নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছটফটে, পাগলা কিছিমের, জঘন্য টাইপের বদরাগী, সাইকো লেভেলের একজন মানুষ। শুধু ছবি তুলতে গেলে উপাধিগুলো বাদ যায়!!!

চিত্রযোধী আবির

ক্ষনিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে...

চিত্রযোধী আবির › বিস্তারিত পোস্টঃ

"সুপ্ত-স্বপ্ন"

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১০

একটা গল্প লেখার শখ, অনেকদিনের শখ .........
গল্পের বইটার পাতায় কোন অক্ষর থাকবে না !
গল্পের বইটা পড়ার কোন নিয়ম থাকবে না !
বইটা পড়তে অক্ষর-জ্ঞান লাগবে না !
তাহলে কি থাকবে বইটাতে ? ? ?
বইটাতে একটা গল্প থাকবে......
রোদ, মেঘ, বৃষ্টি, আকাশ, সাগর, মানুষ, মানুষের হাসি, মানুষের কান্না, মানুষের অশ্রু, সুখ-দুঃখ, দিন, রাত...... সব মিলিয়ে থাকবে মানুষের চারপাশ ! ! !
অবশ্যই তাতে ভালোবাসা থাকবে, আর তা থাকবে মানুষের চোখের মণিতে.....
একদিন ঠিকই বেরিয়ে যাবো ক্যামেরা কাঁধে নিয়ে। অনেক দূরে ! ! !
যেদিন ফিরে আসবো, সাথে করে বইটার পাণ্ডুলিপি নিয়ে আসবো......
তোমার বাসা দোতলায়, তোমার রুমের বারান্দায় দেয়াল বেয়ে উঠে চুপিসারে রেখে আসবো পাতাবাহারের গাছটার পাশে। ভালো লাগলে হাত নেড়ো।
ঠোঁটে জ্বলন্ত সিগারেট নিয়ে আমি অবশ্যই দাড়িয়ে থাকবো, নতুবা ফেলে দিও, কুড়িয়ে নিয়ে রেখে দেবো যতনে.... পরিশ্রম করে গড়েছি বা শখের জিনিস বলে নয়,
তোমার স্পর্শ আছে বলে.....

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: হোয়াই ম্যান..............................................হোয়াই!!!

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪২

চিত্রযোধী আবির বলেছেন: কেননা, তার স্পর্শ থাকবে সেখানে, আর গল্পটি লিখবো তার জন্য.... এই কি হওয়া উচিত না???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.