নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছটফটে, পাগলা কিছিমের, জঘন্য টাইপের বদরাগী, সাইকো লেভেলের একজন মানুষ। শুধু ছবি তুলতে গেলে উপাধিগুলো বাদ যায়!!!

চিত্রযোধী আবির

ক্ষনিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে...

চিত্রযোধী আবির › বিস্তারিত পোস্টঃ

"আমার লেন্সে আমার বাংলা"

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩১



ধানের শীষে নাকি শিশির বিন্দু দেখা হয়না অনেকের জীবনে, কিন্তু বিলাত ঘুরে রঙ-বেরঙের খানা-খাদ্য আর হাজারটা গল্প অনেকেই তো বলেন। আমি নাহয় আজ কিছু দেশের গল্পই বলি?



ইংল্যান্ডের ট্রেনে চেপে এমন দৃশ্য দেখা যায় কিনা জানি না, কিন্তু এটা জানি, বাংলাদেশ রেলওয়ের লস্কর-ঝস্কর মার্কা ট্রেনে চড়ে এমন মেঘ শুধু দেখাই যায় না, মেঘ থেকে ঝরে পরা মুক্তাবিন্দুও স্পর্শ করা যায়, আর তখন একাকী কাউকে প্রচণ্ড অনুভব করা যায়।
মনের কোন কোণে চিনচিনে ব্যাথায় একটা উদাসী রাখাল জন্ম নেয়। সত্যি বলছি, সেই রাখালের চোখে মুক্তো জাগে।



কখনো এমন করে কোন মানবী মেঘের মাঝে মুক্তো খুঁজতে হাত বাড়ায়, যেভাবে সে হাত বাড়ায় সে তার মনের মানুষের পানে।



হয়তো ভেনিসের সেই আলিশান ভাবটুকু বাংলার ছোট্ট ডিঙির নেই, কিন্তু এখানে আকাশের বুকে হাজারটা আলোর খেলা দেখে মাঝি বাড়ি ফেরে রুপালী ইলিশে ডালা ভর্তি করে, আর রাতে একসাথে খেতে বসে মোটা চালের ভাতের সাথে সর্ষে ইলিশ দিয়ে।



এভাবেই হয়তো হাজার বছর আগে বাংলার সমুদ্রের তীরে হেঁটে বেড়াতো শুঁটকী-শ্রমিকরা। হয়তো কারো নাকে ফ্রেঞ্চ ফ্রাই আর পিৎজার গন্ধ বেশি লোভনীয় কিন্তু এখনো আমার মা'র হাতের ভর্তা আমাকে বেশি শান্তি দেয়। পাঁটা-পুতায় শুঁটকীর ভর্তা বানানোর পর রয়ে যাওয়া অল্প ভর্তার সাথে ভাত পাঁটায় দিয়ে নরম করে মাখিয়ে খাইয়ে দেয়াটা ক'জনের জানা আছে???



হয়তো বাংলায় পিরামিড নেই, কিন্তু এখনো এদেশে এমন অনেক পোড়া-বাড়ি রয়ে গেছে যেখানে বন্ধুদের সাথে জম্পেশ থ্রিলার-মার্কা অ্যাডভেঞ্চার করা যায়। হয়তো মমির ভয় বাংলায় পাওয়া যায়না, কিন্তু শাঁকচুন্নি, চোরাচুন্নি, ব্রহ্মদৈত্য, স্কন্ধকাটা কিংবা কানাখোলারা এসব স্থানে রাতে কি আসে?? তা খুঁজতে কি যাওয়া যায়না???



নায়াগ্রা জলপ্রপাতের নিচে গিয়ে দেখার সাহস আর যোগ্যতা আমার নেই, কিন্তু ক্ষইয়াছড়া ঝর্নার নিচে পানির স্রোতে বিদ্যুৎ অনুভব করা কিংবা সেই ঝর্নার ভেতরের গর্তে বসে শব্দহীন পৃথিবী বুঝতে পারা কম কিসে???



ডিজনিল্যান্ডে রোলার-কোস্টারে চড়িনি তো কি হয়েছে??? খাগড়াছড়ি তেরাংতৈ কালাই/রিছাং ঝর্নাতে নেমে সব বন্ধুরা মিলে এমন তো করেছি??? উঠতে বা নামতে নাহয় সময় একটু লাগে, তাতে কি???



শেষ বিকেলে বুদ্ধ-মূর্তির সোনালী গায়ে সোনালী রোদ কি কোন অংশে কম পাওয়া???



ময়মনসিংহের মাটির ঘরগুলো হারিয়ে যাচ্ছে, গরমে ঠাণ্ডা, ঠাণ্ডায় গরম, এমন সুলভ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কি আছে হে???



বাংলার রূপ এমন চোখ ছাড়া কি দেখা যায়?? কি মুগ্ধ বিস্ময়।



কর্ণফুলী ব্রিজটা কি রাত ২ টায় দেখার চেষ্টা কেউ করেছেন??? আলোর খেলা চলে নদীর উপরে।



নিজস্ব দ্বীপ না থাকতে পারে হাওয়াই দীপপুঞ্জের মাঝে কিন্তু এমন একটা ঘরের স্বপ্ন রাঙ্গামাটিতে দেখা তো যেতেই পারে।



চোখের ডাক্তার সবুজ দেখতে বললে আমার উপদেশ হবে, সোজা বিলাইছড়ি যাও হে, চোখ তো চোখ, অন্তরটাও ভালো হয়ে যাবে।



দিনশেষে, জীবন শেষে বাংলার বুকে সূর্যের মতো অস্ত যেতে পারাটাই কি সবচাইতে বড় পাওয়া নয়???

প্রতুল বলেছিলেন, "বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেঁচো না"
আমি বলবো, দুইটা "চিকেন ঠ্যাং খাইয়া মাছ- ভাত ভুইলো না বাহে..............."

মন্তব্য ৫৯ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৯

আহলান বলেছেন: সুন্দর

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২২

চিত্রযোধী আবির বলেছেন: ধন্যবাদ। পাশে থাকবেন।

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫১

এহসান সাবির বলেছেন: খুব সুন্দর।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৩

চিত্রযোধী আবির বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: আপনার লেন্সের শতায়ু হোক.............ক্যামেরা অথবা চোখ.. :)





আর সত্যি ছবিগুলো এত বেশী অসাধারণ যে পৃথিবীর আর কোন কিছুর সাথেই তুলনার অপেক্ষা রাখেনা..এত দারুণ! এত দারুণ!!


২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৬

চিত্রযোধী আবির বলেছেন: ট্রেনের রাখাল যে আপনাকে ভেবে মুক্তো ঝরায়, আপনাকে অনুভব করে উদাসী হয়, সেটা জানেন তো???

৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৯

নেক্সাস বলেছেন: সুযোগ পাইলে ক্যমেরা খানা চুরি করবো। সাবধান

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৮

চিত্রযোধী আবির বলেছেন: আমি কিন্তুক উকিলও। চুরির মামলায় কত কিছু যে জড়ামু। ক্যামেরা নিয়া ছাড় নাই মশাই। চায়ের দাওয়াত রইল।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১০

নাবিক সিনবাদ বলেছেন: অসাধারণ :)

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৯

চিত্রযোধী আবির বলেছেন: ধন্যবাদ।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

সুমন কর বলেছেন: আহ্ ....চমৎকার।

ভালো লাগা রইলো।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩০

চিত্রযোধী আবির বলেছেন: অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। ভালো লাগে।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

এরশাদ বাদশা বলেছেন: সিম্পলি অসাধারন!!!

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩১

চিত্রযোধী আবির বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

শ্রাবণধারা বলেছেন: অতিশয় চমৎকার আপনার লেন্স খানা...........। তাহার জন্য শুভকামনা.......।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩

চিত্রযোধী আবির বলেছেন: শুধু লেন্স? ক্যামেরা, ব্যাটারি, সিএফ কার্ড, ট্রাইপড এদের কোন অবদান নেই???

৯| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: ছবির সাথে লেখার মেলবন্ধন অসাধারণ ।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩

চিত্রযোধী আবির বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৩

আমিনুর রহমান বলেছেন:



দেখার মতো মন হলেই পরে এমন ছবি ক্যামেরায় বন্দি করা সম্ভব।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৫

চিত্রযোধী আবির বলেছেন: ইশ্!!! যুদি আম্রিকা যাইতারতাম রে ভাইডু!!!

১১| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৫

রক্তিম দিগন্ত বলেছেন: অসাধারণ।

আমার হাতে লেন্স থাকলে, বাংলার ছবি তোলা শেষ হবে না।

ছবি গুলোর জন্য অসংখ্য ধন্যবাদ। কিছু বর্ণনা খুঁজছিলাম বাংলার, ছবি দেখে পেয়ে গেলাম।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৮

চিত্রযোধী আবির বলেছেন: কারোই শেষ হয়নি, হবেও না। বাংলা নিজের মাঝেই বিশ্ব। গত ৮ বছরে একবিন্দুও দেখে শেষ করতে পারিনি। এই না পারাতেই সুখ। পিপাসা মিটলে কি চলে??
ধন্যবাদ আপনাকে।

১২| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮

জুন বলেছেন: অপুর্ব বিশেষ করে পোড়ো বাড়ীটাতো মনে হয় শিল্পীর তুলিতে যেন আঁকা।
+

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪০

চিত্রযোধী আবির বলেছেন: রাতে বৃষ্টিতে জানালা খুলে শোয়ার অনুভূতি কি অসাধারণ ভাবতে পারেন?? সেই অসাধারণ ১০ দিন। মিস করি খুব।

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ক্যামেরায় আমার চমৎকার বংলাদেশ দেখে মুগ্ধ হলাম । দেশ নিয়ে পোস্ট খুব ভাল লাগলো ।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪১

চিত্রযোধী আবির বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০০

ধমনী বলেছেন: আফসানা যাহিন চৌধুরী বলেছেন: আপনার লেন্সের শতায়ু হোক.............ক্যামেরা অথবা চোখ.. :)
- সহমত। দারুণ কিছু ছবি তুলেছেন আপনি। দেশকে ভালোবাসলেই এমন দৃশ্য চোখে পড়ে।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২

চিত্রযোধী আবির বলেছেন: আশা করি এভাবেই সাথে পাবো। ধন্যবাদ আপনাকে।

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯

শামছুল ইসলাম বলেছেন: আমার দেশ, আমার অহংকার - দারুণ সুন্দর সুন্দর দর্শনীয় জায়গার ছবি আর বর্ণনা দিয়ে আপনি সেটা প্রমাণ করেছেন।

সালাম তোমায় ভ্রমণ পিয়াসী ব্লগার।

ভাল থাকুন। সবসময়।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৪

চিত্রযোধী আবির বলেছেন: ধন্যবাদ। আসলে আমি ভ্রমণপিয়াসু, কথাটা সত্যি, কিন্তু ব্লগার..... মনে হয় না। আমি ছবিয়াল।
ধন্যবাদ আপনাকে।

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৩

হামিদ আহসান বলেছেন: বাহ দারুন সব ছবি ...সাথে মনেহর বর্ণনা

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৫

চিত্রযোধী আবির বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৭| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২

হাসান মাহবুব বলেছেন: দারুণ!

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৫

চিত্রযোধী আবির বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৮| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪১

আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ। মন ভরে গেল ।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৬

চিত্রযোধী আবির বলেছেন: এত অল্পেই??? দোয়া করবেন।

১৯| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৬

কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার উপস্থাপনা, সেই সাথে ছোখ জুড়ানো ছবিগুলো!!!!!
অনেক অনেক অনেক শুভেচ্ছা!!!

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৯

চিত্রযোধী আবির বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ।

২০| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৪

প্রবাসী পাঠক বলেছেন: প্রতিটি ছবিই চমৎকার।

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৮

চিত্রযোধী আবির বলেছেন: দেখা-পড়ার জন্য ধন্যবাদ।

২১| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৪৪

প্রলয়শিখা বলেছেন: রাঙ্গামাটিতে লেকের পাড়ের ঘরটা দেখে ম্বপ্নাতুর করে দিলেন :( স্বপ্ন দেখাই যায় এমন একটা ঘরের :D

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪০

চিত্রযোধী আবির বলেছেন: দেখি তো। তাই বন্দী করে রাখি সব....... স্বপ্ন বাস্তব করতে হবে না!!!

২২| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৫

সায়েদা সোহেলী বলেছেন: ইংল্যান্ডের ট্রেনে চেপে এমন দৃশ্য দেখা যায় কিনা জানি না, কিন্তু এটা জানি, বাংলাদেশ রেলওয়ের লস্কর-ঝস্কর মার্কা ট্রেনে চড়ে এমন মেঘ শুধু দেখাই যায় না, মেঘ থেকে ঝরে পরা মুক্তাবিন্দুও স্পর্শ করা যায়, আর তখন একাকী কাউকে প্রচণ্ড অনুভব করা যায়।
মনের কোন কোণে চিনচিনে ব্যাথায় একটা উদাসী রাখাল জন্ম নেয়। সত্যি বলছি, সেই রাখালের চোখে মুক্তো জাগে।
...। যেমন ছবি তেমনি তার বর্ণনা !!! মন ছুয়ে দেওয়া ভালো লাগা ...............

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪১

চিত্রযোধী আবির বলেছেন: ছবির কথা জানিনা, কিন্তু বিবরণের অনুভূতি প্রবল।

২৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪১

হাসান রাজু বলেছেন: অসাধারণ লিখেছেন , অসাধারণ ছবি তুলেছেন ।
এতই ভালো লেগেছে যে কার মন্তব্যে কি রিপ্লাই দিয়েছেন সেটাও পড়ে ফেলেছি । ভাল থাকবেন, ভালো ছবি তুলবেন । আমিন ।

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৪

চিত্রযোধী আবির বলেছেন: অসংখ্য ধন্যবাদ। সব কমেন্ট পড়ার জন্য স্পেশাল ধন্যবাদ।

২৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৬

রমিত বলেছেন: অসাধারণ ছবি তুলেছেন । চমৎকার ব্লগ।

২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫২

চিত্রযোধী আবির বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯

আহমেদ জী এস বলেছেন: চিত্রযোধী আবির ,



চিত্রযোধীর মতোই লেন্সে মুগদ্ধতার চিত্রযুদ্ধ ।
ভালো লেগেছে ।

২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৩

চিত্রযোধী আবির বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২৬| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৮

এস কাজী বলেছেন: চমৎকার সব ছবি সাথে চমৎকার বর্ণনা। ভাল লেগেছে :)

২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৪

চিত্রযোধী আবির বলেছেন: ধন্যবাদ।

২৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২০

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর ।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫২

চিত্রযোধী আবির বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২৮| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৯

নাইট রাইটার বলেছেন: চোখ জুরিয়ে গেল। চমৎকার সব ছবি।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫২

চিত্রযোধী আবির বলেছেন: ধন্য আমি, ধন্যবাদ আপনাকে

২৯| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
দৃষ্টিনন্দন ৷মনোমুগ্ধকর ৷

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৫

চিত্রযোধী আবির বলেছেন: ধনবাদ আপনাকে।

৩০| ২৬ শে মে, ২০১৯ রাত ৯:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার ছবিপোস্ট :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.