নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছটফটে, পাগলা কিছিমের, জঘন্য টাইপের বদরাগী, সাইকো লেভেলের একজন মানুষ। শুধু ছবি তুলতে গেলে উপাধিগুলো বাদ যায়!!!

চিত্রযোধী আবির

ক্ষনিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে...

চিত্রযোধী আবির › বিস্তারিত পোস্টঃ

"শুভ বিজয়া"

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯

লেখালেখি মূলত আমার কাজ না। আমি ছবিয়াল, ছবি তুলি। আর পূজাতে প্রতিমা দেখতে গিয়ে ছবি তুলে বেশ লাগলো।
শত হোক, অনেকদিন পর ক্যামেরা ধরলাম। সাথে ছিলেন সামু'র ব্লগার আফসানা যাহিন চৌধুরি।
ব্লগে ছবি দেয়া উচিৎ কিনা জানা নেই, তবুও মনে হল দেয়া যায়, কেননা অনেক সময় হাজারটা শব্দ একটা ছবি বলে দিতে পারে কিনা।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১০

সুমন কর বলেছেন: ব্লগে অবশ্যই ছবি দেয়া যায়।

সরাসরি ছবিগুলো দিলেই পারতেন।

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৯

চিত্রযোধী আবির বলেছেন: সরাসরি ছবি না দেয়াতে খুব কি খারাপ হয়েছে ছবিগুলো? কিছুটা আবেগ কি শুধু লেখকদের থাকে?
জানানোর জন্য ধন্যবাদ।

২| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭

বেসিক আলী বলেছেন: সুন্দর সব ছবি । আরো কয়েকটা দিলে ভালো হতো।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৩

চিত্রযোধী আবির বলেছেন: আগামীতে ছবি আরও দেবো। ধন্যবাদ আপনাকে।

৩| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৭

মঞ্জু রানী সরকার বলেছেন: ছবির সংগে ক্যাপসন থাকলে ভালো হয়

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৩

চিত্রযোধী আবির বলেছেন: প্রথমবারের ভুল হিসেবে ক্ষমা করে দিন। আগামীবার থেকে সব ছবির সাথে সেগুলোর পেছনের গল্পগুলো লিখবো। নিয়মিত। ধন্যবাদ।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৭

আমিনুর রহমান বলেছেন:




মাত্র ৫ খানা ছবি ।।

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫১

চিত্রযোধী আবির বলেছেন: কই ৫ খানা ছবি? ৪ খানা ছবিই তো দিলুম ভাই!!!

৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমিনুর রহমান বলেছেন: মাত্র ৫ খানা ছবি ।।


মানিনা। পোস্টে অনেকগুলো সুন্দর সুন্দর ছবির আশা করে ঢুকেছিলাম। নাহ!! হতাশ করলেন ভাই। :(

ছবি আরও চাই। :)

২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৩

চিত্রযোধী আবির বলেছেন: আপনার আশা ভঙ্গের জন্য এখন থেকে নিয়মিত আমার ছবির পেছনের গল্পগুলো ছবিগুলো বলবো। আশা করি তখন হতাশ হবেন না।
ধন্যবাদ মতামতের জন্য।
আর আমিনুর রহমান ভাই কি বললেন কিছু কি বুঝতে পারলেন???

৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৯

আবু শাকিল বলেছেন: ছবি খুব কম হয়েছে :)
শুভ বিজয়া ভাইয়া ।

২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৫

চিত্রযোধী আবির বলেছেন: অল্প কিছু ছবিই তুলেছিলাম, তাই সেগুলো থেকে বেছে চারটা দিলাম।
আপনাকেও বিজয়ার শুভেচ্ছা।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: ছবিয়াল -এর ছবি তোলার ষ্টাইলটা দারূণ, সেই সাথে ছবিগুলোও !!!! :) :)
শুভ বিজয়া!!!

২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৫

চিত্রযোধী আবির বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ, শুভ বিজয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.