নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈশিষ্ট্যহীন একজন মানুষ।

মোটা ফ্রেমের চশমা

বলার মতো কিছু হতে পারিনি এখনো

মোটা ফ্রেমের চশমা › বিস্তারিত পোস্টঃ

শূন্য ক্যানভাস

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৫




অন্ধকার হয়ে আসা রাস্তায় টুং টাং করে বেল বাজিয়ে রিকশা ছুটে যাচ্ছে দুয়েকটা। সেদিকে উদাস হয়ে তাকিয়ে আছে সিফাত। কিছুটা পেছনে হেলে বসে রয়েছে ফুটপাতে শৈলীর পাশে।
- সিফাত, একটা কথা জিজ্ঞেস করব?
- বল
- হাসবে না কিন্তু, বিরক্তও হতে পারবে না আগেই বললাম
ভুরু কুঁচকে গেল সিফাতের নিজের অজান্তেই। এমন সময়ে আদিখ্যেতা ভালো লাগছে না। সোডিয়াম লাইটের মরা আলোতে শৈলীর চেহারাও পরিস্কার দেখা যাচ্ছে না। না তাকিয়েই বলল- ‘বল কি বলবে’

- কতটা ভালোবাসো আমাকে?
- উ!?
- বলো না!
- জানি না
- কেন?
- কতটুকু ভালোবাসতে হবে সেটা ভেবে দেখিনি। মেপে দেখতে বললে তাও হত কিনা কে জানে। হতাশা মেশানো কণ্ঠে উত্তর দিল সে।
- কেন? মেপে দেখতে!
- পাল্লার তোমার দিকটা নেমেই থাকতো। অন্যদিকটা তো খালিই
‘এহ! তাহসানের নাটকের মত সস্তা ডায়লগ শিখলে কবে থেকে? আঁতেল!’ বলেই হাসতে লাগলো শৈলী।

ফ্যাকাসে হয়ে আসা টি-শার্টের ভাঁজ টানতে টানতে সেদিকে তাকিয়ে কেমন যেন একটা কাঁপুনি অনুভব করল সিফাত। শরীরে না বুকে, আলাদা করে বুঝে উঠতে পারে না সে। যতবার এই চশমা পড়া মেয়েটার গজদাঁত বের করা হাসিটা দেখে ততবার কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলে।

- কাল কখন আসবে ওরা? এবার সিফাতের কন্ঠ কেঁপে ওঠে। অনেকক্ষণ ধরে কথা খুঁজে পাচ্ছিল না।

শৈলীর হাসিটা কে যেন প্রচন্ড একটা চড় মেরে থামিয়ে দেয় মুহুর্তের মধ্যেই। ‘বিকেলে। কাজী নিয়েই আসবে ওরা’ মৃদু গলায় উত্তর দেয়।

জন্ডিসে ধরা সোডিয়াম লাইটের আলোতে এবার চিক চিক করতে থাকা ভেজা গাল দেখতে পায় সিফাত। শুকিয়ে যাওয়া পানি, ভেজা দাগ রেখে গেছে। মুছে দিতে গিয়েও দেয়না সে। কেমন যেন একটা বিষন্ন সৌন্দর্য কাজ করছে শৈলীর গালে। মন খারাপ করা সন্ধ্যায় আরো একটা মন খারাপ করা ভয়াবহ সুন্দর দৃশ্য। তাকিয়েই আছে সিফাত। আর দেখতে পাবে না এই দৃশ্য। চেষ্টা করছে মনের ক্যানভাসে ছবিটা তুলে রাখতে। যখন ইচ্ছে হবে বের করে দেখবে ছবিটা।

হচ্ছে না, তুলতে পারছেই না শৈলীকে ক্যানভাসের সাদা পর্দায়। তুলির প্রথম টানটা দেয়ার সাথে সাথেই অদৃশ্য কে যেন মুছে দিচ্ছে বারে বারে। ক্যানভাসে কেবল তৈরি হচ্ছে লালাভ একটা দাগ। চারুকলার ছাত্র হয়েও শূন্য ক্যানভাস ছাড়া আর কিছুই নেই সিফাতের শৈলীর জন্য।

মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬

রিপি বলেছেন: ভাইয়া গল্পটা পড়ে ভিতরে কেমন জানি একটা কষ্ট হচ্ছে ....তবে পড়ে মু্গ্ধ হয়ে গেলাম। অল্প কথায় কত কিছুই না বলা যায়। ভালোলাগা রইলো গল্পে। লিখতে থাকুন আরো আরো।

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: গল্পটা কষ্ট থেকেই লেখা।
আপু আপনার আন্তরিক মন্তব্য পড়তে একটা ভালোলাগা কাজ করে। অনেক ধন্যবাদ।

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ! এক কথায় অসাধারণ

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:১০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: মনটা খুশি করে দিলেন আরণ্যক রাখাল ভাই। মন থেকে ধন্যবাদ নেবেন।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৩

কালনী নদী বলেছেন: শৈলীকে নিয়ে আসেন, সেজন্যই লিখাটা হচ্ছে না- এই চিত্রকর্মটিকে নিজের করে নিতে হয় আর তা সারাজীবনি এমনি করে শিল্পের আলো ছড়িয়ে যাবে।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: শৈলীদের স্মৃতি হিসেবেই ধরে রাখতে হয়। ছবিতে রাখা যায় না ইচ্ছে থাকলেও।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৩

কালনী নদী বলেছেন: ঠিকই বলছেন, সালার সমায তার কালো থাবা মেরে কেড়ে নেয় আমাদের প্রিয় মানুষগুলাকে! কেন কেন কেন কেন কেন - উত্তরটা আজ অজানা, একদিন হয়তো মরার পড়ে হবে হিসাব!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: শুধু সমাজ না। অনেক সময় মানুষগুলোকে ধরে রাখার ক্ষমতার ঘাটতিই থাকতে দেয় না। ইচ্ছে থাকে ষোলো আনা, ক্ষমতা থাকে না ফুটো পয়সারও।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৪

কালনী নদী বলেছেন: সেই জন্যই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে নেই, কিন্তু চাঁদের আলো যে জোঁছনা হয়ে আমার উঠানেই পড়ে!
EnjoY EverY LittLe Bit of InsaniTY

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ফুলের ঘ্রাণ সবার জন্য। ফুল সবার জন্য না। এ জন্যই ফুল সবার প্রিয়।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৬

রাজসোহান বলেছেন: সুন্দর গল্প।

একটুর জন্য লুতুপুতু হয় নাই, তাই প্লাস :P

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: হাহ হাহ হাহ হাহ হা! লুতুপুতু কাহিনী নিয়ে কত সিনেমা-নাটক হিট খাইল আর এটা তো সামান্য মিনি গল্প! :D :P

ধন্যবাদ মন্তব্যের জন্য। ঘুমটা ভালো হোক আজ রাতে।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৫

কালনী নদী বলেছেন: ও মন রে --
আয়সা সিদ্দিকে কান্দে করি কি উপায়
উকিল মুন্সি আছে প্রাণ বন্ধুয়ার আশায়
প্রান যায় রে
ফুলের গন্ধ লাগল না মুর গায় . .

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮

প্রামানিক বলেছেন: চমৎকার কাহিনী। ধন্যবাদ

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ প্রামানিক সাহেব।

চারশ তম পোস্টের অভিনন্দন নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.