নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈশিষ্ট্যহীন একজন মানুষ।

মোটা ফ্রেমের চশমা

বলার মতো কিছু হতে পারিনি এখনো

মোটা ফ্রেমের চশমা › বিস্তারিত পোস্টঃ

চিঠির লিপি

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:১০



''ব্যস্ত শহরে, ঠাস বুনোটের ভিড়ে,
আজো কিছু মানুষ, স্বপ্ন খুজে ফেরে...
ক্লান্ত শরীরে, মান অভিমানে,
থমকে থাকা এ মন।।
বেঁচে থাকার আদিম সুখে, স্বপ্ন যোগায়,
এ বন্ধন, এ বন্ধন, এ বন্ধন, এ বন্ধন...!!!''


বনানী যেতে যেতে গাড়িতে রেডিও শুনছিলাম। শুনছিলাম না ঠিক, ড্রাইভার নিজেই রেডিও চালু করে গাড়ি চালাচ্ছিলো। রেডিও শোনা হয় না এমনিতেই। তরুনী আরজের কৃত্রিমতায় ভরা কন্ঠস্বর শুনতে শুনতে বিরক্ত হয়ে কান সরিয়ে নিলাম। জ্যামে বসে থেকে থেকে কিছু করার পাচ্ছিলাম না, অগত্যা কান নিজে থেকেই যেন চলে গেলো আরজের কথায়।

চিঠি- চিঠি নিয়ে কি যেন বলছিলো। শুনে আগ্রহ জাগলো বাকিটুকু শোনার জন্য। আরজে কি বললো তা হুবহু মনে নেই, মনে রাখিওনি। কিন্তু একটা কথা মাথায় ঘুরছিলো- চিঠির মধ্যে আপন আপন একটা ব্যাপার আছে, লাইনে লাইনে যেন মমতা মিশে আছে কারোর জন্য।

১৬০ অক্ষরের এসএমএস থেকে মেসেঞ্জার-হোয়াটসএপ-ভাইবার এসে চিঠি লেখাকে গলা চেপে মেরেই ফেলেছে বলাই যায়। পোস্টকার্ড তো জাদুঘরে বিকোবে দিন দুয়েক পরে। আঙ্গুলের চাপে হলদে রঙের হাজারো ইমোটিকন প্রতিনিধিত্ব করতে পারে হাজারো আবেগের কথার। আসলেই কি পারে? এক ইমোটিকন তো পাঠানো যায় দশ-বিশ জনকে মুঠোর চাপেই, আঙ্গুলের ইশারাতেই কিন্তু বুকের খাঁচায় দাপড়ে বেড়ানো অনুভূতি গুলোকে দশজনকে পাঠালে তার মূল্য কতটুকু থাকে? যান্ত্রিকতার দিনে যন্ত্রগুলো আমাদের এসব ভাবনা ভাববার সুযোগই দেয় না, আষ্টে-পৃষ্ঠে বেঁধে রেখে দিয়েছে অবচেতন মনের গভীরেই।

শিশু থাকতে ভাই-বোনদের সাথে ঝগড়া হলেই কথা বন্ধ মুহূর্তেই। কিন্তু কতক্ষন? গোটা গোটা অক্ষরে, ভুল বানানে চিঠি লিখে সন্ধিপত্র পাঠানো হতো কনিষ্ঠজনকে দিয়ে।

অনেক দিন দেখা হয় না সমবয়সী চাচাতো-খালাতো-মামাতো ভাই বোনদের সাথে। কত কথা বলতে ইচ্ছে করে, কত কিছু জানাতে ইচ্ছে করে। কার মুরগীছানা কত বড় হয়েছে, বাবা-মা ঈদে এবার কত সালামী দিলো, দাদু কোন বোতলে কোন আচারটা বানিয়ে রেখে দিয়েছে- কত গুরুত্বপূর্ণ কথা! আর চিঠির শেষে আঁকি-বুকি তো করতেই হবে। সৌন্দর্য্যের একটা ব্যাপার আছে না? কাঁচা হাতে পেন্সিলে আঁকা এবড়ো-খেবড়ো ড্রইং আর ফুল-লতা-পাতার সমাহার।

কৈশোর এখন যার, চিঠি লেখার তার শ্রেষ্ঠ সময়- হেলাল হাফিজের কবিতার ঢঙ্গেই বলি। কৈশোরে কোন ছেলে বেণী বাঁধা কোন কিশোরীর জন্য চিঠি লিখেনি- এমনটা হতেই পারে না। চিঠি লিখতে গিয়ে কত গানের কলি মুখস্ত করতে হয়েছে, কতবার হাস্যকর ছন্দ মেলাতে গিয়ে মাথা চুলকাতে হয়েছে, আর কতবার কাটাকুটি করতে হয়েছে সেটার ইতিহাস কেবল ছেলেটাই জানে। লেখা তো হলো- কিন্তু ‘তার’ হাতে পৌঁছানো তো সাত সমুদ্র-তেরো নদী পার করার চাইতেও কঠিন। লোহার গরাদ দেয়া গেট অথবা মেয়েটার বাঁধাধরা রুটিন, শকুনি চক্ষুসম মা, গুন্ডা সদৃশ বড় ভাই কিংবা বাবার হুংকার বা নিজের দুরু দুরু কম্পমান বুক সামলিয়ে ঠিক ঠিক ঠিকানায় চিঠি ফেলে আসা যুদ্ধজয়ের চাইতেও কঠিন।

চিঠি- কত কালের সাক্ষী। পুরনো চিঠির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা স্মৃতি আর শুকিয়ে যাওয়া লাল গোলাপের পাপড়ির সামনে বড্ড বেশি কৃত্রিম মুঠোফোনের জগতটা। আত্নার বন্ধন গুলো কেমন যেনো ঢিলে হয়ে গেছে। দায়সারা হয়ে গেছি সবকিছুতেই। দোষ আসলে কার- যান্ত্রিকতা-রুটিনে বাঁধা জীবনের নাকি আমাদের নিজেদেরই।

জানি না।

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখনি

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:২৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: এত দ্রুত সাড়া পাব মন্তব্যের ঘরে, ভাবিনি। ধন্যবাদ আপু পড়ার জন্য।

২| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯

বিজন রয় বলেছেন: দুঃখ করে কি লাভ?

আপনি আগে যা ছিলেন এখন কি তাই আছেন?

আর চিঠি!!!!!

কেমন আছেন?

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: দুঃখ কিনা ঠিক জানি না, তবে স্মৃতি কাতরতা বলতে পারেন। চিঠি কেন, অন্যসব কিছুই পালটে যাচ্ছে খুব দ্রুত আর ধাবিত হচ্ছে কেবল ঋণাত্নক দিকেই। ভালোর দেখা কমই পাচ্ছি। যাই হোক- এটাই জীবন।

আছি মোটামুটি, চলে যাচ্ছে আরকি দিন।

আপনার খবর কি?

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:২০

সুমন কর বলেছেন: চিঠি, এসএমএস, মেইল......কত কিছুই যুগের সাথে আসছে আর নতুনের ভিড়ে হারিয়ে যাচ্ছে !!

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:৩৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: সামনে প্রযুক্তি আরও উন্নত হবে। তখন জায়গা নেবে হলোগ্রাম। অবশ্য সেটা আপনার-আমার জীবদ্দশায় হবে না সম্ভবত :P

৪| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৪

আহমেদ জী এস বলেছেন: মোটা ফ্রেমের চশমা ,




আসলে চিঠি, চিঠিই । অন্য কিছুর সাথে এর তুলনা নেই ।
ঠিকই বলেছেন , আত্মার বন্ধন গুলো ঢিলে হয়ে গেলে কৃত্রিমতা সেখানে ঠাঁই গাড়ে ।

চিঠি লেখার প্রতি আমারও দরদ অনেকখানি । এতে অকপটে মনের ঐ মূহুর্তের ছবি গেঁথে তোলা যায় সূচির কারূকাজে ।
উৎকৃষ্ট সাহিত্যের চেয়েও চিঠিতে ব্রীড়াময় অনেক ঋদ্ধ সাহিত্যের দেখা মেলে ।

ভালো লাগলো লেখাটি । শুভেচ্ছান্তে ।

০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ জিএস শাকিল এমন চমৎকার মন্তব্যের জন্য।

আসলে সময়ের সাথে সব কিছুই পরিবর্তিত হয়,পরিবর্তন আসবেই। পায়রা থেকে ডাকবাক্স। সে থেকে মুঠোফোন যেমন হয়ে গেছে তেমনি ভবিষ্যতেও নতুন কেউ এসে জায়গা নেবে। তবে আমরা স্মৃতিকাতর বলেই হয়তো পুরনো দিনগুলোকে রোমন্থন করি বেশি।

৫| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৫

আরিয়ান রাইটিং বলেছেন: ব্যস্ত শহরে, ঠাস বুনোটের ভিড়ে,
আজো কিছু মানুষ, স্বপ্ন খুজে ফেরে...

চিঠি একসময় স্বপ্নের মত হয়ে যাবে!! সে দিন বেশি দূরে নেই!!

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অর্ণবের এই গানটা যেন কোথায় নিয়ে যায়। ব্যস্ততার মাঝে থাকলেও।

সেদিন না আসুক। চিঠি বেঁচে থাকুক আমাদের মাঝে। স্বল্প পরিসরে হলেও।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:




তুমি মোটেও পিচ্চি নও...

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: নাহ। পিচ্চি তো না মোটেও। বয়স কোয়ার্টার সেঞ্চুরি পার করি করি করছে :P

৭| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ২:০০

চাঁদগাজী বলেছেন:



একটি বিদেশী গান ছিলো:

ভাসবাসো যদি, মুখের উর বলে দিও,
আর ভালো না বসিলে চিঠি লিখে জানিয়ে দিও।

১৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: চাঁদগাজীর মত গঠনমূলক ব্লগারের মুখে গান!!!! :|| :|| অবাকও হলাম, আনন্দও পেলাম! :P

গানটা শোনা হয়নি। ইংরেজি?

৮| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৩

আজীব ০০৭ বলেছেন: +++

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৩

উম্মে সায়মা বলেছেন: খুব ভালো লাগল চিঠি কথন। আসলেই সবকালে চিঠির আবেদন তুঙ্গে। যদিও এ যুগে আর চিঠি লেখা হয়না তবু চিঠির ব্যাপারটাই অন্যরকম....

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: চিঠি একরকমের স্মৃতি। যেটা স্পর্শ করা যায়। সে জন্যই এত ভালো লাগা চিঠিকে ঘিরে।

মন্তব্যের জন্য ধন্যবাদ সায়মা আপু।

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪২

শায়মা বলেছেন: আহা চিঠি!!!!!!

মনে পড়ে সেই চিঠি!!!

এই চিঠি!!!! :P

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আপু! তোমার সাথে তো আমার কাট্টি! X(( X(

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

শায়মা বলেছেন: কেনো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! B:-)


এই কথা বলবা না!!!!!!!!!!!!!!!!! কাঁদতে কাঁদতে মরে যাবো!!!!!!!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আচ্ছা যাও! কাট্টি ফিরিয়ে নিয়েছি! :P

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

শায়মা বলেছেন: আমি কি করছি!!!!!!!!!!!! বল এখুনি!!!!!!!! X(

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

শায়মা বলেছেন: ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২ ০
লেখক বলেছেন: আচ্ছা যাও! কাট্টি ফিরিয়ে নিয়েছি! :P



না ফিরিয়ে যাবে কই ভাইয়ুমনি!!!!!!!!!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: হুহ! খালি তুমি বলে করলাম। অন্য কেউ হলে.............. :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.