নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈশিষ্ট্যহীন একজন মানুষ।

মোটা ফ্রেমের চশমা

বলার মতো কিছু হতে পারিনি এখনো

মোটা ফ্রেমের চশমা › বিস্তারিত পোস্টঃ

জানতে চাই

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭

বলবে? আর কতগুলো শাদা পাতা মুচড়ে ফেলব?
অর্ধেক লেখা চিঠি কিংবা কবিতা গুলো পড়ে থাকবে,
স্বপ্নের অক্ষরে লেখা ছন্দগুলো তোমাকে নিয়ে লেখা।

বলবে? আর কতটুকু কাঁদলে ভিজবে তুমি?
যেভাবে ভিজতে দুহাত ছড়িয়ে বৈশাখের প্রথম বৃষ্টিতে,
ঝড়ো হাওয়ার টলমলে কান্নাভেজা চোখে।

বলবে? আর কতবার হাত বাড়ালে ধরবে তুমি?
পাল্টা চাপে আশ্বাস দেবে না এই ভয়ে,
ব্যর্থ মুঠোখানি ফিরিয়ে নিয়েছি বারে বারে।

বলবে, আর কতগুলো শব্দ জড়ো করতে হবে?
একের পর এক জোড়া দিয়ে যেখানে রচনা করব,
উপমার মহাকাব্য; তোমার নামে নামে।

বলবে? আর কয়টা সিগারেট পোড়াতে হবে?
হতাশার ছাইচাপা পড়বে হারানোর কষ্টগুলো।
উঠবো না জেগে ফিনিক্স পাখির মত আরেকবার করে।

বলবে? চার দেয়ালের কারাগার থেকে বেরুবো কিনা?
দরজায় মাথা কুটে মরছি খামাখাই, খুলবে না জানি তো,
যেখান থেকে মুক্তি নেই- পালাবার পথটুকুও ভুলে যাওয়া কাব্য।

বলবে? কবে দেব পাড়ি তোমায় নিয়ে?
ভালোবাসার প্রবল ঢেউয়ে কেঁপে উঠবে-
আমাদের ছোট্ট ডিঙ্গি, ডুববে না সত্যি।

বলবে?

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০

রিপি বলেছেন:
বলবে? আর কতটুকু কাঁদলে ভিজবে তুমি?
যেভাবে ভিজতে দুহাত ছড়িয়ে বৈশাখের প্রথম বৃষ্টিতে,
ঝড়ো হাওয়ার টলমলে কান্নাভেজা চোখে।


নাহ এখন আর জানতে চাইনা। যেটুকু জানার ছিল তা আমি জেনে গেছি।
কবিতা চমৎকার হয়েছে ভাইয়া। অনেক ভালোলাগা রেখে গেলাম।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: যা কিছু জানার নাও জেনে নাও। পাবে না আর সময় হয়ত।

ভালো লাগা গুলো বাক্সবন্দি করে রাখলাম মনের ভেতরে। অনেক ধন্যবাদ রিপিপু।

২| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১

রাফা বলেছেন: চমৎকার জিজ্ঞাসাময় কবিতায় ভালোলাগা রইলো।

ধন্যবাদ,মো.ফ্রে.চশমা।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভালো লাগাটুকু রেখে দিলাম আমার কাছে সযত্নে। আপনাকেও সহস্র ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৯

আরণ্যক রাখাল বলেছেন: বিষাদময় কবিতা। সুন্দর হয়েছে

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল ভাই। জুম্মা মুবারক।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮

বিজন রয় বলেছেন: চমতকার কবিতা।
ভাবনাময়।
+++

২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বিষাদময়ও বলতে পারেন।

গরমে ঠান্ডা শুভেচ্ছা নেবেন।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুন্দর কবিতা। ভাল লেগেছে।

তবে ২-১ টা জায়গা একটু পরিবর্তন করলে বোধয় আরও ভাল লাগতো। এটাই একান্তই আমার মতামত। আপনার কাছে ভিন্নমত থাকতেই পারে। তাছাড়া লেখকের সিদ্ধান্তই চূড়ান্ত।

মহাকাব্যের < মহাকাব্য
বেরুবো < বেরুবো কি না

শুভকামনা থাকলো।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বিশ্লেষণ ধর্মী মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আমার মতে লেখকের সিদ্ধান্তই চূড়ান্ত নয়। উন্নতির জায়গা তো অবশ্যই আছে।

ঠিক করে নিচ্ছি। ধন্যবাদ আরো একবার।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭

মো: জাকির হোসেন বলেছেন: ভালো লাগলো বস

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: থ্যাঙ্কস বস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.