নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছটফটে, পাগলা কিছিমের, জঘন্য টাইপের বদরাগী, সাইকো লেভেলের একজন মানুষ। শুধু ছবি তুলতে গেলে উপাধিগুলো বাদ যায়!!!

চিত্রযোধী আবির

ক্ষনিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে...

চিত্রযোধী আবির › বিস্তারিত পোস্টঃ

"বাঁচার বাহানা"

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

শুধু এতটুকুই ছিল আমার কাছে।
পাগলামি স্বভাবের আমার আমি টা, হৃদয়ে রক্তের বদলে আগুন ছড়াতো.......
সেই যন্ত্রণা আমার সাথে আমিও ভোগ করতো, করছে, করবে।
শরীরটা যদিও নিথর, শীতল, কিন্তু উষ্ণতা এখনো রয়ে গেছে।
হৃদয় আগুনে অঙ্গার হয়ে জ্বলছে এখনো.....
ফিনিক্সের মতো আমি চাইলেই আবার উঠে ডানা মেলে উড়তে পারি.....
কিন্তু.........
কিন্তু জীবনে এখন গতির বদলে চাই নিশ্চল-নিস্তব্ধতা, ঘুম আচ্ছন্ন করলেই খুশি হই.....
কে শালা বেহুদা ঝামেলায় জড়াতে চায়, আবার???
কিন্তু..........
মাঝে মাঝে ইচ্ছে নামের যন্ত্রণাটা এসে আলতো করে ঠোঁট স্পর্শ করে, তৃষ্ণা জাগিয়ে দেয়...........
কেউ তো পিছন থেকে ডেকে বল, "এই........., কই যাও???"
সত্যি বলছি, কুসংস্কার না মানলেও, ঘুরে দাড়িয়ে ভুরূ পাকিয়ে কপট রাগ দেখিয়ে বলবো,
"যাওয়ার সময় পিছন থেকে ডাকতে নেই, জানো না??? "
বাহানা দেয়ার ছোট্ট সুযোগ কেউ তো দাও??? যেন থেমে গিয়ে থেকে যাই???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.