নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা ব্লগ ভালবাসি আর সুযোগ পেলেই পড়ি। অনেক কিছু লিখতে মন চায়, কিন্তু লেখার যে হাত!...চেস্টা করে যেতে হবে তবুও।

কাতিআশা

বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা

কাতিআশা › বিস্তারিত পোস্টঃ

স্কেচ-ইনটেরিওর প্রজেক্ট

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩২

আমার সখের কিছু স্কেচ দিলাম..লেখার কিছু খুঁজে পাচ্ছিলাম না, তাই..আজাইরা অবশ্য! (সিড়ির ধাপের সংখ্যায় ভুল আছা কিন্তু!..বস আমার চাপায় সেই বিরাট অসংগ টা দেখতে পায় নাই.. B-)

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৩

ওমেরা বলেছেন: ভুল থাকলেও আমি ও বুঝি নাই সুন্দরই লাগছে ।ধন্যবাদ

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৪৩

কাতিআশা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ওমেরা!

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: থ্রিডি স্কেচ গুলি ভালই হয়েছে! আপনার আঁকা ?

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৫

কাতিআশা বলেছেন: হ্যা, আমাদের অফিস এর নিচে স্টোরেজ রুম টার রেনোভেশন এর প্রাথমিক প্রপোজাল টা আমার করা ডিজাইন..এখন কাজ চলছে। ধন্যবাদ ভাল লাগার জন্য।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: স্বেচগুলি ভালই লেগেছে ।
কামনা করি ব্লগিং শুভ হোক ।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৬

কাতিআশা বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্..দোয়া করবেন।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৯

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কাতিয়াশা..
নেক্সট পার্টটা কি দিয়ে দেবো আজকে?

অনেকেই তাড়া লাগিয়েছে।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

কাতিআশা বলেছেন: অবশ্যই!...ব্লগ খুলি আপনার লেখার জাদুকরী ভালোলাগা নিয়ে কাজ শুরু করতে। আমাদের এখানে এখন দুপুর..লান্চের আগেই লেখা চাই!..না হলে কাজে concentration তে পারছি না...please do something for me Rajkonna!

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দিয়েছি কাতিআশা...

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬

কাতিআশা বলেছেন: পড়েছি...কিন্তু পিপাসা মিটলো না!..কি হলো তারপরে? অপেক্ষায় আছি....আপনার গুনমগ্ধ কাতিয়া

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৭

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: খুব শিঘ্রই দিয়ে দেবো। পিপাসার্ত রাখতে চাইওনা।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫২

অলিউর রহমান খান বলেছেন: স্কেচ গুলো তো ভাই খুব সুন্দর! একদম বাস্তব মনে হচ্ছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০০

কাতিআশা বলেছেন: Thanks!

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৩:৪৩

মলাসইলমুইনা বলেছেন: আপনার এই লেখাটায় আমার কমেন্ট কই গেলো ? আমারতো ধারণা আমি বেশ কদিন আগেই আপনার এই লেখাটা পড়ে একটা কমেন্ট করেছিলাম, স্ট্রেঞ্জ ! তার মানে কন্টেন্টটা লিখেও হয়তো বাটনটা পুশ করা হয়নি | আল্লাহ আপনাদের কত যে এতো ফেভার করলেন ! অনেক খোঁজার চেষ্টা করলাম সিঁড়ির ধাপে ঝামেলাটা কোথায় ? বুঝতেই পারলাম না | চোখে চশমা লাগিয়েও না | একটা কথা, আপনি ব্যস্ত থাকলে বেশি লিখতে হবে না আপনার স্কেচ দিয়ে একটা সিরিজ করে ফেলুন | আমি শিওর ওটা কিন্তু সবারই ভালো লাগবে | হ্যাপি নিউ ইয়ার |

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১:০০

কাতিআশা বলেছেন: আসলেই ব্যস্ত আছি..সিড়ির টোটাল নামবার টা ভুল (হেড হাইটের জন্য আরও কয়েকটা ধাপ দরকার!) স্কেচ মুড ভালো থাকলে করি..ভালো থাকবেন, হ্যাপি নিউ ইয়ার!

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: সুন্দর, তাই ভাল লাগলো।
যেকোন সৃজনশীলতা ভাল লাগে।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল ভাই!

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ডিজাইন নিয়ে কিছু বলছি না, পার্স্পেক্টিভে সমস্যা প্রকট।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০১

কাতিআশা বলেছেন: কি সমস্যা ?

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: পার্সপেক্টিভের অসামঞ্জস্য তো একজন স্থপতির চোখে সহজেই ধরা পড়ার কথা।
ধরতে না পারলে ইনস্ট্রুমেন্ট দিয়ে মেপে দেখুন, সমস্যাগুলো বুঝবেন।

১২| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.