নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছটফটে, পাগলা কিছিমের, জঘন্য টাইপের বদরাগী, সাইকো লেভেলের একজন মানুষ। শুধু ছবি তুলতে গেলে উপাধিগুলো বাদ যায়!!!

চিত্রযোধী আবির

ক্ষনিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে...

চিত্রযোধী আবির › বিস্তারিত পোস্টঃ

ছন্নছাড়া পাগলামি

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

স্বপ্নতরী বাইছি আমি অবিশ্বাসী ভবের স্রোতে,
ভাবনা কি ?
দিব্যচোখে দেখতে পারি মেরুপ্রভা, মরীচিকা,
কিংবা আমার স্বপ্নটি ?
ক্ষুদ্র আমি শূন্য নই,
যোদ্ধা আমি বোদ্ধা নই।
বালুর সাথে মিশতে চাই,গুল্ম হলেও ফিরতে চাই,
বাঁচার সময় হাসতে চাই, মরার সময় মারতে চাই।
মধ্যরাতে আগুন হাতে আঁধার চিড়ে শিস বাজাই........
ধূসর তুমি, মলিন তুমি
আবাল-বৃদ্ধ, মজ্জাহীন।
রং-তুলি আর আলোর হ্রদে,
ভাসবো আমি লাগামহীন।
তোমার মত বর্ণহীন ?

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: স্বাগতম এন্ড হ্যাপি ব্লগিং :D

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১২

চিত্রযোধী আবির বলেছেন: ধন্যবাদ...

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ লিখছিস রে ভাইয়া ! :)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

চিত্রযোধী আবির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, বুবু...।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন:


দারুণ কবিতা।

চালিয়ে জান :)

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: বালুর সাথে মিশতে চাই,গুল্ম হলেও ফিরতে চাই,

বাঁচার সময় হাসতে চাই, মরার সময় মারতে চাই।।।।




কোন কথা হবেনা..............।।।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮

চিত্রযোধী আবির বলেছেন: কেননা,
"মধ্যরাতে আগুন হাতে আঁধার চিড়ে শিস বাজাই......."

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.