নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈশিষ্ট্যহীন একজন মানুষ।

মোটা ফ্রেমের চশমা

বলার মতো কিছু হতে পারিনি এখনো

মোটা ফ্রেমের চশমা › বিস্তারিত পোস্টঃ

মনে পড়ে?

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৭



মনে পড়ে?
-আড়মোড়া ভাঙা ভোরে।
মনে পড়ে?
-সকালে কিংবা দুপুরে।
মনে পড়ে?
-নীরব হয়ে আসা বিকেলে।
মনে পড়ে?
-সন্ধ্যার মায়াতে।
মনে পড়ে?
-ব্যস্ততার ভিড়ে।
মনে পড়ে?
-জনাকীর্ণ শূন্য প্রান্তরে।
মনে পড়ে?
-যান্ত্রিক জীবনের ঘূর্ণিতে।
মনে পড়ে?
-ঝড়ো বর্ষার ঝুম বৃষ্টিতে।
মনে পড়ে?
-জ্যৈষ্ঠের দাবদাহে।
মনে পড়ে?
-কুয়াশা ঢাকা শীতের সকালে।
মনে পড়ে?
-নীরবে নীরবে।
মনে পড়ে?
-মনে পড়ে।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, মনডারে দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে ......... B-)

খুব সুন্দর লিখেছেন+++
শুভ কামনা রইল।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: শক্ত দেখে একটা পাটের দড়ি দেন। সেইলর'স নট দিয়ে দেই।

ধন্যবাদ শাহরিয়ার কবীর।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:



এ ধরণের পদ্য ছোটাকারে লিখলে, মনে হয়, বেশী গ্রহনযোগ্য হবে; কবিতায় একই প্যাটার্ন মানুষকে সহজে বিরক্ত করতে পারে।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: মূল্যবান পরামর্শটা মনে রাখলাম ভাইয়া। এর পর থেকে ভিন্নভাবে লেখার চেষ্টা করবো।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৬

ইফতেখার বিন বলেছেন: সুন্দর লিখা!

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ ইফতেখার ভাই। অনেক দিন ধরে লেখা পোস্ট করিনি। আজকে করে সাথে সাথে আপনাদের মতামত দেখে খুব ভালো লাগছে।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২১

আশফাক ওশান বলেছেন: এত কিছু মনে রাখা খুব একটা সহজ না!
চালিয়ে যান।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: হাহ হাহ হাহ হা! কথা সত্যি। তবে যে মনে রাখার সে রাখবেই, যে ভোলার; ভুলে যাবে।

আমার ব্লগে মনে হয় এটাই আপনার প্রথম কমেন্ট। স্বাগতম আপনাকে।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫০

বিলিয়ার রহমান বলেছেন: মোটা ফ্রেমের চশমা

সুন্দর লিখেছেন!:)

অনেক অনেক শুভকামনা!:)

ভালোথাকুন!:)

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ। আপনার লেখাও কিন্তু চমৎকার।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৪

সিফটিপিন বলেছেন: দুইবার এসেছে :P




ভাল লাগলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অহ শুট! ওয়ার্ড থেকে কপি করার সময় মনে হয় গোলমালটা করেছিলাম। ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৮

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন, ভালো লাগলো...,,
শুভ কামনা রইলো

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: লেখাটা পোস্ট করার সময় ভাবিওনি এত পজিটিভ ফিডব্যাক আসবে। খুবই ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: মনে তো পড়েই । বুকের খুব গভীরে যে সে আছে

২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: একটা অংশে তো আছেই।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।


৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগে নি। হ্যাপি ক্রিস্টমাস।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: নো প্রবলেম। রাজপুত্রর রুচির সাথে মেলেনি মনে হয় :P

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: Good

২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: Thank You.

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১১

অবনীলের ডানা বলেছেন: হুমম, মনে পড়েই :p ভালো লিখা ভাইয়া

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: হুমম, ধন্যবাদ ভাইয়া :)

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৯

আমিই মিসির আলী বলেছেন: জনাকীর্ণ শূণ্য প্রান্তর জিনিসটা কি??

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: প্রথমেই দুঃখিত ব্যস্ততার কারনে উত্তর দিতে দেরি হওয়ায়।

জনাকীর্ণ শূন্য প্রান্তর বলতে আমি বুঝিয়েছি লোকসমাগমে পূর্ণ আছে এমন জায়গা কিন্তু অদেখা শূন্যতায় ঘেরা।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ভালো লাগল না কিছু মনে করবেন না আমার প্রথম মন্তব্যই ভালো না লাগার জন্য।

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আরেহ! সবার ভালো লাগবে এইটা কোন কথা নাকি? কোন ব্যাপার না। সমালোচনা না হলে লেখার উন্নতি কিভাবে হবে? অশেষ ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:১৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো। এগিয়ে যান। শুভ কামনা থাকলো।

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ কবি সাহেব। অনেক দিন পরে দেখা পেলাম আমার ব্লগে।

ভালো থাকবেন।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ২:৩৪

অতঃপর হৃদয় বলেছেন: অপ্স দারুণ তো!!!!!!!

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ২:৪৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: উপ্স! তাই নাকি!!? :)
তাহলে তো একটা জব্বর থ্যাঙ্কিউ দিতে হয় তোমাকে ভাইয়া! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.