নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈশিষ্ট্যহীন একজন মানুষ।

মোটা ফ্রেমের চশমা

বলার মতো কিছু হতে পারিনি এখনো

মোটা ফ্রেমের চশমা › বিস্তারিত পোস্টঃ

গর্ভে ধারন করা গর্বের ঝোলা (মিনি সাইজড নিরীহ ফান পোস্ট)

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৮



আমরা যে সব ঘটনা নিয়ে গর্ববোধ করিঃ

- বায়ান্নতে ভাষার জন্য আত্নত্যাগ
- ছেষট্টির ছয়দফা আন্দোলন
- ঊনসত্তরের গণঅভ্যুত্থান
- ৩০ লাখ শহীদের বদলে পাওয়া স্বাধীনতা
- ’৯০ এ স্বৈরাচারীর পতন

আমাদের পরের জেনারেশন যা নিয়ে গর্ববোধ করবেঃ

- লুডুস্টারে ২ বিলিয়ন গোল্ড
- ৪৩,৯৫,৭৩,৪৮৫টা ইন্সটাগ্রাম পোস্ট
- Your Friends have liked your post 550,000 times
- কমার্স কলজের বাৎসরিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র
- ভিয়েন্সির ছাত্রীর প্রেমের ফাঁদে পড়ে অমুক তরুণের আত্নত্যাগ
- ৮ মিনিট ১৭ সেকেন্ড
- কেকা ফেরদৌসি
- ব্লু হোয়েলে ৪৯টা স্টেজ কমপ্লিট

মন্তব্য ৪২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই জেনারেশন থেকে লিড করার মত লোক আসবে? যারা ভাল তারা তো বাইরেই চলে যাচ্ছে। আমিও তো সুযোগ পেলে চলে যাব।

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আমাদের জেনারেশনে মেধার অভাব নেই। সত্যিই নেই। কিন্তু তারা সুযোগ পাচ্ছে না নিজেদের মেধার প্রয়োগ ঘটানোর। এক পা কবরে দিয়ে রেখেছে এমন বয়স্ক লোকজনই উঁচু পদ আঁকড়ে ধরে বসে আছে। আর নতুনদের মধ্যে তেল পার্টিরাই জায়গা পাচ্ছে। প্রকৃত মেধার বিকাশের উপায় নেই।

২| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~ =p~

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: B:-/ =p~

৩| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, জানি মেধার অভাব নেই। সেই জন্যই তো বললাম, যারা ভাল তারা বাইরে চলে যাচ্ছে। এখানে কেন থাকবে কাজ করতে না পারলে!

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: কিছু আর বলার নেই ভাই। ক্লান্ত লাগে। দেশ নিয়ে ভাবতে গেলে গলায় দলা পাকিয়ে উঠে। যে দেশের শিক্ষারই কোন মেরুদন্ড নেই, সেখানে শিক্ষা জাতির মেরুদন্ড কিভাবে হয়?

৪| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: :|

ধন্যবাদ দেশ প্রেমিক ভাই। আপনিও ভালো থাকুন, ভালো রাখুন আশে পাশের সবাইকে।

৫| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৭

ভুয়া মফিজ বলেছেন: ভাই আমরাই তো আমাদের পরের জেনারেশনকে অথর্ব বানিয়ে রেখেছি। তাদের আর উপায় কি? তাদের ভালো কিছু করার সুযোগ কি আমরা তৈরী করছি?

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আমরা দোষ দিচ্ছি আমাদের ক্ষমতাশীলদের। আমাদের পরবর্তী জেনারেশন দোষ দেবে আমাদের।

৬| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: একদিন এসব সত্যি হতেও পারে। যা দিনকার পড়েছে।

১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: হুবহু এগুলো না হলেও, ভালো কিছুর আশা করা বোকামি হয়ে যাবে।

৭| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৬

সামিয়া বলেছেন: লালালালালা =p~

১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: উলালা উলালা! উলালা উলালা! :D =p~

৮| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১১

নূর-ই-হাফসা বলেছেন: অসম্ভব নয় সত্যি হতেও পারে

১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আসলেই :(

৯| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৪

মলাসইলমুইনা বলেছেন: এগুলো ঠিক করার জন্য কোথাও কেউ যেন নেই ...|

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আসলেই নেই ভাই। উচ্চবিত্তের মা-বাবাদের এসব দেখার সময় নেই। মধ্যবিত্তদের দেখার উপায় নেই।

১০| ১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

মার্কো পোলো বলেছেন:
বাস্তবতা। :)

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: কঠিন বাস্তবরে ভাই.......... :(

১১| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাস্তব সত্য। অভিভাবকদের আরো সচেতন হতে হবে...

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অভিভাবকদের কানে অন্তত পৌঁছেছে এই চুলের ব্লু-হোয়েলের খবর। কিন্তু বাকি গুলোর কিছুই হবে না। যেভাবে আছে সেভাবেই চলবে।

১২| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬

ধ্রুবক আলো বলেছেন: বাস্তব সত্য ফুটিয়ে তুলেছেন। এ কি ঠিক হবে কোনোদিন?!

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: জ্বী না ভাই। আমাদের দেশের 'ঠিক হওয়া, ঠিক হয়ে যাওয়া' ব্যাপারটা নেই :|

১৩| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬

কালীদাস বলেছেন: =p~

পোস্টের বক্তব্য পছন্দ হৈসে :((

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: পছন্দ হওয়ার কথা শুইনা পোস্টদাতা খুশি হৈসে। মারাত্তক খুশি :D

১৪| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৮

রক বেনন বলেছেন: সানি লিওনের কথা বাদ পড়ে গিয়েছে মনে হয়!!!

১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: সানির কথা বললে তো আবার বলবেন মিয়া খলিফা বাদ গেসে! কারে রাইখা কারে দিমু ভাই? শুপার্স্টারের তো অভাব নাই!!

১৫| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭

গেম চেঞ্জার বলেছেন: এইভাবে তরুনদের বিপথগ্রস্থ হতে দেয়া যাবে না!

১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: দুইপাক্ষিক আলোচনা ফোরাম- অনলাইন কিংবা অফলাইনের ব্যবস্থা করা উচিত। এ ক্ষেত্রে শিক্ষকরা ও তরুন উদ্যোক্তারা ভূমিকা রাখতে পারেন। শুধু মোটিভেশনাল স্পিচ না দিয়ে বেড়িয়ে কাজে দেয় এমন কিছু করা উচিত।

১৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫১

বিলিয়ার রহমান বলেছেন: আমিও গর্ভে গর্ভবতী হয়েগেলুম ব্রো! ;)

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ইয়ে, ঝাতি ঝানতে চায়- এই পাপের বোঝার জন্য কে দায়ী? =p~

১৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৭

আখেনাটেন বলেছেন: ভুল বলেন নি। যে গতিতে বিশ্ব এগিয়ে চলছে সামনে আরো কত কি যে দেখতে হয়।

১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: একেক মৌসুমে একেকটা জিনিস ভাইরাল হয়রে ভাই! সামনে আরো কি আসবে আল্লাহ মালুম! #:-S

১৮| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৩

অনিক_আহমেদ বলেছেন: ভুল বলেন নাই। কথা সত্য...

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: তিতা সত্য রে ভাই! :(

১৯| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৬

ফয়সাল রকি বলেছেন: তারপরের জেনারেশন যে কী করবে????!!!!

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: খোদা মালুম। ভাবতে গেলেও ভয় লাগে!!

২০| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: ব্লু হোয়েলের ফালতু ফালতু নিউজগুলি পত্রিকায় দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়!

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: পোলাপান এমনেই সারাদিন মোবাইল টেপায়ঃ মেসেঞ্জার-ইন্সটা-ফেবু-স্ন্যাপচ্যাট চালায়। বাপ মা এখন মোবাইল গুঁতাইতে দেখলেই ভাবে ছেলেমেয়ে ব্লু হোয়েল খেলে। আর পত্রিকা অলা গুলা এমন স্টোরি বানায় ক্লিক পাওয়ার জন্য।

২১| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৮

খায়রুল আহসান বলেছেন: যে দেশের শিক্ষারই কোন মেরুদন্ড নেই, সেখানে শিক্ষা জাতির মেরুদন্ড কিভাবে হয়? - ভাল বলেছেন (৩নং প্রতিমন্তব্য)।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: শিক্ষাব্যবস্থা নিয়ে বারংবার পরীক্ষা-নিরীক্ষা করা হয় আর নড়বড়ে করে ফেলা হয় গোটা সিস্টেমটাকেই। সৃজনশীল আসলেই কতটুকু উপকারী বলে প্রমাণিত হয়েছে? আদৌ হয়েছে কিনা সেটাও প্রশ্ন। আর বিশ্ববিদ্যালয় গুলোর মানের কথা তো বাদই দেই। যেখানে মেডিকেলের প্রশ্নই ফাঁস হয়, সেখানে আর কি বলার আছে?

ধন্যবাদ সময় নিয়ে পোস্ট আর কমেন্ট গুলো পড়ার জন্য। মতামত বিনিময়ের মাধ্যমেই ব্লগিং সার্থকতা পায়।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.