নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈশিষ্ট্যহীন একজন মানুষ।

মোটা ফ্রেমের চশমা

বলার মতো কিছু হতে পারিনি এখনো

মোটা ফ্রেমের চশমা › বিস্তারিত পোস্টঃ

মনে পড়ে গেলো হঠাৎ....

২১ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৩

মেমসাহেব জানো? শবনমের দেখা পাইনি। হারিয়েই গেলো মেয়েটা! ভালোবাসার দোলা দিতে দিতে হুট করে আমাকে একা ফেলে রেখে গেলো আফগানী প্রেম।

দীপাবলি তো নিজের জীবন গোছানোতেই ব্যস্ত। আমারটা গোছানোর তার সময় কই? থাকুক ও ওর মত।

কুসুমকে 'না' বলে দিয়েছিলাম বলে সেই যে রাগ করে মুখ ফিরিয়ে নিলো, আর এলোই না। পরে বুঝেছিলাম ওর কেবল শরীর না, মনও ছিলো। আমিই তখন বুঝিনি।

ভরদুপুরে কপিলাকে দেখেই ছিটকে সাত হাত দূরে চলে এসেছিলাম। অমন দস্যি মেয়ে আমার চাই না বাবা! সামলাতে পারবো না।

মুনাকে পাবার জন্য বাকের সাজতে গিয়েছিলাম। 'হাওয়া মে উড়তা যায়ে' গাইতে গিয়ে কাশি উঠে গিয়েছিলো! অতটা ডাকাবুকো হতে অনেক দেরি আমার।

সেই ছোট্ট বেলায় দুর্গার সাথে দেখা হয়েছিলো। কে জানে, এখন কোথায় আছে কেমন আছে সে। ভুলেই গেছে হয়তো।

ও! জয়িতার কথা বলতে ভুলেই গিয়েছিলাম। শেষ বার যখন চিঠি দিয়েছিলো, তখন ও যুদ্ধে! আমি ভীতু মানুষ! ভয়ে আর উত্তরই দেইনি।

দেবদারু গাছের পাশে বসেছিলো, চশমা পড়া সেই মেয়েটা- ললি। আমাকে প্রতিজ্ঞা করেছিলো চিঠি লিখবে। একটাও চিঠি আমার ঠিকানায় আসেনি।

ওহ হো! সবার কথা বলতে গিয়ে তোমাকেই কিছু বলা হলো না! অবশ্য কিই-বা বলবো, তুমি তো ভুলেই গেছো আমাকে।

কি আর করবো মেমসাহবে বলো? কেউতো এলো না। অপেক্ষাতেই থাকি। দেখি বেলা বোস ফোনের জবাব দেয় কিনা।

ভালো থেকো।

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪০

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার লেখাটা ভালো লাগল।

২১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: অনেক ধন্যবাদ রইলো পড়ার জন্য।

২| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ৭:১৬

সিগন্যাস বলেছেন: আফগানী প্রেম ? আফগানিস্তানের প্রেম নাতো :|| :||

২১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: হ্যাঁ। শবনম তো আফগানী মেয়েই ছিলো!

৩| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: সব গুলো প্রিয় চরিত্র নিয়ে হাজির হয়েছেন।
খুব সুন্দর।
এসব এখন বাস্তব চরিত্র হয়র গেছে।

২১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: যেসব নারী বইয়ের পাতায় থেকেও মন ছুঁয়ে গেছে, তাদের স্মরণেই লেখাটা। তারা তো বাস্তবের প্রেমিকাদের আদর্শই।

ধন্যবাদ রাজীব ভাই।

৪| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৫

জাহিদ অনিক বলেছেন:
বাব্বা ! আপনার দেখি সবার সাথে প্রেম প্রেম !
শবনমকে পেতে চান ? লেমুন-ই-হিন্দুস্থান নিয়ে যেতে ভুলবেন না যেন !

২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: কি আর করবো বলেন, ধরা তো দেয় না কেউই। টানি সবাইকেই।

৫| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৫

আরণ্যক রাখাল বলেছেন: মেমসাহেব চরিত্রটা কোন কারণে আমার ভাল লাগে নাই!

২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:০১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আসলে আমার কাছে মেমসাহেব চরিত্র হিসেবে স্মরণীয় না। তাকে আমার কাছে প্রেম-ত্যাগ আর বিরহের এক প্রতীক মনে হয়। প্রেমিকারা হবে মেমসাহেবের মত।

৬| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১:০৪

সুমন কর বলেছেন: বাহ....এতোগুলো চরিত্র এক সাথে। ভিন্ন রকম এবং ভালো লাগল।

অনেক দিন পর !! কেমন আছেন?

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আন্তরিক ভাবে দুঃখিত সুমন ভাই, উত্তর দিতে অনেক দেরি করে ফেলেছি। ব্লগে আর ঢোকা হয়নি তাই কমেন্টটাও দেখিনি।

হ্যাঁ, একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় ব্লগে আসার সময় পাই না, লেখালেখিরও না। ভালোই আছি। আপনি কেমন আছেন সেটা বলেন।

৭| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:১২

শায়মা বলেছেন: হায় হায় এত সব গল্প উপন্যাসের মেয়েদেরকে নিয়েই থাকলে চলবে!!!!!!!! B:-)



:P

Click This Link target='_blank' >বই এর পাতার স্বপ্নপুরুষ ও স্বপ্নকন্যারা আর আমার মনের পাতার খোকাভাই

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বাস্তবের মেমসাহেবরাও কিন্তু খুব বেশি আলাদা না শায়মাপু!

আর তুমি এতোদিন পরে কোত্থেকে? ফেসবুক-ব্লগের উপর অভিমান কেন আপু? দেখিই না তোমাকে।

৮| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

সুমন কর বলেছেন: আমিও ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি......

৯| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার লেটেস্ট পোস্টটা সরায় ফেলছেন কেন?

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: কোথায় অয়ন ভাই? এটাই তো সর্বশেষ ছিলো!

আর এর আগে একটা গল্প পোস্ট করেছিলাম। সেটা ভুলে ডিলিট হয়ে যাওয়াতে আর পরে রিপোস্ট করিনি।

১০| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭

শায়মা বলেছেন: আরে অভিমান না। আমি তো সিক ছিলাম....

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আয় হায়! বলো কি!
এখন সুস্থ আছো তো?

১১| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১২

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?

কেমন আছেন?

২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আরে বিজন দা যে!! ভালো আছি। আপনি কেমন?
ব্লগে এখন আর আগের মত আসা হয়ে উঠে না :( কারো কোন খোঁজ-খবরও জানি না।

১২| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৮

সিগন্যাস বলেছেন: ভাইয়া আমাকে দুতিনটা থ্রিলার সাজেস্ট করেন । হাতে প্রচুর সময় । শুধু খাওয়াদাওয়া আর ঘুমালে তো হবে না

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৩২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ১। অরফান এক্স - গ্রেগ হুরউইজ
২। ফার্স্ট ফ্যামিলি - ডেভিড বালডাচ্চি
৩। দ্য বাটারফ্লাই গার্ডেন - ডট হাচিসন
৪। দ্য ইনোসেন্ট - ডেভিড বালডাচ্চি
৫। আমাজনিয়া - জেমস রোলিন্স

এই পাঁচটার যে কোন একটা দিয়ে শুরু করতে পারেন। সব গুলোই অনুবাদ থ্রিলার। আমি সাজেস্ট করবো আমাজনিয়া বা অরফান এক্স দিয়ে শুরু করতে।

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

মেহেদী হাসান হাসিব বলেছেন: লেখাগুল হৃদয়স্প, প্রিয়তে রাখলাম।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: কৃতজ্ঞতা!
খুব খুশি লাগলো আপনার এতটা ভালো লেগেছে দেখে।
অসংখ্য ধন্যবাদ মেহেদী সাহেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.