নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈশিষ্ট্যহীন একজন মানুষ।

মোটা ফ্রেমের চশমা

বলার মতো কিছু হতে পারিনি এখনো

মোটা ফ্রেমের চশমা › বিস্তারিত পোস্টঃ

একুশে বইমেলায় আসছে টু স্টেটসঃ দ্য স্টোরি অব মাই ম্যারেজ

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১



মেঝেতে বসে কলাপাতায় বেড়ে সব্জি ভাজি খেতে রাজি আছেন প্রেমিকার জন্য? কিংবা প্রতিদিন ভোর চারটায় উঠে হবু শালাকে ( হলেও হতে পারে ) ফ্রিতে পড়াতে যাবেন?
প্রেমিকার মা-বাবা’র রক্তচক্ষু কিংবা মায়ের অভিমানকে হার মানাতে কতটা পথ পাড়ি দিতে হয় সেটা কেবলমাত্র সফল প্রেমিকযুগলই জানে। আর জানে কৃষ-অনন্যা। তাদের গল্পই টু স্টেটসঃ দ্য স্টোরি অব মাই ম্যারেজ।

কৃষ আর অনন্যা। ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট আহমেদাবাদে পড়তে গিয়ে পরিচয়, সেখান থেকে মন দেয়া-নেয়ার পালা। দুজনের মন এক জায়গায় মিললেও তাদের বেড়ে ওঠা সুবিশাল ভারতের দুই রাজ্যে- দিল্লী আর চেন্নাই। আর সেটাই বাধা হয়ে দাঁড়ায় তাদের প্রেমে। কারোর পরিবারই মেনে নিতে পারে না অন্যের সংস্কৃতিকে। এক পক্ষের মুখে হিন্দি আরেক পক্ষের ঠোঁটে তামিল। একপক্ষ খেতে পছন্দ করে মাখন আর আরেক পক্ষ নারকেল। আর ওদিকে কৃষ-অনন্যা পরিবারের অমতে বিয়ে করতে চায় না। তাহলে কীভাবে সামলাবে দুই নৌকা? পা ফসকে না যায়? এদিকে ঝড় উঠলো ওদের দুজনের মাঝেও।

ভালোবাসা কেবল দুজনের মধ্যে হলেই হয় না। ছেলের পরিবারের মেয়েকে ভালবাসতে হয়, মেয়ের পরিবারের ছেলেকে ভালবাসতে হয় আবার ছেলের পরিবারের মেয়ের পরিবারকে ভালবাসতে হয় এবং মেয়ের পরিবারকেও ছেলের পরিবারকে ভালবাসতে হয়।

আর সেই ভালোবাসার গল্প নিয়েই বই বাজার প্রকাশনী থেকে আসছে আমার প্রথম অনুবাদ গ্রন্থ টু স্টেটসঃ দ্য স্টোরি অব মাই ম্যারেজ ।
পাওয়া যাবে একুশে বইমেলার স্টল নাম্বার ৬১৮ তে।

প্রি-অর্ডার লিঙ্কঃ আরণ্যক

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: শুভকামনা রইলো...

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


কোন ভাষা থেকে কোন ভাষায় অনুবাদ?

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ইংরেজি থেকে বাংলা। চেতন ভগত ভারতীয় ঔপন্যাসিক হলেও লেখার ভাষা মূলত ইংরেজি।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১

সিগন্যাস বলেছেন: ভাই কোথায় হারিয়ে গেছিলেন? six of crows দুইবার পড়েছি

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: এই তো ভাই, এই অনুবাদের কাজে ব্যস্ত ছিলাম পাঁচ-ছয় মাস।
সিক্স অফ ক্রোজ দুবার পড়েছেন?!! শুনে খুবই ভালো লাগলো আমার সাজেশন কাজে লেগেছে জেনে :D
বাই দ্যা ওয়ে, ক্রুকেড কিংডম কয়বার পড়েছেন?

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কিনতে চাই , পড়তে চাই।

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: চলে আসবেন ৬১৮ নাম্বার স্টলে, দেখা হবে-কথা হবে।
আর নয়তো ঘরে বসেই পেতে চাইলে আরণ্যক লিংকটায় ক্লিক করে অর্ডার করে ফেলুন!

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৬

শায়মা বলেছেন: হা হা মনে হচ্ছে মজার বই।

নামটাই মজার ভাইয়া !!!!!!!

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বাংলায় বললে হয় - ''আমার বিয়ের গপ্পো''
গপ্পো পড়তে চাইলে ঘুরে এসো মেলায় :P

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮

সিগন্যাস বলেছেন: আহা ভাইয়া ক্রুকেড কিংডমের নামই তো আগে শুনিনি। এখনো kaz,inej মাথায় ঘুরছে

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: হায় হায়! সিক্স অফ ক্রোজের সেকেন্ড পার্ট হচ্ছে ক্রুকেড কিংডম! সিক্স অফ ক্রোজের শেষে তো ইনেজকে ধরে নিয়ে যায়। ওকে উদ্ধার করবে না কায?

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২

সৈয়দ সামিদ বলেছেন: এই বইটা কয়জনে অনুবাদ করেছে

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: চেতন ভগতের এই একটা বই-ই বাকি ছিলো অনুবাদ করায়। আর কেউ করেনি এটা।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২২

রানার ব্লগ বলেছেন: এটা নিয়ে সিনেমা হয়ে গেছে। আলিয়া ভাট আর আর্জুন কাপুর অভিনীত টু স্টেট

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: জ্বী, সম্ভবত ২০১৪ সালে। বইয়ের অনেক কিছুই বাদ দেয়া হয়েছে সিনেমাতে। গল্প অনুযায়ী স্ক্রিপ্ট বানালে ৪-৫ ঘন্টার সিনেমা হতো।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: বইমেলা থেকে সংগ্রহ করবো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: খুব খুশি হলাম ভাই! আশা করি খারাপ লাগবে না পড়ে :)

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪০

আখেনাটেন বলেছেন: শুভকামনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.