নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা ব্লগ ভালবাসি আর সুযোগ পেলেই পড়ি। অনেক কিছু লিখতে মন চায়, কিন্তু লেখার যে হাত!...চেস্টা করে যেতে হবে তবুও।

কাতিআশা

বই এর পোকা, স্কেচ এর নেশা, পেশায় স্থপতী আর বাংলাদেশের প্রতি অসীম ভালবাসা

কাতিআশা › বিস্তারিত পোস্টঃ

স্কেচ- হাবিজাবি/পাতাঝরার দিন!

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

ব্লগে প্রতিদিন ঢুকলেও লেখা বেশী দিতে পারিনা, সময়ের অভাবে..সেদিন লান্চ টাইমে বসে নোটপ্যাডে এটা এঁকে ফেললাম..এরা আমার খুব প্রিয় হলেও মুখ আঁকলামনা ওদের!..চাঁদের আলোয় কয়েকজন যুবকের মত এরাও ভীড় করলো বাসার সামনে..পার্থক্য এই যে, চাঁদের আলো নয়- হেমন্তের সকালে, একটু ঠান্ডা ঠান্ডা বাতাসের আমেজে ওরা এলো আমার ক্যামেরার সামনে..পেছনে পাতাঝরার ঋতু সময়কে যেন থামিয়ে দিয়েছে!


যুবকের মাঝে যুবতী, বালক আর কিশোরীও আছে!




আমার জগত এরা..প্রবাস জীবনে আমার এক ঝলক আনন্দের মত!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি আঁকা। খুব ভালো লাগল।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬

কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই!

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২২

আটলান্টিক বলেছেন: ভালোই আঁকেন :)
তবে এইটা তো অতিরিক্ত ছোট হয়ে গেছে :(
আর আপনি কথাও কম বলেন

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩

কাতিআশা বলেছেন: কথা কম বলাই তো ভালো..আমার শুনতে/পড়তে ভালো লাগে! নিউ ইয়ারের শুভেচ্ছা নেবেন।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৫

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর এঁকেছেন। ভেরী এক্সপ্রেসিভ! + +
২ নং মন্তব্য প্রসঙ্গে- কথা কম বলা লোকেরা ক্রিয়েটিভ হয়, কারণ ওরা ভাবে বেশী।

০১ লা মে, ২০১৮ রাত ১২:৪০

কাতিআশা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.