)

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: হাওয়ায় উড়িয়ে দিলাম সব বিষন্নতা। আশা করি থামবে না কলম, শুরু করেছি যখন থামাব না। ধন্যবাদ রিপি আপনাকে।
ভালো থাকুন।

১০| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৯

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৪ শে মার্চ, ২০১৬ রাত ২:৪৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ প্রামানিক সাহেব আপনার মন্তব্যের জন্য।
নিরাপদে থাকুন।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ২:১২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব ভাল লাগলো। মনে হল কোন বিয়োগাত্মক গল্পের চিত্রায়িত রূপ দেখলাম।
আরও কবিতা চাই

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ২:৩৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ঠিক ধরেছেন।
আরো আসবে কবিতা। তবে একটু সময় লাগবে।

ধন্যবাদ ভালো লাগা মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.